আজকের আমল

লিখেছেন লিখেছেন হানিফ খান ০৭ জুন, ২০১৩, ০৩:২১:৩৬ দুপুর

আজ পবিত্র জুমাবার ,

হাদীস শরীফে আছে যে বেক্তি শুক্রুবার আছরের নামাজের পর নিজ স্থানে বসে কোন প্রকার দুনিয়াবী কথা বলার আগে "আল্লাহুম্মা সল্লি-আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি অ-আলা আলিহি অচাল্লিমু তাস্লীমা" এই দুরুদ টি ৮০ বার পাঠ করবে, তার আমল নামায় ৮০ বছরের সওয়াব লিখা হবে এবং অতীতের ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে। ( সুবহানাল্লাহ) আল্লাহ আমাদের সবাইকে আমল করার তাওফীক দান করুক, আমীন ।

বিষয়: বিবিধ

১২৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File