কেয়ামত।

লিখেছেন লিখেছেন ইব্রাহীম মাহমুদ ২০ জুন, ২০১৩, ০৬:৪৮:৫৯ সন্ধ্যা

কোন একদিন,

সূর্যটা সেই আগের মত দিবেনা আর আলো,

চাঁদ-তারাও স্বার্থবিহীন বাসবেনা আর ভালো।

জোনাকীরা ফুল কানণে করবেনা দূর কালো,

এক নিমিষেই নিখিল জাহান হইবে এলোমেলো।

সেদিন,

ঝরনা ধারা ছুটবেনা আর কুলু কুলু রবে,

বাঁশি যখন বাজবে দূরে ধ্বংস সবি হবে।

পাগল হয়ে ছুটবে তখন কাছের দূরের সবে।

এই ধরাতে রোজ কেয়ামত সত্যি যেদিন হবে।

বিষয়: সাহিত্য

১০৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File