১৯৭১ সালে মুক্তিযুদ্ধে প্রকৃত মৃত্যুর সংখ্যা প্রমানসহ।

লিখেছেন লিখেছেন কুরআনের যোদ্ধা ২০ অক্টোবর, ২০১৩, ০৯:২৪:০৮ রাত

আচ্ছা ১৯৭১এর স্বাধীনতা যুদ্ধে কত লক্ষ বাংলাদেশী নিহত হয়েছিল জানেন?? আসুন সঠিক তথ্য জানি।

মুক্তিযুদ্ধ ব্যবসায়ী বুলি ছড়ায় ৩০লক্ষ জনগনের লাশের বদলে নাকি দেশ স্বাধীন হয়েছে। তাদের উদেশ্যে বলি তিরিশ লাখের অর্থ জানেন তো তিন মিলিয়ন।বিশ্বখ্যাত গনহত্যা বিশ্লেষক ও উপাত্ত সরবারাহকারী R.J. Rummel তার রচিত Statistics of Democide: Genocide and Mass Murder Since 1900. In Chapter 8, Statistics Of Pakistan's Democide - Estimates, Calculations, And Sources নামক বইতে বলেছেন বিভিন্ন উপাত্ত বলছে নিহতের পরিমান ৩ থেকে ৩০লক্ষ কিন্তু আমি বিচক্ষণ মনে করি ১৫লক্ষ নিহত হয়েছে তবে তিনি যে উপাত্ত দিয়েছেন সেখানে নিহতের পরিমান ২ লক্ষ থেকে ৩লক্ষ।তার ওয়েবসাইটে সবচেয়ে নিভূলভাবে উপাত্তগুলো দেওয়া হয়েছে।১৫লক্ষ কথাটি ছিল তার ধারণাথেকে বলা কিন্তু উপাত্ত সংগ্রহ করে প্রামাণ পান মাত্র ২-৩লক্ষ নিহতের। নিচে লিঙ্ক দেখুন:Click this link

নিহত সম্পর্কিত উপাত্ত:Click this link

এখানে একটা ব্যাপার একাত্তরে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি অর্থাৎ ৭৫ মিলিয়ন। যে কোন স্কুল ছাত্রও হিসাব করে বের করতে পারে, সাড়ে ৭ কোটির (৭৫ মিলিয়ন) মাঝে তিরিশ লাখ (তিন মিলিয়ন) মানুষের মৃত্যু হলে প্রতি ২৫ জনের মাঝে একজনকে মারা যেতে হয়। যে গ্রামে ১ হাজার মানুষের বাস সে গ্রামে মারা যেতে হয় ৪০ জনকে। ঘটনাক্রমে সে গ্রামে সেনাবাহিনীর প্রবেশ না ঘটলে এবং তাদের হাতে কেউ মারা না গেলে পরবর্তী গ্রামটি যদি হয় ১ হাজার মানুষের তবে সেখান থেকে মারা যেতে হবে কমপক্ষে ৮০ জনকে। যে থানায় ১ লাখ মানুষের বাস সেখানে মারা যেতে হবে ৪ হাজার মানুষকে।

প্রতি থানায় ও প্রতি গ্রামে মৃত্যুর সংখ্যা এ হারে না হলে ৩০ লাখের সংখ্যা পূরণ হবে না। তাছাড়া ৯ মাসে তিরিশ লাখ মানুষকে হত্যা করতে হলে পাকিস্তান সেনাবাহিনীকে প্রতিদিন গড়ে ১১,১১১ জনকে হত্যা করতে হয়। সে সংখ্যাটিকোন একটি দিন পূরণ করতে ব্যর্থ হলে পরের দিন বেশী করে হত্যা করে তা পূরণ করতে হতো। সে সময় তৎকালীন পূর্ব পাকিস্তানে পাক-বাহিনীর প্রকৃত সৈন্য সংখ্যা ছিল প্রায় ৪৫ হাজার। -(সূত্রঃ জেনারেল নিয়াজী রচিত বিট্রায়াল অব ইস্ট পাকিস্তান নামক বই,২০০১)। প্রশ্ন হলো, ৪৫ হাজার পাকিস্তানী সৈন্যের পক্ষে কি সম্ভব ছিল বিল-হাওর,নদী-নালা,দ্বীপ ও চরাভূমিতে পরিপূর্ণ একটি দেশের প্রায় ৭০ হাজার গ্রামে পৌছানো? প্রায় ৭০ হাজার গ্রামের মাঝে ১০ হাজার গ্রামেও কি সেনা বাহিনী পৌঁছতে পেরেছে? প্রতিটি গ্রাম দূরে থাক প্রতিটি ইউনিয়নেও কি তারা যেতে পেরেছিল? অধিকাংশ গ্রামে তখন গাড়ী চলার মত রাস্তা ছিল না।অধিকাংশ গ্রামের অবস্থান নদীর পাড়েও নয় যে তারা লঞ্চ বা নৌকা যোগে সেখানে পৌঁছতে পারতো।

#BBC'র মতে বাংলাদেশ নিহতের বিষয়টাকে অতিরঞ্জিত করে এর সংখ্যা বৃদ্ধি করেছে কিন্তু তাদের মতে। Bangladesh government figures estimate more than three million people were killed, although independent researchers put the figure at between 300,000 and 500,000. Click this link

এছাড়াও Bangladesh war: The article that changed history শীর্ষক শিরোনামে বলা হয়েছে,

Nobody knows exactly how many people were killed, but certainly a huge number of people lost their lives. Independent researchers think that between 300,000 and 500,000 died. The Bangladesh government puts the figure at three million. লিঙ্ক Click this link

এবার শুনুন মুজিব কেন বারবার ৩০লক্ষ নিহতের কথা বলেছে ২২শে ফেব্রুয়ারী ১৯৭১ সালে ইয়াহিয়া খান এক সেনা কনফারেন্সে বলেছিলেন "Kill three million of them, and the rest will eat out of our hands."যেটা সাংবাদিক #Robert_Payne এর মাধ্যমে মুজিব জেনেছিলেন লিঙ্ক Click this link

। এই কথার সূত্র ধরেই মুজিব ৩০লক্ষ নিহতের দাবি করেন।কি অভিনব ধান্দা, অবশ্য বিশ্বমিডিয়া তার এই তথ্য মিথ্যা বলে প্রমানিত করেছে।

#United_States_Department_of_State ২০০৫ এর জুন মাসে U.S. policy in South Asia নামক #Conference_Agenda-তে বলেন, “Bangladeshi figure of civilian deaths was close to 300,000, which was wrongly translated from Bengali into English as three million” তথ্য উপরোক্ত wikipedia. লিঙ্কেরে (Casualties) Part।

বুঝতে পারলেন তো বাংলাদেশের তৎকালিন দালাল কত বড় কুলাঙ্গার ছিল ৩লক্ষকে ৩০লক্ষ হিসাবে চালিয়েছে। সবজানার পর বলবেন মিথ্যা তথ্য দিচ্ছি?? তাদের উদ্দেশ্যে বলি সত্য কথা বলুন, মিথ্যা অনেক আগেই বিলুপ্ত হয়েছে আর সেটা বিলুপ্ত হওয়ারই জন্য।সুর বদলান মুক্তিযুদ্ধে নিহতের পরিমান ৩-৫ লক্ষ এর বেশী না।ব্যবসা অনেক হয়েছে ৪২ বছর ধরে মিথ্যার পাহাড় চাপা দিয়ে ব্যবসা করছেন আর না। মৃতদের নিয়ে ব্যবসা করা বন্ধ করুন।

পোষ্টটি Miah Mohammad Abu Musa

নামক ফেচবুক আইিড থেকে নেওয়া।

বিষয়: বিবিধ

২৬৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File