চোখে কঞ্জাঙ্কটিভাইটিসের সমস্যা
লিখেছেন লিখেছেন আহমদ মুসা ২০ অক্টোবর, ২০১৪, ০৪:৪৪:২২ বিকাল
প্রায় দশ/এগার দিন পূর্ব থেকে আমার চোখ উঠেছে। এক ডাক্তার বন্ধুর কাছ থেকে জানতে পারলাম এটাকে নাকি মেডিক্যাল সাইয়েন্সের পরিভাষায় কঞ্জাঙ্কটিভাইটিস রোগ বলে। কয়েক বার ওষুধ পাল্টালাম। কিন্তু এখনো কোন উন্নতি দেখছি না। সব কিছুতেই ঝাপসা দেখছি। এই লেখাটি টাইপ করেছি মনিটরের স্ক্রীন জুম বাড়িয়ে। সবার প্রতি আমার ও আমার পরিবারের সদস্যদের জন্য দোয়া করার দরখাস্ত রইল।
আল্লাহই সব চেয়ে বড় সিকিৎসক। আমি আল্লাহর রহমতের উপর পরিপূর্ণ নির্ভরশীল।
বিষয়: বিবিধ
১৮০৯ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মানে এনিমিয়া,ম্যালেরিয়া।
এখন ইস আর আস।
মানে ফেরিনজাইটিস,কনজাংটিভাইটিস,এনকেফেলাইটিস।
আর আস??
ডাক্তার যখন কোন রোগ ধরতে পারেনা তখন বলে ভাইরাস!!
আপনার এখন অতি জরুরি ভিত্তিতে ডাক্তার এর সাথে যোগাযোগ করা জরুরি।
ইনশায়াল্লাহ চোখের সমস্যা সেরে উঠলে নতুন একটি ব্লগ পোস্ট দিবো বান্দারবন পার্বত্য জেলার অন্তরগত নীলগিরি,তাজিংডংসহ বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ভ্রমের অভিজ্ঞতা নিয়ে। গেল ১৬ তারিখ আমাদের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা বেশ কিছু বন্ধু বান্ধব গিয়েছিলাম পাহাড়ী দুর্গম পথ পাড়ি দিয়ে দেশের সর্বোচ্চ গিরিশৃঙ্গ দেখার জন্য।
ফাতিমা মারিয়াম লিখেছেন : মহান আল্লাহ আপনাকে সুস্থ করে দিন।আমীন।
আফরা লিখেছেন : আল্লাহ তায়ালা আপনাকে দ্রুত সুস্থ করে পেরেশানি দুর করে দিন।
বিশ্বাস রাখুন কাজ হবে ইনশাআল্লাহ
হায়াতে তাইয়্যেবা দান করুন। আমিন
এবং বাবুরাসহ সবাইকে যাহেরি এবং বাতেনি সুস্থতার নিয়ামত দান করুন। আমিন ইয়া রব্বি ইয়া কারিম।
আলহামদু লিল্লাহ, বর্তমানে আমি সম্পূর্ণ সুস্থ্য আছি।
আশা করি আল্লাহ এত দিনে আপনাকে পুরাপুরি সুস্থ্য করে দিয়েছেন।
মন্তব্য করতে লগইন করুন