কউমি সনদের স্বীকৃতি দেওয়া প্রয়োজন মনে করি।
লিখেছেন লিখেছেন হানিফ খান ০২ নভেম্বর, ২০১৩, ০৫:৩১:৪০ বিকাল
কউমি সনদের স্বীকৃতি দেওয়া প্রয়োজন মনে করি।
বাংলাদেশের প্রশাসনের বিভিন্ন দুর্নীতি হতে দেখা যায়। যোগাযোগ, ধর্ম, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, বিচার, আইন, স্বরাষ্ট্র সহ বিভিন্ন সেক্টরে দুর্নীতি চলে, যার সংবাদ আমরা প্রায়ই দেখি। কিন্তু যদি আজ এসব মন্ত্রনালয়সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কউমি মাদ্রাসার বিজ্ঞ আমানতদার উলামায়ে কেরাম দায়িত্ব পালন করতেন, দেশ ও জাতির আজ এতো দুরগতি হতো না। এবং দেশ থেকে দুর্নীতি বিতাড়ন সম্ভব হতো। কিন্তু যত বিপত্তি এই শিক্ষার স্বীকৃতি নিয়ে। বর্তমানে আমাদের দেশে কউমি সারটিপিকেট বা সনদের সরকারি স্বীকৃতি না থাকার দরুন বিজ্ঞ অভিজ্ঞ আলেমগন সরকারি পদে অধিষ্ঠিত হতে পারেন না।
সুতরাং আমরা বলবো, দেশ জাতির কল্যাণের জন্যই কওমি সনদের স্বীকৃতি প্রয়োজন।
তাই অবিলম্বে কউমি মাদ্রাসা সনদের স্বীকৃতি চাই। যাতে তারা সর্ব ক্ষেত্রে দীনের দাওয়াত পৌছাতে পারে। তবে বর্তমান সরকারের কাছে এমন দাবী আমরা জোরালো ভাবে জানাইতেছিনা, কারন কামারের কাছে স্বর্ণের যেমন দাম নাই, তার কাছে শুধু লোহারই দাম। সুতরাং এসরকার কউমি মাদ্রাসাকে সনদ দেওয়া তো দুরের কথা বরং তা কিভাবে বন্ধ করা তার সুযোগ সন্ধানে আছে, যদিও ইংশাআল্লাহ তাদের এই বাসনা জীবনেও পূর্ণ হবার নয়।
বিষয়: বিবিধ
১০৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন