জীবনের সাথে সময়ের সম্পর্ক কি?
লিখেছেন লিখেছেন আহমদ মুসা ১৩ আগস্ট, ২০১৫, ০৫:৫৮:৫৯ বিকাল
কেউ সূখকে নাগালে পাওয়ার জন্য দৌড়াচ্ছে, আবার কেউ সূখের মধ্যে ডুবে থাকতে চায় অনন্ত জীবন। আর এই জীবনের সাথেই রয়েছে সময়ের সম্পর্ক। জীবনটা সময়ের উপর নির্ভরশীল। মানুষ এই নির্ভরশীলতাকে ভূলে যায় নিজের অজান্তে। ডুবে থাকতে পছন্দ করে সূখের সাগরে। অথচ সময় অসীম এবং অনন্ত কিন্তু জীবনটা অসীম ও অনন্ত নয়। জীবনের রয়েছে একটা গন্তব্য। সময় বড়ই রহস্যময়ী আচরণ করে। সময়চক্রের ঘুর্ণণ পথে আগাম কোন নোটিশ বা সংকেত ছাড়া যে কোন মুহুর্তে জীবনের গন্তব্য ষ্টেশন অতিক্রম করে, প্রদীপ নিভিয়ে দেয়। কিন্তু সময় তার আপন গতিতে চলতে থাকে।
হয়তো এ কারণেই দুনিয়াবাসীর জন্য পাচঁটি ঐতিহাসিক বানী রেখে গেছেন সৃষ্টির আদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত এক নাম্বার মহা মানব হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লাম।
(১). বার্ধক্য আসার আগে যৌবনের গুরুত্ব বুঝার চেষ্টা কর।
(২) রোগাক্রান্ত হওয়ার আগে শারিরিক সুস্থ্যতা কি জিনিস তার গুরুত্ব অনুধাবন কর।
(৩) দারিদ্র্যের করাল গ্রাসে আক্রান্ত হওয়ার আগে অার্থিক সাবলম্বীর মর্যাদা কি জিনিস বুঝার চেষ্টা কর।
(৪) অবসর, অলস, ফ্রি সময়ের গুরুত্ব দাও ব্যস্ত হওয়ার আগে।
(৫) জীবনের গন্তব্যে ষ্টেশন অতিক্রম হওয়ার আগেই সময় চক্রের ঘুর্ণণ গতির গুরুত্ব বুঝার চেষ্টা কর।
বিষয়: বিবিধ
১৭৭৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সঠিক কথাই বলেছেন, ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন