নিষ্পেষিত কান্না

লিখেছেন লিখেছেন মোঃ হাম্মাদুর রহমান ২৭ মে, ২০১৩, ১১:১৫:২৮ রাত

'কি কর মা ?' দৌড়ে তাঁবুতে ঢুকে মাকে ঝাপটে ধরে জিজ্ঞেস করল নিয়াজ । 'খাসীর মাংস রান্না করছি '- তার মা উত্তরে বললেন । 'খাসীর মাংস ! কই পেলে ?' নিয়াজরা থাকে জর্ডানের একটি ফিলিস্তিন শরণার্থী শিবিরে । ২০০৭ সালে ইসরায়েল গাজায় হামলা করার পর জীবন বাঁচানোর তাগিদে চলে আসে এখানে । নিয়াজের বাবা রয়ে যান গাজায় গৃহপালিত পশু লালনপালনের জন্য । নিয়াজরা ২ভাই ১বোন । নিয়াজ সবার বড় । তারপর আকবর । তারপর বোন রাশেদা । ওইযে গাড়িটা এসেছিল দেখছিলিনা ? এই গাড়িটা খাসীর মাংস দিয়ে গেছে, সাথে চালও ।

-মিশর থেকে যে গাড়িটা এসেছে ? আমি দেখেই বুঝেছিলাম আজ ভাল কিছু পাব !

-নাহ বাবা ! মিশরের গাড়ি থেকে কিছু পাইনি । এটা তুরস্ক থেকে এসেছিল ।

-কেন, আমাদের এখানে ওরা আসেনি ?

-এসেছিল । বলেছে ওদের নাকি সবগুলো গাড়ি আসতে পারেনি । মাঝপথে ইসরায়েল আটকে দিয়েছে ।

-ও, আচ্ছা ।

-তা মা তরকারি হয়েছে ?

-আরেকটু অপেক্ষা করো । তোর বাবার কোন খবর পেলি ?

-হ্যাঁ মা । সানজিদারা আজই এসে পৌঁছেছে । ওরা বলল গতকালও নাকি অনেক বোমাবর্ষণ করেছে ইসরাইলী সৈন্যরা ।

-তোর বাবার কথা কিছু শুনলি ?

-ওরা বলেছে বাবাকে নাকি পরশু দেখেছিল খামারে কাজ করতে । এরপর আর দেখা হয়নি ।

এমন সময় প্রবেশ করে নিয়াজের ছোট ভাই আকবর । বলে,'বাইরে একজন লোক এসে তোমাকে খোঁজ করছে ভাইয়া' ।

নিয়াজঃ আমাকে ?

আকবরঃ হ্যাঁ ।

মাঃ যা তো বাবা । দেখ কে লোকটা ।

নিয়াজঃ জাচ্ছি মা ।

বলেই দ্রুত পায়ে বাইরে বেরিয়ে আসলো নিয়াজ । সাথে আকবরও আসলো ।

"তোমার নাম নিয়াজ না ?" বলল লোকটি । জি- বলল নিয়াজ । "তোমার মা কোথায় ?" জি, ভেতরেই আছেন । "তোমার বাবাকে আহত অবস্থায় ধরে নিয়ে গেছে ইসরাইলীরা । আমরা এখনও জানিনা উনি কেমন আছেন । তোমার মাকে কথাগুলো বল । আর চিন্তা করোনা । আল্লাহ আছেন । উনিই সাহায্য করবেন । আমি চললাম ।" নিয়াজের মাথার উপর যেন আকাশ ভেঙ্গে পড়ল । লোকটার বলা শেষ কথাগুলো সে শুনতে পেল না । সে নিজেকে ঠিক রাখতে পারছিল না । সে জানে ইসরাইলীদের হাতে ধরা পড়ার পরিনতি কি ! দ্রুত তাবুর ভেতর গিয়ে দেখে মা মুখ লুকিয়ে কাদছেন । তার নিজের চোখেও পানি টলমল করতে লাগল । এই কান্না সমগ্র ফিলিস্তিন ভূখণ্ডে বিস্তৃত । তাদের দিন শুরু হয় কান্না দিয়ে আবার শেষ হয় কান্না দিয়ে । কবে থামবে এই মজলুমদের হাহাকার ও আর্তনাদ ? বিশ্বের মোড়লদের কানে কি পৌছায় না এ কান্না ?

বিষয়: আন্তর্জাতিক

১৩২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File