কেমন নেতাকে সাপোর্ট দিবো?

লিখেছেন লিখেছেন হানিফ খান ২৯ মে, ২০১৩, ০৭:০৬:০০ সন্ধ্যা

একদা হযরত মুহাম্মাদ (সঃ) এক সাহাবীর জানাযার নামাজ পড়তে যাইতেচেন।

পথিমধ্যে হযরত উমর (রাঃ) হুজুর সঃ এর গন্তব্যস্থানের কথা জিজ্ঞাস করলে

হুজুর সঃ অইন সাহাবীর জানাযায় যাওয়ার কথা বলেন। তখন হযরত উমর রাঃ

হুজুর সঃ কে ওই সাহাবীর জানাযায় না যাওয়ার জন্য অনুরধ করেন।

হুজুর সঃ উমরের কাছে তার কারন জানতে চাইলে হযরত উমর বলেন,

হুজুর ওই সাহাবী আপনার পিচনে নামাজ পড়তো। আপনার দরবারেও বসতো।

আপনার সাথেও সদাচরণ করতো কিন্তু তার নেতা ছিল কাফের,তার নেতা ছিল মুশরিক,

সে নিজেকে মুছলমান বলে দাবী করলেও তার ভিতরে ছিল মুনাফেকী। সুতরাং আপনি তার

জানাযায় না গেলে ভালো হবে। উত্তরে হুজুর সঃ বলেন দেখ,এখন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমার কাছে

কোন ওহী আসে নাই। পরে হুজুর সঃ ওই লোকটির জানাযায় যাওয়ার পর এক পর্যায়ে আমাদের নবী

যার মন ছিল উদার ও মহৎ তিনি ওই লোকটির মুখে তার পবিত্র মুখের লালা দিয়েছেন।

তারপরেও আল্লাহ তাআলা ওই লকটিকে ক্ষমা করবেন না বলে ঘোষণা দেন কারন তার

নেতা ছিল কাফের মুশরিক ও ইসলাম বিদ্বেষী সুতরাং তার নেতা অনুযায়ী তার বিচার হবে

সে যতই উপর দিয়ে ভালো সাজুক। আল্লাহ তাকে ক্ষমা করেননাই ।

বন্ধুরা আজ আমাদের দেখতে হবে আমরা কোন পথে আছি?

সারা বিশ্বের মত আমাদের এই ছোট দেশ বাংলাদেশেও অনেকে অনেক ধরনের দল বা সঙ্ঘটন করি।

কেউ দল করি ক্ষমতা পাওয়ার জন্য,কেউ সাময়িক কিছু আর্থিক লোভের জন্য।

কেউ বা নেতা কে খুশি করতে জান দিতে প্রস্তুত। চলার পথে সবাই একজন নেতা বানিয়ে নেই।

কিন্তু নেতা টা কেমন এই নেতার মুল মাকচাদ বা উদ্দেশ্য কি? এই নেতা আমাকে কেন ব্যাবহার করতেছে?

এই প্রশ্নটুকু আমাদের বিবেকে কেন নাড়াচাড়া দেয়না? আমি মুছলমান হলে আমার প্রথম দেখতে হবে,

আমার নেতার ভিতর আল্লাহর ভয় কেমন আছে? আল্লাহর হুকুম কতটুকু সঠিক ভাবে পালন করে?

আমার ভোটে নেতা ক্ষমতায় এসে ইসলামের বিরুদ্ধে কোন আইন পাস করেছে/করবে কিনা ?

তার দেহে আল্লাহর রাসুলের কোন নিদর্শন আছে কিনা? আর এ সমস্ত প্রশ্ন যখন আমরা নিজেকে নিজে করবো

তখন হয়তো আমরা সঠিক পথে আস্তে সহজ হবে। আর যদি এই দুনিয়ার ক্ষণস্থায়ী কিছু লাভের জন্য

একজন অসৎ লোককে নেতা বানিয়ে আমার ভোটে তাকে জয় করে ক্ষমতায় বসিয়ে দেই তাহলে আমাদের

অবশ্যই মনে রাখতে আমাদের অবস্থা ওই মুনাফিকের মত হবে যে কিনা নামাজ পড়তো আল্লাহর রাসুলের পিচনে

আর তার নেতা ছিল ইসলাম বিদ্বেষী অসৎ ও কাফের ।

বিষয়: বিবিধ

১৪৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File