তারেক রহমান এবং জয় একটি বিশ্লেষণ

লিখেছেন লিখেছেন কুরআনের যোদ্ধা ২৬ আগস্ট, ২০১৩, ০৯:২৬:০১ রাত

কিছু সংখ্যক কলামিস্ট,রাজনৈতিক বিশ্লেষক সজীব ওয়াজেদ জয় কে তারেক রহমানের সাথে তুলনা করে জয়কে তারেক রহমানের সমকক্ষ বানানোর চেষ্টা করছেন ।একজন ব্যাক্তি জয় কিংবা তারেক রহমান কেমন মানুষ সে আলোচনায় যাবোনা ।কিন্তু তারেক রহমান যেহেতু একজন তুমুল জনপ্রিয় রাজনৈতিক ব্যাক্তিত্ব এবং সজীব ওয়াজেদ জয় শেখ পরিবারের উত্তরসূরি হিসেবে রাজনীতির মাঠে পা রেখেছেন ।তাই বিশ্লেষণ টা রাজনৈতিক ভাবে হওয়া উচিত ।

জয় রাজনীতিতে তারেক রহমানের সমকক্ষ হওয়া দুরের কথা ।তারেক রহমানের মেধা ,প্রজ্ঞা ,যোগ্যতা ,সাং গঠনিক দক্ষতায় একজন পূর্ণা ঙ্গ রাজনৈতিক নেতার যে অবয়ব দেখতে পাই ।জয় সেখান থেকে যোজন যোজন দূরে ।জয় যেখানে তার প্রতিটি বক্তব্যে একজন রাজনৈতিক নেতার চেয়ে , অবুঝ বালকের মত "আমার মা " (প্রধান মন্ত্রী শেখ হাসিনা )সম্বোধন করে নিজের যোগ্যতার চেয়ে শেখ হাসিনার ছেলে পরিচয়ে নিজে গৌরবান্বিত হওয়ার চেষ্টা করেন ।সেখানে তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত আর আদর্শের যোগ্য উত্তরসুরী হিসেবে নিজেকে প্রমানিত করা সত্ত্বেও নিজের স্বতন্ত্র সত্ত্বার বিকাশে সব সময় সচেষ্ট ছিলেন ।অনেকেই(এমন কি দলের নেতা - কর্মীরা ও) তারেক রহমান কে ' তারেক জিয়া " ডাকেন ।কিন্তু তারেক রহমান প্রায় সময়ই বলেছেন তিনি "তারেক জিয়া " নন তার নাম তারেক রহমান ।তিনি এই নামটাই তার পরিচয় হিসেবে ধারন করতে চান ।

জয় যেখানে রাজনীতিতে নেমেই ভদ্রতা ,সভ্যতা ,ভব্যতা ভুলে সম্মানিত বিরোধী দলীয় নেত্রী এবং জননেতা তারেক রহমান কে নিয়ে লাগাতার কুৎসিত ভাবে গীবত গাইতে গিয়ে তার ব্যাক্তিত্ব কে "অবুঝ বালক " থেকে "বখাটে কিশোর " এর পর্যায়ে নামিয়ে এনেছেন ।সেখানে জয় এর বাংলাদেশে আগমন কালে বাসায় ফুলের পাপড়ি গুচ্ছ পাঠিয়ে শুভ কামনা জানিয়েছিলেন তারেক রহমান ।কি অদ্ভুত বৈপরীত্য দুজনের মাঝে !

সদ্য আমেরিকা ফেরত জয় এর প্রতিটি বক্তৃতা ছিল বিদ্বেষপূর্ণ ।যেখানে নতুন প্রজন্মের শিক্ষণীয় কিছু ছিলনা ।কিন্তু তারেক রহমানের বক্তৃতার ভিডিও দেখুন হে কলামিস্ট , রাজনৈতিক বিশ্লেষক বন্দুরা ।তার বক্তৃতার পুরো অংশ জুড়েই থাকে দেশ কে কিভাবে এগিয়ে নেয়া যায়,কিভাবে আমাদের দেশ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই ভাবনার প্রতিফলন ।শুধু তাই নয় ,শহীদ জিয়ার উন্নয়ন মুখী ,উৎপাদন মুখী রাজনীতির ১৯ দফার আলোকে তারেক রহমান নিজস্ব চিন্তা -ভাবনাকে সময় পযোগী করে কিছু প্রস্তাবনা সাজিয়েছেন যা বিগত রমজানে লন্ডনে বিএনপির সমাবেশে তুলে ধরেছেন ।তার এই প্রস্তাবনা যদি সফল ভাবে প্রয়োগ করা যায় ।তাহলে বাংলাদেশের কৃষি ,শিল্প ,বানিজ্য খাতে অসাধারন বিপ্লব গঠবে ।আমি দৃঢ় ভাবে বলতে চাই ।তার এই প্রস্তাবনা অদূর ভবিষ্যতে একটি রাজনৈতিক দর্শন হিসেবে বিবেচিত হবে ।

আমি মনে করি জয় কে তারেক রহমানের সমকক্ষ বানানোর চেষ্টা একজন প্রজ্ঞাবান রাজনৈতিক ব্যাক্তিত্ব কে হেয় করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়।এটা ও বিশ্বাস করি "কাক ময়ুর পুচ্ছ ধারন করলেও তাকে কিন্তু চিনতে কষ্ট হয়না " ।

বিষয়: বিবিধ

১৭৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File