দাওয়াতে তাবলীগের ছোঁয়ায়
লিখেছেন লিখেছেন হানিফ খান ০৩ জুন, ২০১৩, ০৮:০৫:২৯ রাত
মসজিদে দাওয়াতে তাবলীগের ফিকির নিয়ে একটি জামাত এসেছে কালকে এশার পরে ও আজকে জোহরের পরে তাদের একটু সময় দেওয়ার সুজগ পেয়েছি। তাদের অধিকাংশই তরুন।তাদের সাথে
কথাবার্তা বলে যা জানতে পারি সেটা হল, তাদের অনেকেই ২-৩ বছর আগে তেমন ভাল ছেলে ছিল না । রাতেরপর রাত তারা আড্ডা মারত আর মেয়েদের পিছনে ঘুরঘুর করতো। বিভিন্ন অন্যায়ের দায়ে বিচারের সম্মুখীন হইতে হইছে কয়েকবার। তারপরে তাদের পরিবর্তন হয়নি। ঘটনাক্রমে তাদের মদ্ধে ২ জন পারিবারিক চাপে পড়ে তিন দিনের জন্য তাবলীগে বাহির হয়। তাবলীগ থেকে আসার পর তাদের আচার-আচরন এবং কিছুটা পরিবর্তন দেখে অন্য বন্ধুরা মুগ্ধ হলেও তাদের দাওয়াতে সাড়া দেয়নি। কিন্তু কিচুদিন পর ওই ছেলে দুটি আবার এক চিল্লার জন্য বাহির হয়। চিল্লার দেওয়ার পর বাড়ীতে এসে তারা এলাকার মসজিদ থেকে সময়নুযায়ী দাওয়াতের কাজ চালিয়ে যান। কিছুদিন পর তারা ওই যুবকদেরও বুজিয়ে তিনদিনের জন্য তাবলীগে নিয়ে যায়।বাস, এবার কি আর তারা তাদের আগের রাস্তায় ফীরে যাবে? না । আস্তে আস্তে এবার সব বন্ধু আবার এক পথের সাথী হয়ে গেল। তবে এবার তাদের স্থান আর রাস্তায় রাস্তায় না। এবার তাদের স্থান মসজিদ-মাদ্রাসায়। আজ কেউ ব্যাবসা বাণিজ্য করলেও ব্যাবসা তাদের আল্লাহকে ভুলাতে পারছে না। তাদের অনেকেই আজ আমাদের সমাজের মসজিদে তিনদিনের জন্য দাওয়াতের ফিকির নিয়ে এসেছে। আগামী বুধবার চলে যাবেন।
বিষয়: বিবিধ
১৩০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন