ঈদুল ফিতরের দিন ১৩টি সুন্নত।
লিখেছেন লিখেছেন হানিফ খান ০৯ আগস্ট, ২০১৩, ১২:২৭:৩৯ রাত
ঈদুল ফিতরের দিন
১৩টি সুন্নত।
১. ভোরে খুব
তাড়াতাড়ি ঘুম
থেকে উঠা।
২. মেস্ওয়াক করা।
৩. গোসল করা।
৪. যথাসাধ্য উত্তম
পোশাক পরিধান করা।
৫. শরীয়ত-সম্মত
সাজসজ্জা করা।
৬. খুশবু লাগানো।
৭. ঈদগাহ যাওয়ার
পূর্বে কোন মিষ্টি-দ্রব্য
খেয়ে নেওয়া।
৮.
আগে আগে ঈদগাহে যাওয়
৯. ঈদগাহ যাওয়ার
পূর্বে সদকায়ে ফিতির
(ফেতরা)
না দিয়ে থাকলে দিয়ে য
১০.
ঈদগাহে গিয়ে ঈদের
নামায পড়া।
বিনা ওযরে ঈদের
নামায
মসজিদে না পড়া।
১১.
পায়ে হেঁটে ঈদগাহে যা
১২. যাওয়ার সময় এই
তাকবীর
আস্তে আস্তে পড়তে পড়তে
ﺍﻟﻠﻪ ﺍﻛﺒﺮ ﺍﻟﻠﻪ ﺍﻛﺒﺮ ﻻﺍﻟﻪ ﺍﻻﺍﻟﻠﻪ
ﻭﺍﻟﻠﻪ ﺍﻛﺒﺮ
ﺍﻟﻠﻪ ﺍﻛﺒﺮ
ﻭﻟﻠﻪ ﺍﻟﺤﻤﺪ
“আল্লাহু আকবার, আল্লাহু
আকবার, লা-
ইলাহা ইল্লালাহু
ওয়াল্লাহু আকবার।
আল্লাহু
আকবার ওয়ালিল্লাহিল
হামদ্।”
১৩. এক রাস্তায় যাওয়া,
অন্য
রাস্তা দিয়ে প্রত্যাবর্ত
করা।
বিষয়: বিবিধ
১৫৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন