মউদুদি কি বলে ?
লিখেছেন লিখেছেন হানিফ খান ২১ আগস্ট, ২০১৩, ১০:৪২:৪৪ সকাল
ইয়ূসুফ আঃ বলেছিলেন , আমাকে মিশরেরখাজানাসমুহের তত্ত্বাবধায়ক নিযুক্তকরে দিন । (সুরা ইয়ূসুফ ,আয়াত -৫৫) এ অর্থইমুসলমানরা নিয়ে থাকেন । কিন্তুমওদূদী বলেছেন ,এটা কেবলমাত্র অর্থমন্ত্রণালয়ের পদের আবেদনই ছিলনা যেমন কোন কোন লোক মনে করে থাকেন , বরং তা ছিল'ডিক্টেটরশিপ ' লাভের দাবী । এর ফলে ইয়ূসুফআঃ যে পজিশন লাভ করেছিলেন তা প্রায় এধরনেরই ছিল যা ইটালির মুসোলিনির রয়েছে ।(তাফহিমাত , আবুল আ লা মওদূদী , পৃষ্টা ১১২,২য় খন্ড প্রথম প্রকাশ . মার্চ ১৯৯৯,মারকাযী মাকতাবায়ে ইসলামী পাবলিশনয়া দিল্লী ) dictatorship বা . একনায়কত্ব .শব্দটি কতই না আপত্তিকর ও অবমাননাসূচক !তাছাড়া বিশ্বেরইতিহাসে মুসোলিনি (Benito Mussolini :Dictator and leader of ltalian Facists from 1922 to 1943) হচ্ছে একজন জালিমএকনায়ক স্বৈরচারী । এমন নিকৃষ্ট ব্যক্তিরসাথে মানবতার চুড়ান্ত পদমর্যদায় আসীনমহান নবীকে তুলনাকরা চরম ধৃষ্টতা বৈ অন্যকিছু নয় । এসব ফিতনা থেকে আল্লাহতা য়ালা মুসলমানদেরকে হিফাযত করুন , আমীন । ৫. মওদূদী লিখেছেন . হযরত ইয়ূনুসআঃ থেকে রিসালাতের দায়িত্ব আদায়েবেশকিছু ত্রুটি হয়ে গিয়েছিল , খুব সম্ভব সময়আসার পূর্বেই তিনি অধৈর্য হয়ে নিজ স্থানত্যাগ করেছিলেন । ( তাফহিমুল কুরআন , আবুল আলা মওদূদী . পৃষ্টা . ৩১২-৩১৩ , ২য় খন্ড ) নবী - রাসূলগণেরকেউই রিসালাতের দায়িত্বপালনে কোন রকম শৈথিল্যবা ত্রুটি করতে পারেন না । এথেকে তারা সবাই নিষ্কুলুষ ও মাসূমএতে কারো কোন মতবিরোধ নেই । ৬. নূহআলাইহিস সালাম প্রসঙ্গে মওদূদী লিখেছেন ,"অনেক সময় কোনসুক্ষ্ম কুপ্রবৃত্তির বিষয়ে নবীর মতউচ্চমযাদাশীল ও মহানুভব ব্যক্তিও কিছুসময়ের জন্য মানবিক দুর্বলতার কাছে পরাজিতহয়ে থাকেন। কিন্তু যখন আল্লাহতায়ালা তাকে সতর্ক করে দেন - যে সন্তান হকের পথত্যাগ করে বাতিলেরমিশে গেছে তাকে ঔরসে জন্ম গ্রহণ করারসুবাদে আপন মনে করা জাহিলিয়াতের একঅনুভূতি মাত্র , তখন তিনি তৎক্ষনাৎ তার অন্তরথেকে বেপরোয়াহয়ে এমত চিন্তাধারায়ফিরে আসেন যা ইসলামের চাহিদা সম্মত ।"(তাফহীমুল কুরআন , আবুল আলা মওদূদী ,পৃষ্ঠ-৩৪৪ ,২য় খন্ড , ২য়প্রকাশঃ জানুয়ারী ২০০০ ঈসায়ী ,মারকাযী মাকতাবায়ে ইসলামী পাবলিশার্স ,নয়া দিল্লী ) একজন উচ্চ মর্যাদাশীলনবীকে মানবিক দুর্বলতার শিকার , জাহিলিয়াতের অনুভূতি সম্পন্ন ,ইসলামী চাহিদার পরিপন্হী ইত্যাদি মন্দঅভিধায় কোন মুসলমান ভূষিত করতে পারেনা ।৭. আদি পিতা আদম আলাইহিস সালামসম্পর্কে মওদূদী বলেন ,"এখানে আদমআঃ থেকে প্রকাশিত ঐ মানবিক দুর্বলতার হাকীকত বুঝে নিতে হবে - মোটামোটি একতাৎক্ষনিকআবেগ যা শয়তানের প্রলোভনেরছত্র ছায়ায় সৃষ্টি হয়েছিল , তা তার উপরআত্মবিস্মৃতির জন্ম দেয় এবং আত্মনিয়ন্ত্রনেরক্ষমতা দুর্বল হতেই তিনি আনুগত্যের উচ্চমর্যাদা থেকে পাপের নিম্ন গহবরে পতিত হন ।" (তাফহীমুল কুরআন , আবুল আলা মওদূদী ,পৃষ্ঠা-১৩৩ , ৩য় খন্ড ,২য়প্রকাশঃ জানুয়ারী ২০০০ঈসায়ী ,মারকাযী মাকতাবায়ে ইসলামী পাবলনয়া দিল্লী ) মুসলমানদেরআকীদা হচ্ছে নবী থেকেপাপাচার ও নাফরমানী প্রকাশ পাওয়াএকেবারেই অসম্ভব। নবী আলাইহিস সালাম সকলেই মাসূম ,নিষ্পাপ ।সকল নবী আঃ দেরকে নিশ্পাপমানা ,সাহাবায়ে কেরাম রাঃ দেরকে সত্যেরমাপকাঠি মানা ,কুরআনকে অবিকৃত অপরিবর্তিতমানা ,হাদিসকে সত্য মানা ,নামায রোজা হজ্জযাকাতকে আসল ইবাদত বলে স্বীকারকরা হলো মুসলমানের আবশ্যক আকীদা বিশ্বাস । আমাদের দেশের সবচেয়ে মারাত্মক প্রতারকদল জামাতে ইসলামী ওরা ইসলামের লেবেলবাহ্যিকভাবে লাগালেও উপরৌক্তএকটি বিষয়ের উপরও ঈমান রাখে না ।যারপ্রমান তাদের সিলেবাসের বইসমূহতে ষ্পষ্টবিদ্যমান ।দুঃখের বিষয় হলো কাফির মওদুদী ও তারঅনুসারী মওদূদীবাদীরা যে এগুলা মানে না ,অএগুলা যাচাই করে না ।তারা ফুটপাতেরক্যানভাসার সাঈদীর মত স্বঘোষিতমওদূদীবাদীকেও বড় আল্লামা মনে করে ।ভাবতেই অবাক লাগে মানুষ ঈমানী বিষয়ে এতটা বেখেয়ালী কিভাবে হয়
http://www.facebook.com/gpmuslim
বিষয়: বিবিধ
১৭৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন