ফেইস বুকের মত আরেকটি সামাজিক যোগাযোগের সাইট।
লিখেছেন লিখেছেন আহমদ মুসা ১৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৪০:২০ বিকাল
উম্মাল্যান্ড UMMALAND নামে ফেইসবুকের মত আরেকটি সামাজিক যোগাযোগের ওয়েব সাইট খুব দ্রুত জনপ্রিয় হয়ে উটছে। আমি যখন গত দেড়-দু'বছর পূর্বে ওখানে একাউন্ট খুলেছিলাম তখন বর্তমানের মত এতো সুযোগ সুবিধা ছিল না।
বর্তমানে ওয়েব সাইটকে এতোই আপডেট করা হয়েছে যে মনে হয় অল্প সময়ের মধ্যেই ফেইস বুকের তীব্র প্রতিদ্বন্ধী হিসেবে গোটা দুনিয়াকে কাপিয়ে তুলবে।
এই ওয়েব সাইটে একাউন্ট বা আইডি খুলতে তেমন কোন জটিল সমস্যা ফেইস করতে হয় না। যাদের ফেইসবুক একাউন্ট আছে তাদের জন্য নতুন কোন একাউন্টই খোলার দরকার নেই। শুধুমাত্র এই সাইটটির হোমপেইজে গিয়ে ফেইসবুক লিংকে ক্লিক করলেই অর্থাৎ Connect with facebook ক্লিক করার সাথে সাথে আপনার জন্য নতুন একটি একাউন্ট তৈরী হয়ে যাবে।
এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনি যে ব্রাউজার দিয়ে ওপেন করেছেন উম্মাল্যন্ডের ওয়েব সাইট সেই একই ব্রাইজের অন্য আরেকটি ট্যব-এ আগে থেকেই আপনার ফেইসবুক আইডিটি ওপেন করে রাখুন।
এর পর থেকে উপভোগ করতে থাকুন এই সাইটের বিভিন্ন সুযোগ সুবিধা। বিশেষ করে যারা ব্লগ ও ফেইসবুকে দাওয়াতী কার্যক্রমের সাথে নিজেকে নিয়োজিত রেখেছেন তাদের জন্য সামাজিক যোগাযোগের এই অসাধারণ সাইটটি খুবই কাজে আসবে বলে আমার বিশ্বাস। এই সাথে ফেইসবুক থেকে অনেক বেশী সুযোগ সুবিধা দিয়ে ইউজারদের চাহিদা মিটানোর ব্যাপারটি লক্ষ্যনীয়। এখানে আলাদা আবার ব্লগও লেখার ব্যবস্থা আছে। সব মিলিয়ে দারুণ একটি যোগাযোগের মাধ্যম। আপনিও চেষ্টা করে দেখুন।
বিষয়: বিবিধ
২০৯৪ বার পঠিত, ৬০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাবাসসুম তাহরিমা
আপনাকে ধন্যবাদ ব্লগে বিজিট করার জন্য।
বর্তমানে যদি নিজের বিশ্বাস ও রুচিবোধের পক্ষে এর চেয়েও আরো বেশী সুবিধা সম্বলিত একটি সাইট আমরা পাই তাতে নিজের অস্থিত্ব জানান দেয়া একজন অনলাইন ব্যবহারকারী হিসেবে সচেতনতার পরিচায়ক।
আমি এই ধরণের পরিকল্পনাহীন সাইটের কোন ভবিষ্যৎ দেখিনা।
আপনাকে ধন্যবাদ আমার ব্লগ পাতায় আগমনের জন্য।
এর আগে মিল্লাতফেইসবুকর ভবিষ্যত নিয়ে ভবিষ্যত বানী করেছিলাম আরেকটা ব্লগে। এটার ক্ষেত্রেও তার ব্যাতিক্রম হওয়ার খুব একটা কারণ দেখিনা। তবে আমার ধারণা এটা মিল্লাতের মত ইন্তেকাল করবেনা, ইসলামিক অনলাইন ইউনিভার্সিটির ইউজার বেইসের উপর ভর করে বেঁচে থাকবে বলে মনে হয়।
শুভকামনা থাকলো আপনার উৎসাহ আর উম্মাল্যান্ডের এডমিনদের জন্য।
এড করুন।
আপনার কথার সাথে আমি শতভাগ একমত। আমাদের পণ্যের বিজ্ঞাপন তো আমাদেরকেই করতে হবে।এব্যাপারে পৃথিবী শীর্ষস্থানীয় বিভিন্ন আইটি কোম্পানীতে কর্মরত মুসলিম বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের ভূমিকা রাখতে হবে এধরনের সাইটগুলোকে সেচ্চাসেবীর মত শ্রম ও মেধা দিয়ে সহযোগিতা করা।
এটা আমি
রেজিষ্ট্রেশন করলাম। দেখা যাক।
অনেক অপশন এড হচ্ছে অনেক ব্লগাররাও এখানে আছেন।
ধন্যবাদ ভাই।
মন্তব্য করতে লগইন করুন