দীর্ঘদিন পর কর্মস্থলে হাজির, ব্লগার ভিশু ভাইয়ের ডাকে সাড়া দিতে না পারায় একটি আত্মপক্ষ সমর্থন নিয়ে কৈফিয়ত।

লিখেছেন লিখেছেন আহমদ মুসা ০৫ আগস্ট, ২০১৪, ১২:০৫:৫২ দুপুর

গত ১৭ জুলাইয়ের পর কর্মস্থল ত্যাগ করেছিলাম ঈদ উপলক্ষে অফিস ছুটি হওয়ার কারণে। যদিও বা প্রতিদিন মফস্বল এলাকা গ্রামের বাড়ী থেকে এসেই চট্টগ্রাম শহরে কর্মস্থলে হাজির হই। আমার ডেক্সটপ কম্পিউটারে গ্রামে সিটিসেল আলট্রা জুমের ভাল স্পীট পাওয়া যায় না। বিরক্ত হয়ে কম্পিউটারে বসাটাই বন্ধ করে দিয়েছিলাম। চায়না তৈরী কম দামের হাতের এন্ড্রয়েড মোবাইলটাই ভরসা ছিল বন্ধের যে কয়েকদিন বাড়ীতে কাটিয়েছি। আজ থেকে পুরোদমে অফিসিয়াল কর্মজজ্ঞে ব্যস্থতার পাশাপাশি অন লাইনেও সক্রিয় থাকবো নিয়মিত ইনশায়াল্লাহ।

মাঝে মধ্যে ফেইসবুকে এবং ব্লগে নিজের মনের অনুভুতি লিখে অন লাইন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করায় অভ্যস্থ হয়ে গেছি বছর দু’য়েক আগে থেকে। বিশেষ করে বিডিটুডে ব্লগে আমি নিয়মিত সক্রিয় থাকি। ফেইসবুকের চেয়েও ব্লগেই বেশী সক্রিয় থাকতাম। এখনও সে আগ্রহে ভাটা পড়েনি। টুডে’র একজন বিখ্যাত ও জনপ্রিয় ব্লগার ডাক্তার ভিশু ভাইয়ের অনুরোধে পবিত্র রমজান মাস উপলক্ষে বিভিন্ন ব্লগারদের জন্য বিষয়ভিত্তিক ব্লগ/লেখা/আর্টিকেল পোস্টের জন্য একটি চমৎকার আইডিয়া শেয়ার করে দারুণ সাড়া ফেলে দিয়েছিলেন। তার আহবানে সাড়া দিয়ে সবাই পবিত্র রমজান স্পেশাল লেখা পোস্ট করে ব্লগটাকে খুব সুন্দরভাবে মাতিয়ে তুলেছিলেন। অনেকে ঈদের পরেও এ বিষয়ে পোস্ট করেছেন। বেশ দারুণ জমে উঠেছিল। অধিকাংশ লেখা আমার পড়ার সৌভাগ্য হয়েছে। যদিও বা প্রত্যেকটিতে মন্তব্য করা সম্ভব হয়নি। আমার মতো একজন নালায়েক অধমকেও তিনি নির্বাচিত করেছেন বিষয় ভিত্তিক নির্দিষ্ট বিষয়ে আলোকপাত করার জন্য।

আমার দুর্ভাগ্য যে একান্ত ইচ্ছা থাকা সত্বেও সিডিউল অনুযায়ী নির্ধারিত তারিখে এবং নির্ধারিত বিষয়ে লেখা পোস্ট দিতে পারিনি। লেখা পোস্ট দিতে না পারার কারণ হচ্ছে ইন্টারনেটের ব্যন্ডউইটথ স্লোই মূলত সমস্যা। বাড়ীতে পিসিতে নেট মোটেও ওপেন করতে পারতাম না অতি স্লো হওয়ার কারণে। হাতের এন্ড্রয়েড মোবাইল সেট দিয়েই ব্লগ এবং ফেইসবুকে লগিং করে থাকতাম বিগত কয়েকদিন।

পরিশেষে সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শেষ করছি।

বিষয়: বিবিধ

২০০২ বার পঠিত, ৪৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

251135
০৫ আগস্ট ২০১৪ দুপুর ১২:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পোষ্ট এখনও দিতে পারেন।
কর্মস্থলে স্বাগতম!!!!!
০৫ আগস্ট ২০১৪ দুপুর ১২:১২
195338
আহমদ মুসা লিখেছেন : ঈদ মোবারক, কেমন আছেন সবুজ ভাই? গতকাল বাহার ভাইয়ের কাছে আপনার খোজ খবর নিয়েছি। আমার মোবাইল থেকে হঠাৎ সব নাম্বার মুছে যাওয়ার কারণে অনেকের সাথে যোগাযোগ করতে পারিনি। আপনার নম্বার হারিয়ে যাওয়ার কারণে ফোন করা সম্ভব হয়নি। আপনাকে ধন্যবাদ প্রথম মন্তব্যকারী হিসেবে।
০৫ আগস্ট ২০১৪ দুপুর ১২:৫২
195354
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Crying গতকাল ভাগ্য ভাল ফোন করেননি! আমার মোবইল এর তেরটা বেজেছে। এই মাত্র ঠিক হলো।
251157
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০১:১৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০২:১২
195384
আহমদ মুসা লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে।
251166
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩০
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : কাজে ব্যস্ত থাকায় ব্লগে একটু এসে অন্যের ব্লগ পড়তে পারলেও নিজে ব্লগ লেখার সূযোগ খুব কমই পায়। তাই আমি ভেবেছিলাম বন্ধের সময় কিছু ব্লক লেখার চেষ্টা করব। এই উদ্দেশ্যে বাড়ি যাবার সময় লেপটপ নিয়ে যায়। কিন্তু সেখানে টেলিটকের নেটওয়াক না থাকায় এবং বিদুৎ নিয়ে সমস্যা থাকায় সেটা আর করা হলনা।
০৫ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১২
195412
আহমদ মুসা লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য। আমিও ব্যস্ত থাকি অফিসিয়াল কাজকর্মে। তবে আমার জব আইটি রিলেটেড হওয়ার কারণে কিছুটা সুবিধা ভোগ করতে পারি লেখালেখি এবং পড়াশুনার ক্ষেত্রে। আপনার মত আমিও আশাবাদি ছিলাম এবার ছুটির সময়ে বাড়ী বসে কিছু লেখালেখি করবো বলে। কিন্তু বাস্তবতা হচ্ছে বাড়ীতে থাকলে বিভিন্ন ধরনের হিডেন কাজ কর্মের নতুন নতুন ফ্রন্ট উদয় হয়। তখন এসব কাজে ব্যস্ত হয়ে গেলে আর নিস্তার পাওয়া যায় না।
বি. দ্র. আজ সন্ধ্যার সময় আমরা বেশ কয়েকজন বন্ধু বান্ধব একত্রিত হবো। সম্ভব হলে আপনিও আসতে পারেন আমাদের সাথে আড্ডায়। দুয়েকজন প্রবাসী ভাইও আমাদের সাথে থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আপনার মোবাইল নাম্বারটা হারিয়ে ফেলেছি, যদি আমার নাম্বার আপনার কাছে থাকে একটি কল দিলে খুশী হবো।
251173
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০২:৫৮
আফরা লিখেছেন : কাফফারা হিসাবে আপনাকে দুইটা পোষ্ট দিতে হবে ভাইয়া ।বাসী ঈদের শুভেচ্ছা --ঈদ--মোবারক ভাইয়া ।
০৫ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১৩
195413
আহমদ মুসা লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য। আমি চেষ্টা করবো নিয়মিত লেখালেখি করতে। তবে এক্ষেত্রে আপনাদের দোয়া এবং অনুপ্রেরণা একান্ত প্রয়োজন আমার।
251188
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩৯
প্রেসিডেন্ট লিখেছেন : শুভেচ্ছা স্বাগতম,
মুসা ভাইয়ের আগমন। Rose Rose Rose
০৫ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১৮
195421
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : পাম্পিংয়ে ভাইটামিন আঙ্গুল ফোলে কলাগাছ আছে। তবে খেয়াল রাইখ্যান অতিরিক্ত বাতাস দিয়ে পুট্টুস হয়ে গেলে গ্যাঞ্জাম লাইগ্যা যাইবো।
০৫ আগস্ট ২০১৪ বিকাল ০৪:২৫
195428
আহমদ মুসা লিখেছেন : মহামান্য প্রেসিডেন্ট সাহেব বলেন কি! আমার আগমনে এভাবে স্বাগতম জানাতে হবে নাকি? আমি আমার এতো উপরে উঠলাম কখন?
আপনাকে ধন্যবাদ গরীবের ব্লগ বাড়ীতে পা রেখে ধন্য করার জন্য।
251193
০৫ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০৬
বুড়া মিয়া লিখেছেন : আপনার কর্মস্থল আনন্দময় হয়ে উঠুক ...
০৫ আগস্ট ২০১৪ বিকাল ০৪:২২
195423
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : কর্মস্থলে বেবাগ মানুষ খাটুনী করে শরীরের ঘাম ঝড়িয়ে, মাথায় বুদ্ধি খরচ করে অর্থকড়ি রোজগার করে। ওখানেই যদি আনন্দ ফুর্তির আসর জমিয়ে তোলে তাহলে পরিবারের কর্তৃী সাহেবা ঘরে গ্যাঞ্জাম লাগাবে না তো আবার?
০৫ আগস্ট ২০১৪ বিকাল ০৪:২৬
195429
আহমদ মুসা লিখেছেন : @ বুড়া মিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক দিন পর আমার ব্লগে আপনার আগমন দেখে খুবই খুশী লাগছে।
251216
০৫ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪৯
বাজলবী লিখেছেন : ধন্যবাদ।
০৫ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫২
195444
আহমদ মুসা লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ ও ঈদের শুভেচ্ছা রইল। আমার অন্যন্যা ব্লগে আপনাকে স্বাগতম জানাচ্ছি।
251221
০৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০১
প্রবাসী যাযাবর লিখেছেন : আলহামদুলিল্লাহ, এই মাত্র চট্টগ্রাম থেকে একটি সু-খবর পেলাম ।
০৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
195447
আহমদ মুসা লিখেছেন : তাই নাকি? কি সেই সু-খবর? সম্ভব হলে আমাদের সাথেও শেয়ার করেন সু-সংবাদটি। আপনাকে ধন্যবাদ ব্লগে এসে মন্তব্য রেখে আন্তরিকতার পরিচয় দেয়ার জন্য।
০৫ আগস্ট ২০১৪ রাত ১০:০৫
195486
প্রবাসী যাযাবর লিখেছেন : একজন প্রিয়জন জালিমের কারাগার থেকে মুক্তি পাওয়ার খবর পেয়েছিলাম । Praying Praying Praying
251222
০৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
সান বাংলা লিখেছেন : বাসি ঈদের শুভেচ্ছা --ঈদ--মোবারক!
কর্মস্থলে স্বাগতম Rose Good Luck Good Luck
০৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
195448
আহমদ মুসা লিখেছেন : আপনার পক্ষ থেকে শুভেচ্ছা আমার কাছে সব সময়ের জন্য তরুজাতা। মোবারকবাদ জানাচ্ছি আপনাকে। ব্লগে এসে নিজের আন্তরিকতার সাথে অনুভূতি শেয়ার করে মন্তব্য রেখে ধন্য করার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও খায়রে মখদম করছি।
১০
251223
০৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:১২
আবু আশফাক লিখেছেন : অনেকদিন হলো আমি ব্লগে অনিয়মিত। বন্ধুদের অনেক মিস করি কিন্তু ব্যস্ততায় হয়ে উঠে না। তাই রমজানে সবাই ব্লগ মাতালেও নিজে মাত হতে না পারায় কষ্ট হচ্ছে। যা-ই হোক কর্মস্থল প্রাণবন্ত হয়ে উঠুক এই কামনায়........
০৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
195449
আহমদ মুসা লিখেছেন : এতো বড় একটি কঠিন পরীক্ষার মাঝেও আপনি যে মনোবল হারাননি বরং আল্লাহর রহমাতের উপর অটল থেকে পরিস্থিতি সামাল দিচ্ছেন তা আমাদের জন্য শিক্ষনীয় হয়ে থাকবে। আপনার জন্য আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করছি তারাতারি যেন ক্ষয় ক্ষতি পুষিয়ে পরিপূর্ণ রিকভার করে দেন।
১১
251353
০৬ আগস্ট ২০১৪ সকাল ০৫:৫৩
শেখের পোলা লিখেছেন : আপনাকে বিগত ও আগামী ঈদের বাসি ও আগাম শুভেচ্ছা রইল৷
০৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২২
195681
আহমদ মুসা লিখেছেন : বাসি এবং আগাম মিলে বেশ উপভোগ্য মনে হচ্ছে, ধন্যবাদ মন্তব্যের মধ্যে আন্তরিকতার পরিচয় দেয়ার জন্য।
১২
251538
০৬ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩৫
প্রবাসী মজুমদার লিখেছেন : নিজস্ব অবস্থান পরিবর্তন করতেই কেন জানি সব এলোমেলো হয়ে যায়। চারিদিকে অগোছালো সব কিছুর অতৃপ্ত অনুভুতি, দু্ত্তরি। ভাল্লাগেনা। আর সেই বেদনা নিয়েই লিখা আপনার পোষ্ট যেন আমাদের হৃদয়ের যাতনার ও বহিপ্রকাশ। ধন্যবাদ।
০৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
195682
আহমদ মুসা লিখেছেন : নিজস্ব অবস্থান পরিবর্তন করতেই কেন জানি সব এলোমেলো হয়ে যায়। চারিদিকে অগোছালো সব কিছুর অতৃপ্ত অনুভুতি, দু্ত্তরি। ভাল্লাগেনা। আর সেই বেদনা নিয়েই লিখা আপনার পোষ্ট যেন আমাদের হৃদয়ের যাতনার ও বহিপ্রকাশ।
দারুণ বলেছেন। গতকালের আড্ডার আসরটা জমে উঠেছিল বেশ। আপনাকে পেয়ে দারুণ ভাল লেগেছিল। ধন্যবাদ হে রঙ্গের মানুষ!
১৩
251686
০৬ আগস্ট ২০১৪ রাত ১০:১৩
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আপনার আগমন শুভ হোক!
০৭ আগস্ট ২০১৪ দুপুর ১২:৫৫
196056
আহমদ মুসা লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। বাসী ঈদের তরুজাতা সেমাই খাওয়ার দাওয়াত রইল।
০৭ আগস্ট ২০১৪ দুপুর ০১:৫৬
196069
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : কখন কিভাবে খেতে পারি স্যার???
১০ আগস্ট ২০১৪ দুপুর ১২:২৪
196977
আহমদ মুসা লিখেছেন : চোখ বন্ধ করে সোজা চলে আসেন।
১৪
252806
১০ আগস্ট ২০১৪ সকাল ১১:০৮
ওয়াচডগ বিডি লিখেছেন : অনেক দিন পর আমিও লগইন করলাম.।।ফিরে আসার জন্য আপনাকে শুভেচ্ছা স্বাগতম।
১০ আগস্ট ২০১৪ দুপুর ১২:২৩
196976
আহমদ মুসা লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ও ঈদ মোবারক জানাচ্ছি, আজকের পোস্টকৃত আপনার ব্লগটি এতক্ষণ খুব মনোযোগ সহকারেই পাঠ করেছি। দারুণ সুন্দর লিখেছেন।
১৫
253091
১১ আগস্ট ২০১৪ রাত ০২:৪৭
বৃত্তের বাইরে লিখেছেন : ঈদ তো অনেক আগে চলে গেছে বাসী শুভেচ্ছা দেয়াও মনে হয় ঠিক হবেনা ভাইরাস থাকতে পারে। তাই শুধু কর্মস্থলে স্বাগতম।

১২ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৫০
197563
আহমদ মুসা লিখেছেন : ঈদ অনেক আগে চলে গেছে বলে শুভেচ্ছা তো আর বাসী হওয়ার চান্স নেই। আপনার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা পাওয়াটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। আপনাকে অনেক ধন্যবাদ দেরীতে হলেও ব্লগে এসে সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য।
১২ আগস্ট ২০১৪ রাত ১১:৫২
197665
বৃত্তের বাইরে লিখেছেন : ঠিক আছে ভাইয়া, বাসী ঈদ এবং আগাম ঈদ দুটোরই শুভেচ্ছা রইল। পরিবারে সবার সাথে, কর্মস্থলে সুন্দর কাটুক আপনার আগামী দিনগুলোGood Luck Good Luck Good Luck
১৬
253233
১১ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩১
সায়িদ মাহমুদ লিখেছেন : ভাল লাগছে কৈফিয়তের রেসপন্সিবিলিটি দেখে।
১২ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৫১
197564
আহমদ মুসা লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। রজব তাইয়্যেব এরদোগান তো জিতে গেলেন। এখন আমরা বিরিয়ানী খাওয়ার অপেক্ষায় আছি।
১৭
253634
১২ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩১
সায়িদ মাহমুদ লিখেছেন : বিরিয়ানি নয় চা খাওয়াবো বলেছিলাম। আসুন এক্ষুণি চা চক্র হয়ে যাবে যাষ্ট মাগরিবের নামাজের পর।
১২ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪০
197582
আহমদ মুসা লিখেছেন : ঠিক আছে, ভেন্যু বলেন, চলে আসবো যথা সময়ে। তবে এখানে নয়, ফোনে বললেও চলবে, নতুনা নেতাজির দরবারে ছলে আসবো সরাসরি।
১৮
255796
১৯ আগস্ট ২০১৪ সকাল ০৮:৪৯
আওণ রাহ'বার লিখেছেন : আমি ব্লগ ছাড়ি পালাইছিলাম এত কষ্ট করা পোষ্ট করা।
হুহুহুহুহুহু
আমিও পোষ্ট দেইনাই।
যাই হোক
আপনাকে পুনরায় স্বাগতম ব্লগে।
আর আপনার বাসায় আমার চা পানের দাওয়াত রইলো।
কুরবানি ঈদের শুভেচ্ছা।
১৯
255816
১৯ আগস্ট ২০১৪ সকাল ১০:২২
আহমদ মুসা লিখেছেন : আপনাকে ধন্যবাদ পড়ে মন্তব্য করে অনুভূতি শেয়ার করার জন্য। আসলে আমি ব্লগ থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে ছিলাম কখনো। পিসিতে ব্লগ ওপেন করতে না পারলেও মোবাইলে নিয়মিত একটিভেট থাকতাম। কিছু কিছু কমেন্টও করেছি বিভিন্ন জনের পোস্টকৃত ব্লগে। তবে বেশিক্ষণ মোবাইলের চোট্ট স্ক্রীনে চোখ রাখা সম্ভব হয় না। মাঝে মধ্যে ডিস্টার্ব দেয়। ইনশায়াল্লাহ আমি চেষ্টা করবো নিয়মিত একটিভেট থাকতে। অযোগ্যতার ও নিজস্ব সীমাবদ্ধতার কারণে লিখতে না পারলেও অন্তত আপনাদের মত মেধাবী ব্লগার লেখকদের লেখা পড়তে তো আর সমস্যা নেই! আপনাকে আবারো ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File