টুডে ব্লগ ও ম্যাগাজিন সাইটে ঢুকতে সমস্যা হচ্ছে কেন? আবারো কি হায়েনাদের শকুনি দৃষ্টি পড়েছে?
লিখেছেন লিখেছেন আহমদ মুসা ১২ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৪৬:২৪ দুপুর
আমার ব্যবহৃত পিসিতে অন্যন্যা ওয়েব সাইট সহজে খুলতে পারলেও বিডিটুডে ব্লগ সাইটটি সহজে ওপেন হচ্ছে না। অনেক্ষণ পর ব্লগ সাইটটি ওপেন হয়। কোন কমেন্ট লিখে পোস্ট দিলেও অনেক্ষণ পর তা কার্যকর হচ্ছে।
অথচ আমাদের অফিসে ইন্টারনেটের বেন্ডউইটথ স্পীড মোটামোটি খুব ভাল বলা যায়। সহজেই যে কোন ওয়েব সাইটে ভিজিট করা যায়। আপলোড এবং ডাউনলোড স্পীডও তেমন খারাপ না।
গতরাত্রেও খুব সহজেই বিডিটুডে ব্লগ সাইটে ভিজিট করতে পেরেছি বাসার কম্পিউটারে। আজ সকালে অফিসে এসেই এই ঝামেলাটা খেয়াল করছি।
আমি বুঝতে পারছি না এই সমস্যা শুধু আমার ক্ষেত্রে হচ্ছে নাকি যারা বাংলাদেশের ভিতর থেকে অবস্থান করে বিডিটুডের সাথে জড়িত আছেন তারা সবার ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে।
যদি কর্তৃপক্ষের মেইনটেনেন্স জনিত কারণে ওয়েব সাইটের এক্সেস গতি স্লো হয় তবে একটি নোটিস দিলে ভাল হতো।
আমি আশংকা করছি যারা এই সাইটকে নিজেদের
চক্ষশূল মনে করে সব সময় প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে এর অগ্রযাত্রাকে রোধ করতে ব্যর্থ তৎপরতা চালায় তাদের ধারাবাহিক কোন নাশকতা সৃষ্টির অংশ কিনা।
বিষয়: বিবিধ
১৩৮২ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যারা এই কুকামটা করছে তাদেরকে হয় হেদায়ত দান করুক নতুবা তাদের উপর আল্লাহর না’য়ানত বর্ষিত হোক।
পারলে সংশোধন করে দিন, দেখতে এবং পড়তে ভাল লাগবে। ধন্যবাদ।
এক পর্যায়ে তো ঢুকতেই পারছিলামনা!!
আপনাকে ধন্যবাদ ব্লগ পাতায় আগমনের জন্য।
সোজা কথা বুঝলেন না মনে হয়?
তখন বুঝবেন বিনতে শেখের গ্যাঞ্জাম কি জিনিস।
মুসা ভাই আমার একটা লেখা আছে প্রথম পাতায়। আপনার মুল্যায়নের অপেক্ষায় আছি।
তবে লেখাটি পড়েন কিংবা না পড়েন....আপনেকে জানালাম স্যাঁলুট" সাইদুর
আপনি কোন জুলিয়ার কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। অনেকদিন আগে জুলিয়া নামে একজন ব্লগার আমার ব্লগে মন্তব্য করেছিলেন। আমি তার কথার উত্তর দিয়েছিলাম। বর্তমানে জুলিয়া নামের সেই চিহ্নিত ব্লগারটি ঐ আইডিটা ব্যবহার করে না। সে একেক সময় একেক আইডি ব্যবহার করে তার গর্হিত উস্কানীমূলক পোস্ট ও মন্তব্য করে থাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগ পাতায় আগমনের জন্য। সময় ও সুযোগ হলে আমার অন্যন্যা লেখাগুলো পড়ার আমন্ত্রণ থাকলো।
মন্তব্য করতে লগইন করুন