মুখোশের আড়ালে জীবনের আর্তনাদ

লিখেছেন লিখেছেন মোঃ হাম্মাদুর রহমান ০৬ জুন, ২০১৩, ০৫:২৬:০৬ বিকাল



মাস্ক বা মুখোশের সঙ্গে আমরা সবাই কমবেশি পরিচিত। কখনো প্রয়োজনে কিংবা কখনো মজা করতে গিয়ে মুখোশ পরে থাকি। কিন্তু মুখোশ যদি জীবনের সঙ্গে অবিচ্ছেদ্য হয়ে উঠে, তাহলে এটা কেমন হয়।

বিশেষ করে এই মুখোশ যখন কেবলই শুরু হতে যাওয়া একটি জীবনকেই আড়াল করে দেয়, তাহলে সেই আর্তনাদ কেমন হতে পারে।

এমনি এক মর্মান্তিক ঘটনা ঘটেছে চীনে। গত বছর এক সড়ক দুর্ঘটনা অস্বাভাবিক হয়ে যায় ছয় বছর বয়সী বালিকা কাও ফেই’র জীবন। এরপর থেকেই তাকে সবসময় পরে থাকতে হয় একটি মুখোশ। সেটিই এখন তার আসল চেহারা।

গত ২০১২ সালের জুনে কাও’র দাদা-দাদী মোটরসাইকেলে করে তাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলেন। এ সময় রাস্তার পাশের জ্বলন্ত খড়ের ধোঁয়ায় সৃষ্ট দৃষ্টি সমস্যার কারণে দেখতে না পেয়ে একটি সাইকেল-রিকশা তাদেরকে ধাক্কা মেরে ওই জ্বলন্ত খড়ের মধ্যে ফেলে দেয়।



(ফেই'র এই ছবি এখন কেবলই স্মৃতি)

অনেকক্ষণ পরে যখন আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে ততক্ষণে মেয়েটির দাদা-দাদীর নিশ্বাস বন্ধ হয়ে গেছে। কাও’র অবস্থাও খুবই সঙ্কটাপন্ন ছিল। তাকে বাঁচাতে গিয়ে তার বাবা-মা তাদের সঞ্চয়ের সবটাই ব্যায় করে ফেলেন।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তার শরীরের চামড়া স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য তাকে সবসময় আঁটসাঁট পোশাক এবং মুখোশ পরে থাকতে হয়। সেই থেকে মুখোশটি তার জীবনেরই একটি অপরিহার্য অংশে পরিণত হয়েছে।



(মুখোশ তাকে স্বাভাবিক জীবন থেকে আলাদা করেছে)

বিষয়: বিবিধ

১৮৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File