জ্ঞান বনাম সম্পদ

লিখেছেন লিখেছেন মোঃ হাম্মাদুর রহমান ০২ জুন, ২০১৩, ০২:৫৩:৩৮ দুপুর

একদা ১০ জন লোক মুসলিম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী (রাঃ) এর নিকট আসলো । তারা বলল, ‘আমরা আপনাকে একটি প্রশ্ন করার অনুমতি চাচ্ছি’ । হযরত আলী বললেন, ‘ স্বাধীনভাবে আপনারা প্রশ্ন করতে পারেন’ ।

তারা প্রশ্ন করলো, ‘জ্ঞান ও সম্পদের মধ্যে কোনটা ভালো এবং কেন ভালো ?’

অনুগ্রহ করে আমাদের প্রত্যেকের জন্য একটি করে উত্তর দিন ।

হযরত আলী (রাঃ) নিম্নের ১০ টি জবাব দিলেন-

১। জ্ঞান হল মহানবী (সাঃ) এর নীতি, আর সম্পদ ফেরাউনের উত্তরাধিকার ।

সুতরাং জ্ঞান সম্পদের চেয়ে উত্তম ।

২। তোমাকে সম্পদ পাহারা দিতে হয়, কিন্তু জ্ঞান তোমাকে পাহারা দেয় ।

তাই জ্ঞান উত্তম ।

৩। একজন সম্পদশালীর যেখানে শত্রু থাকে অনেক, সেখানে একজন জ্ঞানীর অনেক বন্ধু থাকে ।

এতএব, জ্ঞান শ্রেষ্ঠ ।

৪। জ্ঞান উত্তম, কারণ এটা বিতরণে বেড়ে যায় । অথচ সম্পদ বিতরণ করলে কমে ।

৫। জ্ঞান উত্তম, কারণ একজন জ্ঞানী লোক দানশীল হয় । অন্যদিকে সম্পদশালী ব্যক্তি হয় কৃপণ ।

৬। জ্ঞান চুরি করা যায় না, কিন্তু সম্পদ চুরি হতে পারে ।

সুতরাং জ্ঞান উত্তম ।

৭। সময় জ্ঞানের কোন ক্ষতি করে না, কিন্তু সম্পদ সময়ের পরিবর্তনে ক্ষয় হয়, নষ্ট হয়ে যায় ।

তাই জ্ঞান উত্তম ।

৮। জ্ঞান সীমাহীন, কিন্তু সম্পদ সীমাবদ্ধ এবং গোনা যায় ।

তাই জ্ঞান উত্তম ।

৯। জ্ঞান হৃদয়-মনকে জ্যোতির্ময় করে, কিন্তু সম্পদ একে মসিলিপ্ত করার মত ।

অতএব জ্ঞান উত্তম ।

১০। জ্ঞান উত্তম । কারণ জ্ঞান মানবতাবোধে উদ্ধুদ্ধ করে, যেমন আমাদের প্রিয়নবী আল্লাহকে বলেছেন, ‘আমরা আপনার উপাসনা করি, আমরা আপনারই দাস ।“ অন্যদিকে সম্পদ নমরুদকে বিপদগ্রস্ত করেছে । যারা দাবী করে যে তারাই ইলাহ ।

সুত্রঃ হযরত আলী (রাঃ) এর জীবনী, আমরা সেই সে জাতি

বিষয়: বিবিধ

১৩৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File