মৃত্যু শয্যায় মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন,

লিখেছেন লিখেছেন হানিফ খান ০৩ সেপ্টেম্বর, ২০১৩, ১০:৪৭:২৬ রাত

মৃত্যু শয্যায় মহাবীর আলেকজান্ডার তার

সেনাপতিদের

ডেকে বলেছিলেন,'আমার মৃত্যুর পর আমার

তিনটা ইচ্ছা তোমরা পূরণ করবে। আমার

প্রথম অভিপ্রায় হচ্ছে,শুধু আমার

চিকিৎসকরাই আমার কফিন বহন করবেন। আমার ২য় অভিপ্রায় হচ্ছে, আমার কফিন

যে পথ দিয়ে গোরস্থানে যাবে সেই

পথে আমার অর্জিত সোনা ও

রুপা ছড়িয়ে থাকবে আর শেষ অভিপ্রায়

হচ্ছে, কফিন বহনের সময় আমার দুইহাত

কফিনের বাইরে ঝুলিয়ে থাকবে।'

তার সেনাপতি তখন তাঁকে এই বিচিত্র

অভিপ্রায় কেন করছেন প্রশ্ন করলেন। দীর্ঘ

শ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন,

'আমি দুনিয়ার

সামনে তিনটি শিক্ষা রেখে যেতে চাই

• আমার চিকিত্সকদের কফিন বহন করতে এই কারনে বলেছি যে যাতে লোকে অনুধাব

করতে পারে যে চিকিত্সকেরা কোন

মানুষকে সারিয়ে তুলতে পারে না।

তারা ক্ষমতাহীন আর মৃত্যুর

থাবা থেকে রক্ষা করতে অক্ষম।'

• 'গোরস্হানের পথে সোনা- দানা ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এট

দানার একটা কণাও আমার

সঙ্গে যাবে না। এগুলো পাওয়ার জন্য

সারাটা জীবন ব্যয় করেছি কিন্তু নিজের

সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না।

মানুষ বুঝুক এসবের পেছনে ছোটা সময়ের অপচয়।'

• 'কফিনের বাইরে আমার হাত

ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা জা

খালি হাতেই

পৃথিবী থেকে চলে যাচ্ছি. .

বিষয়: বিবিধ

১৩৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File