আর কাকে হারাবো?

লিখেছেন লিখেছেন হানিফ খান ৩০ মে, ২০১৩, ০৯:০২:৫২ সকাল

শারীরিক মানুষিক ও অমানুবিক নির্যাতনে আমরা হারাইছি আমাদের সিংহ পুরুষ শামছুল উলামা

মুফতি আমিনিকে। নীরবে কেঁদেছি,তাহাজ্জুত পড়ে চোখের পানি পেলেচি,

আল্লাহর কাছে হাত তুলে বিচার চাইছি। রাজপথে প্রতিবাদ করার সুযোগ পাইনি।

সুযোগ পাইনি হুজুরের জানাযায় শরীক হতে। কিন্তু এবার যদি আমাদের শায়েখ

লক্ষ লক্ষ আলেমের উস্তাদ নাস্তিক মুরতাদ বিরুধী আন্দোলনের মাঠ কাঁপানো নেতা

ও জীবন্ত শহীদ আল্লামা জুনায়েদ বাবুনগরীর কিছু হয়,

আল্লাহর কছম এবার মানুষ ঘরে বসে থাকবে না সহ্য করবে আর তাদের অত্যাচার।

আর সহ্য করবো না এভাবে তীলে তীলে আমাদের আকাশের নক্ষত্র গুলাকে শহীদ করা।

হে আল্লাহ তুমি আমাদের ক্ষমা কর,আমরা দুর্বল বলে বাচাইতে পারিনি তোমার সৈনিক আমীনিকে।

বাচাইতে পারিনি ৫ মে রাত্রে হাজার হাজার আলেমদের কে। আমাদের শক্তি দাও খোদা।

বাচাও আমাদের নেতা বাবুনগরিকে, বাচাও আমাদের আলেম উলামাদের কে।

দেখিয়ে দাও তোমার সাহায্য তোমার প্রিয় বান্দা দের প্রতি।

বিষয়: বিবিধ

১০৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File