ফিলিস্তিনি মজলুম মুসলমানদের সমর্থনে একটি খুব সুন্দর কবিতা।
লিখেছেন লিখেছেন আহমদ মুসা ১৫ জুলাই, ২০১৪, ০৫:২৪:২২ বিকাল
ফিলিস্তিনি মজলুম মুসলমানদের সমর্থনে আমার এক ফেবু ফ্রেন্ড ডাক্তার শাব্বির আহসানের লিখিত একটি কবিতা। কবিতাটি আমার খুব ভাল লেগেছে। তাই তার অনুমোদন ও আগ্রহ সাপেক্ষে এখানে পোস্ট করলাম।
"ইন্তিফাদা" ।
চলো যাই ফিলিস্তিনে পাগড়ি বেঁধে অস্ত্র হাতে,
ভেঙ্গে সব বাঁধার শিকল করব বিকল জোর আঘাতে।
কেঁদো না শোধের আগুন জ্বালাও দ্বিগুণ বীর মুজাহিদ,
আর নয় নিজের ঘরে সুখের ঘোরে চোখ বোজা নিদ।
শোন কি কণ্ঠে ব্যাকুল কান্না আকুল মুসলিমের ওই?
ঘিরে রয় নীল বেদনার অকুল পাথার অতল অথৈ।
কাঁদে আজ সুনীল আকাশ গুমোট হুতাশ করুণ সুরে,
বুলেটের শীতল ছোঁয়ায় রক্ত গড়ায় বক্ষ ফুঁড়ে।
কতো আর শূন্য হবে রিক্ত রবে বুকটি মায়ের?
কতকাল রক্ত ঝরে পড়বে গড়ে আমার ভায়ের?
পড়ে রয় আগুন পোড়া অঙ্গ হারা নিথর দেহ,
তবু হায় কাটছেনা ক্যান ভোগবাদী ধ্যান অলীক মোহ?
কোথা সেই দীপ্ত ঈমান পাহাড় সমান অসীম অটল?
কেন আজ ধর্ম মাঝে তুচ্ছ কাজে হাজার ফাটল?
আযাদীর ডাক এসেছে ফের জেগেছে আরবী ঘোড়া,
ছোট আজ স্বর্গ পানে জাগর গানে বাঁধন হারা।
দেখ ওই মরুর ঝড়ে ঘোড়ার খুরে হেলাল হাসে,
কাঁপে তাই জালিম ভয়ে পাংশু হয়ে ভয়াল ত্রাসে।
জাগে ফের বীর খালিদের অমিত তেজের সেই তলোয়ার,
উঁচু হোক মরচে ধরা খোলস পড়া সেই হাতিয়ার।
জালিমের শিকড় তুলে উপড়ে ফেলে আঘাত হানো,
বাতিলের প্রাচীর ভেদে আঁধার ছেঁদে প্রভাত আনো।
আরবের পূণ্য জমীন হবেই স্বাধীন অন্তঃ-আদি,
ধরাতল শান্তিতে থাক সাফ হয়ে যাক জায়নবাদী।
লেখকঃ ডাক্তার শাব্বির আহসান।
বিষয়: বিবিধ
২৪২০ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ শেয়ার করার জন্য।
মন্তব্য করতে লগইন করুন