S-300 এবং সিরিয়া

লিখেছেন লিখেছেন মোঃ হাম্মাদুর রহমান ০১ জুন, ২০১৩, ১১:৩৩:২২ সকাল

সিরিয়ার উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর পরই সিরিয়ার সরকারকে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র S-300 দেওয়ার প্রতিজ্ঞা করে রাশিয়া । সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়ার পাঠানো ক্ষেপণাস্ত্রের প্রথম চালান পেয়েছেন বলেও দাবী করেছেন এবং তিনি বলেছেন দ্বিতীয় চালানও তাড়াতাড়ি সিরিয়ায় পৌছবে । এদিকে ক্ষেপণাস্ত্র পাওয়ার পরেই যেকোনো ইসরাইলী আগ্রাসনের দাঁতভাঙ্গা জবাব দেয়ার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন । উল্লেখ্য, সিরিয়াকে S-300 আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র না দিতে রাশিয়াকে অনুরুধ করেছিল ইসরায়েল ।

রাশিয়ার কাছ থেকে ১০ টি Mig-29 যুদ্ধবিমান কেনার কথা বলায় নতুন করে উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্ছ্য । সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, নিজ মাতৃভূমিকে নিরাপদ রাখতে ১০ টি কেন ১০০ বিমানও কিনবে সিরিয়া ।

অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী গুইডো ওয়েস্টারওয়েলে বলেছেন, রাশিয়া সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র সরবরাহ করায় ইসরাইল হুমকির মুখে পড়েছে।

এ ছাড়া, এভাবে ক্ষেপণাস্ত্র সরবরাহ করায় জেনেভায় পরিকল্পিত শান্তি আলোচনায় বাঁধা সৃষ্টি হবে বলে তারা উল্লেখ করেছেন। ওয়াশিংটনে এক যৌথ সংবাদ সম্মেলনে এ সব কথা বলেছেন কেরি এবং ওয়েস্টারওয়েলে।

কেরি বলেন, যখন আমেরিকা জেনেভায় শান্তি আলোচনার পরিকল্পনা করছে তখন মধ্যপ্রাচ্যে এস-৩০০ ক্ষেপণাস্ত্র সরবরাহ করাটা মোটেও শান্তি আলোচনার জন্য সহায়ক হয়নি।

মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য ইসরাইলের বিপক্ষে না নিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাশার আসাদকে যে সব অস্ত্র সরবরাহকরা হচ্ছে তা মধ্যপ্রাচ্যের স্বার্থ ও স্থিতিশীলতার ওপর গভীর নেতিবাচক প্রভাব ফেলবে এবং ইসরাইলকে ঝুঁকির মুখে ঠেলে দেবে।

ওয়েস্টারওয়েলে বলেন, রুশ ক্ষেপণাস্ত্র জেনেভা শান্তি আলোচনাকে বিপদগ্রস্ত করবে এবং ইসরাইলের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেবে।

রাশিয়া চাচ্ছে যেকোনো মূল্যে বাশার সরকারকে ক্ষমতায় রাখতে । আমেরিকা সহ অন্য পশ্চিমা রাষ্ট্রগুলো চায় বাশার সরকারকে হটিয়ে তাদের ক্রীড়নক সরকারকে ক্ষমতায় বসাতে । ফলে আপন আপন স্বার্থ উদ্ধারের জন্য রাশিয়া অস্ত্র দিতে থাকবে সরকারকে যুক্তরাষ্ট্র দিবে বিরোধীদেরকে । মাঝখানে পাঠার বলি হবে সাধারন মানুষ । যদি এ সমস্যার আশু সমাধান করা না হয় তাহলে গোটা মধ্যপ্রাচ্ছ্যে তার প্রভাব ছড়িয়ে পরবে ।

বিষয়: আন্তর্জাতিক

১৬৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File