বাজারে আসছে সাড়া জাগানো অডিও এ্যালবাম “খোদা তোমায় পাইগো যদি”

লিখেছেন লিখেছেন ইব্রাহীম মাহমুদ ২৪ জুলাই, ২০১৩, ১২:৪০:৪২ দুপুর

একসময় সাইফুল্লাহ মানসুর ভাই ইসলামী সঙ্গীতের অঙ্গনকে মাতিয়ে রাখতেন। আমরা সবসময় উনার নতুন গানের প্রতীক্ষায় থাকতাম। মানসুর ভাই বর্তমানে তেমন গান করেননা বললেই চলে। বর্তমানে ক্ষরা চলছে। ভাল কন্ঠশিল্পির অভাব, সে সঙ্গে অভাব রয়েছে মানসম্মত গানেরও। আমার আত্নবিশ্বাস এ ক্ষরা বিদূরিত হবে অচিরেই, কারন আমরা পেতে যাচ্ছি উদিয়মান তরুন শিল্পি "তারেক মাহমুদকে"। “তারেক মাহমুদ” আমাদের মাঝে আসছেন তার একক অডিও এ্যালবাম নিয়ে। একজন বন্ধু হবার সুবাদে এ তরুন শিল্পিকে আমি খুব কাছ থেকে দেখে আসছি। তারেক মাহমুদ একাধারে একজন গীতিকার, সুরকার এবং কন্ঠশিল্পি। ইতিপূর্বে লন্ডনে অবস্থানকালীন সময়ে একাধিক মিশ্র এ্যালবামে তিনি কন্ঠ দিয়েছেন। তবে এটাই তার প্রথম একক অডিও এ্যালবাম। মজার বিষয় হলো এই এ্যালবামটির সকল গানের গীতিকার এবং সুরকার শিল্পি নিজেই। এ্যালবামটির প্রতিটি গানই অন্যন্ত মানসম্মত এবং হৃদয় ছোঁয়া।এই এ্যালবামটির জন্য আমি ব্যক্তিগতভাবে পরামর্শ এবং উৎসাহ-অনুপ্রেরনা দিয়ে সহায়তা করেছি। প্রতিটি গান অত্যন্ত মানসম্মত হওয়ায় দেশের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান ”ফাহিম মিউজিক” এই এ্যালবামটির প্রযোজনার দায়িত্ব নিয়েছেন। দু-চার দিনের মধ্যেই প্রত্যেকটি গানের রিংটোন পাওয়া যাবে এবং নিকতস্থ সিডি/ভিসিডির দোকানেও পাওয়া যবে ইনশাআল্লাহ।

বিষয়: বিবিধ

২০০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File