ইহা একটি চুলকানী সৃষ্টিকারী পোষ্ট (18+)পড়বেন।

লিখেছেন লিখেছেন কুরআনের যোদ্ধা ২৩ সেপ্টেম্বর, ২০১৩, ১১:৫০:৩৮ রাত

গোটা কয়েক ফেচবুক আইডি ব্লগ থেকে থেকে দাবি করা হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার চায়, ফাঁসি চাই। যারা এদেশের মা-বোন দের ধর্ষণ করেছে তাদের বিচার এদেশের মাটিতেই করতে হবে। ব্যাপারটা বেশ হাস্যকর। কারণ বাংলাদেশে অনলাইন জগত এখনো পর্যন্ত ইসলামপন্থিদের সংখ্যাগরিষ্টতা রয়েছে।গোটা কয়েক ধর্মনিরপেক্ষবাদি আর হিজরাদের প্রলোপ শুনলে হাসি পায়। এদেরকে ফ্রেন্ড লিষ্টে রাখা ঠিক না হলেও মাঝে মাঝে মজা পাওয়ার জন্য রাখি। এরা এমনই প্রগতিশীল যে তিনযুগেরও আগে সংগঠিত ধর্ষনের বিচার চায় আর সাম্প্রতিক কালে ধর্ষক সেঞ্চুরী মানিক(১০০টি), পান্না মাষ্টার (১৭২টি), ইঞ্জিনিয়ার টুটুল(৩৭টি) পরিমল জয়ধর(১৭টি), তারকাচন্দ্র মন্ডল(১০এর অধিত), চন্দন পোদ্দার(১৫ এর অধিক)এদের মত ধর্ষকে দের বিচার চায়না। আসলে এরা তো আধুনিক ধর্ষক এরা খুব অভিনব পদ্ধতিতে ধর্ষন করে সাথে কিছু প্রলভন থাকে, তাছাড়াও মোবাইল ভিডিও’র মাধ্যমে সবার কাছে একটা গ্রহন যোগ্যতাও বাড়ে পরবর্তিতে কোন কর্পোরেট পতিতা হওয়ার সুযোগ থাকে।কিন্তু রাজাকাররা তো ধর্ষন করেছে কিন্তু এ ধরনের সূযোগ দেয়নি তাই তারা খারাপ তা না হলে সূলতানা কামাল, সারা জাকের, খুরশীদা পারভীন, রোকেয়া প্রাচীর, ব্যারিষ্টার সারা হোসেন কখনোই যুদ্ধাপরাধীদের বিচার চেতো না।সাম্প্রতি ভারতীয় ধর্ষকদের ছোয়া আমাদের দেশের প্রগতিশীলদেরকে খুব অনুপ্রেনিত করেছে সেজন্য দিল্লী মেডিকেল কলেজ ছাত্রী ধর্ষিত হওয়ার পর বাংলাদেশে প্রায় ৫১টি ধর্ষন সংগঠিত হয়েছে এর মধ্যে আওয়ামী-লীগের নেতা-কর্মীদের হাতে নারী পুলিশ কনস্টেবল সহ ধর্ষিত হয়েছে ৩৭জন। কই এর বিচার তো কাউতে চাইতে দেখলাম না। অথচ কোথাকার দিল্লীর পতিতা ধর্ষিত হলো আর ভারতীয় হাইকমিশনের সামনে মানববন্ধন করলো সারা জাকের , সূলতানা কামালরা।মার চেয়ে মাসির দরদ ভালো না। প্রথম আলোতে সারা জাকের উপদেশ দেয় কারোর সাথে শাররিক সম্পর্ক তেমন কোন রড় ঘটনা নয় আবার এবাই ধর্ষনের জন্য মানববন্ধনে দাড়ায়। আপনার জানেন কি না জানি না। জানুয়ারীর প্রথম দিকে এই সকল চুলশীরা পরকীয়া সর্ম্পকের আইনিক বৈধতার জন্য মানববন্ধন করেছিল।রাজাকাররা সেই ৭১র পর এত ভালো হয়ে গেল যে গত ৪২ বছরের তাদের দ্বারা একটা মা-বোনও ধর্ষিত হলো না। আর গত ৪২ বছর ধরে মুজিব সেনাদের হাতে দেশটা প্রতিনিয়ন ধর্ষন হতে হতে গর্ভবতি হয়ে পড়েছে এর জন্য কেউ মানববন্ধন করেনা, প্রতিবাদও করেনা।

বিষয়: বিবিধ

২২২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File