চোখে কঞ্জাঙ্কটিভাইটিসের সমস্যা

লিখেছেন লিখেছেন আহমদ মুসা ২০ অক্টোবর, ২০১৪, ০৪:৪৪:২২ বিকাল

প্রায় দশ/এগার দিন পূর্ব থেকে আমার চোখ উঠেছে। এক ডাক্তার বন্ধুর কাছ থেকে জানতে পারলাম এটাকে নাকি মেডিক্যাল সাইয়েন্সের পরিভাষায় কঞ্জাঙ্কটিভাইটিস রোগ বলে। কয়েক বার ওষুধ পাল্টালাম। কিন্তু এখনো কোন উন্নতি দেখছি না। সব কিছুতেই ঝাপসা দেখছি। এই লেখাটি টাইপ করেছি মনিটরের স্ক্রীন জুম বাড়িয়ে। সবার প্রতি আমার ও আমার পরিবারের সদস্যদের জন্য দোয়া করার দরখাস্ত রইল।

আল্লাহই সব চেয়ে বড় সিকিৎসক। আমি আল্লাহর রহমতের উপর পরিপূর্ণ নির্ভরশীল।

বিষয়: বিবিধ

১৮০৯ বার পঠিত, ৩৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

276388
২০ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:০২
প্রেসিডেন্ট লিখেছেন : আল্লাহ তায়ালা আপনাকে দ্রুত সুস্থ করে পেরেশানি দুর করে দিন।
২১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:০৪
220728
আহমদ মুসা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া করার জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান করুক।
276402
২০ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪১
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আমার এক কলিগের হয়েছে। তার বয়স ৬০ আপ হবে। এখন দেখতেছি হলিউডের হিরুদের মত সানগ্লাস উইজ করে সব সময়। ;Winking ;Winking ;Winking ;Winking আপনিও শুরু করে দিন।
২১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১৪
220732
আহমদ মুসা লিখেছেন : আপনাকে ধন্যবাদ। চোখে সমস্যা দেখা দেয়ার পর থেকে সানগ্লাস ব্যবহার করছি। দোয়া করবেন যেন দ্রুত আরোগ্যলাভ করি।
276437
২০ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
ক্ষনিকের যাত্রী লিখেছেন : আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিন। আমীন।
২১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১৪
220733
আহমদ মুসা লিখেছেন : দোয়া করার জন্য আপনাকে ধন্যবাদ এবং মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান করুক।
276488
২০ অক্টোবর ২০১৪ রাত ০৯:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আগের অসুখ গুলা ছিল ইয় ইয়।
মানে এনিমিয়া,ম্যালেরিয়া।
এখন ইস আর আস।
মানে ফেরিনজাইটিস,কনজাংটিভাইটিস,এনকেফেলাইটিস।
আর আস??
ডাক্তার যখন কোন রোগ ধরতে পারেনা তখন বলে ভাইরাস!!
আপনার এখন অতি জরুরি ভিত্তিতে ডাক্তার এর সাথে যোগাযোগ করা জরুরি।
২১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১৫
220734
আহমদ মুসা লিখেছেন : দেখি আগামীকালই লায়ন চক্ষু হাসপাতালে যাবো। আপনাকে ধন্যবাদ সুন্দর পরামর্শের জন্য।
276625
২১ অক্টোবর ২০১৪ সকাল ০৯:১৪
বুড়া মিয়া লিখেছেন : দ্রুত আরোগ্য লাভ করুন মুসা ভাই, এ দোয়া রইলো আপনার জন্য।
২১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১৬
220736
আহমদ মুসা লিখেছেন : দোয়া করার মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান করুক।
276636
২১ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৩৬
ফাতিমা মারিয়াম লিখেছেন : মহান আল্লাহ আপনাকে সুস্থ করে দিন।আমীন।
২১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২৬
220751
আহমদ মুসা লিখেছেন : : দোয়া করার জন্য মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান করুক।
276641
২১ অক্টোবর ২০১৪ সকাল ১০:০২
আয়নাশাহ লিখেছেন : যদিও ডাক্তার নই, তবুও আশ্বাস দিচ্ছি, ভায় বা চিন্তা করবেন না। ইনশা আল্লাহ শীঘ্রই আমরা আপনার লেখা পড়তে পারব। আলাহু শাফী।
২১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২৫
220745
আহমদ মুসা লিখেছেন : আলহামুদু লিল্লাহ! আমি পুরোপুরি আল্লাহর রহমাতের উপর নির্ভরশীল। আপনারাও আমার জন্য দোয়া করবেন। ভয়ের কিছুই নেই। এর চেয়েও আরো জটিল ও কঠিন হতে পারতো! মহান আল্লাহ আমাকে সেরকম কোন জটিল সমস্যার সম্মুখীন করেন নি। দোয়া করার জন্য আপনাকে মহান আল্লাহ উত্তম প্রতিদান করুক।
ইনশায়াল্লাহ চোখের সমস্যা সেরে উঠলে নতুন একটি ব্লগ পোস্ট দিবো বান্দারবন পার্বত্য জেলার অন্তরগত নীলগিরি,তাজিংডংসহ বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ভ্রমের অভিজ্ঞতা নিয়ে। গেল ১৬ তারিখ আমাদের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা বেশ কিছু বন্ধু বান্ধব গিয়েছিলাম পাহাড়ী দুর্গম পথ পাড়ি দিয়ে দেশের সর্বোচ্চ গিরিশৃঙ্গ দেখার জন্য।
276687
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৩৪
আফরা লিখেছেন : আল্লাহ তায়ালা আপনাকে দ্রুত সুস্থ করে পেরেশানি দুর করে দিন।
২১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২৬
220750
আহমদ মুসা লিখেছেন : দোয়া করার জন্য মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান করুক।
276712
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২১
সূর্যের পাশে হারিকেন লিখেছেন :
ফাতিমা মারিয়াম লিখেছেন : মহান আল্লাহ আপনাকে সুস্থ করে দিন।আমীন।
আফরা লিখেছেন : আল্লাহ তায়ালা আপনাকে দ্রুত সুস্থ করে পেরেশানি দুর করে দিন।
Loser Loser Loser
২১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২৫
220749
আহমদ মুসা লিখেছেন : দোয়া করার জন্য মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান করুক।
১০
276748
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১৯
ইবনে আহমাদ লিখেছেন : হে আল্লাহ আমার এই ভাইটাকে তাড়াতাড়ি সুস্থ করুন। আমীন।
২১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২৯
220752
আহমদ মুসা লিখেছেন : আমীন, দোয়া করার জন্য মহান আল্লাহ তায়ালা আপনাকেও উত্তম প্রতিদান করুক।
১১
276750
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২৪
মোতাহারুল ইসলাম লিখেছেন : মৌসুমী রোগ এখন অনেকেরই হচ্ছে, ছেলেবেলায় অনেক বার হয়েছে মনে আছে। দোয়া করি দ্রুত সুস্থ্য হয়ে উঠুন।
২১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৩১
220754
আহমদ মুসা লিখেছেন : হয়তো তাই। মৌসুমী রোগ এবং সম্ভবত এটি চোয়াচে টাইপের রোগও বটে। আমার পরিবারের সবার একই দশা। অন্যদের সবার সেরে উঠলেও আমারটা একটু সময় বেশী নিচ্ছে মনে হয়। দোয়া করার মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান করুক।
১২
276786
২১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২২
শিশির ভেজা ভোর লিখেছেন : আল্লাহই সব চেয়ে বড় সিকিৎসক। আমি আল্লাহর রহমতের উপর পরিপূর্ণ নির্ভরশীল

বিশ্বাস রাখুন কাজ হবে ইনশাআল্লাহ
২১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৩২
220756
আহমদ মুসা লিখেছেন : ইনশায়াল্লাহ! আল্লাহর রহমতে দ্রুতই সেরে উঠবো। আপনিও আমার জন্য দোয়া করবেন।
১৩
276859
২১ অক্টোবর ২০১৪ রাত ০৮:১৫
শেখের পোলা লিখেছেন : মহান আল্লাহ শীঘ্রই আপনার অসুবিধা দূর করুক৷
২২ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫৯
221082
আহমদ মুসা লিখেছেন : আমীন, দোয়া করার জন্য মহান আল্লাহ আপনাকেও উত্তম প্রতিদান দিক।
১৪
277070
২২ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:০২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : অনেক দোয়া রইলো
২২ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২১
221086
আহমদ মুসা লিখেছেন : আপনার দোয়া মহান আল্লাহ তায়ালা কবুল করুক। আপনাকেও উত্তম প্রতিদান দিক।
১৫
277149
২২ অক্টোবর ২০১৪ রাত ০৮:৩৬
বৃত্তের বাইরে লিখেছেন : আপনার দ্রুত সুস্থতার জন্য দোয়া রইলো। ভ্রমণকাহিনি শোনার অপেক্ষায় রইলাম। Good Luck Praying
২৫ অক্টোবর ২০১৪ সকাল ১১:১৯
221826
আহমদ মুসা লিখেছেন : দোয়া করার জন্য মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান করুক। আমি ভ্রমন কাহিনী সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে জানি না। তার পরেও নিজের অদক্ষ এবং অগোছালো ভাষায় ভ্রমন অভিজ্ঞতা লিখবো ইনশায়াল্লাহ। তবে এখনো পর্যন্ত পুরোপুরি চোখের সমন্যা রিমোভ হয়নি। দোয়া করবেন যাতে দ্রুত সেরে উঠতে পারি।
১৬
303321
০৭ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:০০
আওণ রাহ'বার লিখেছেন : মহান রব আমাদের প্রিয় বিনয়ি ভাইয়াটাকে শেফায়ে কামেলা দান করুন। আমিন।
হায়াতে তাইয়্যেবা দান করুন। আমিন
এবং বাবুরাসহ সবাইকে যাহেরি এবং বাতেনি সুস্থতার নিয়ামত দান করুন। আমিন ইয়া রব্বি ইয়া কারিম।
০৭ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৫৮
245373
আহমদ মুসা লিখেছেন : দোয়া করার জন্য আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার দোয়ায় আমিও শরীক হলাম- আমীন চুম্মা আমিন।
আলহামদু লিল্লাহ, বর্তমানে আমি সম্পূর্ণ সুস্থ্য আছি।
১৭
311471
২৮ মার্চ ২০১৫ বিকাল ০৫:২৭
আবু জারীর লিখেছেন : আল্লাহই সব চেয়ে বড় সিকিৎসক। আমি আল্লাহর রহমতের উপর পরিপূর্ণ নির্ভরশীল।

আশা করি আল্লাহ এত দিনে আপনাকে পুরাপুরি সুস্থ্য করে দিয়েছেন।
২৮ মার্চ ২০১৫ বিকাল ০৫:৪৯
252533
আহমদ মুসা লিখেছেন : আল্লাহ আমাকে পুরাপুরি সুস্থ্য করে দিয়েছেন- আলহামদু লিল্লাহ।
১৮
319442
১১ মে ২০১৫ রাত ০৮:১১
১৯
321308
২০ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৩৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আপনার জনন দোয়া রইলো, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিন। আমীন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File