কি অপরাধ মিশরের প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির যার জন্য তাকে পদত্যাগ করতে হবে ??
লিখেছেন লিখেছেন হানিফ খান ০২ জুলাই, ২০১৩, ০৮:১৯:৪৩ রাত
Md Hanif
কি অপরাধ মিশরের প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির যার জন্য তাকে পদত্যাগ করতে হবে ?? তিনি তো নির্বাচনের মাধ্যমে জনগনের ভোটেই জয়ি হয়ে প্রেসিডেন্ট হইছেন তবে কেন তার পদত্যাগ দাবি ??? আর সেদেশের সেনাবাহিনি এটা কি করল ? ২৪ ঘন্টার আল্টিমেটাম কেন দিল ?? এরপর কি হবে ?? আবার সেই সেনাবাহিনি ক্ষমতায় ?? আমার তো মনে হয় হোসনি মোবারক ও তার অনুগত বাহিনি ষড়যন্ত্র করছে যারা ইতিপূর্বেছিল আমেরিকা ও ইসরাইলের অনুগত তারা কি করে মুরসিকে মেনে নিবে ?? আর আমেরিকা ও ইসরাইল সারা বিশ্বে শক্তিশালি কোন মুসলিম দেশ মেনে নিতে পারে না বিশেষ করে মধ্যপ্রাচ্যে তারা মুথে যতই গনতন্ত্রের কথা বলুক না কেন তা শুধূই নিজ দেশের জন্য । ইহুদি ,খৃস্টান ও নাছাড়ারা কখনো কোন মুসলমানের বন্ধু হতে পারেনা এটাতো কোরআনের কথা । আফসোস! যদি আমাদের মুসলিম শাষকরা তা বুজত । তাই অতি দুঃখের সাথে বলতে হয় মিশরের আকাশে দূর্যোগ এর ঘনঘটা শকুনেরা মিশরের আকাশে উড়াউড়ি করতেছে । হে আল্লাহ প্রত্যেক মুসলিম দেশকে তুমি কাফির মুশরিকদের হাত থেকে হেফাজত কর এবং মুসলিম শাষকদের কোরআন ও সুন্নাহ বুজার তৈফিক দাও যাতে তারা তোমার হুকুম মত দেশ চালাতে পারে ।
বিষয়: বিবিধ
১৫০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন