টুডে ব্লগ ও ম্যাগাজিন সাইটে ঢুকতে সমস্যা হচ্ছে কেন? আবারো কি হায়েনাদের শকুনি দৃষ্টি পড়েছে?

লিখেছেন লিখেছেন আহমদ মুসা ১২ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৪৬:২৪ দুপুর

আমার ব্যবহৃত পিসিতে অন্যন্যা ওয়েব সাইট সহজে খুলতে পারলেও বিডিটুডে ব্লগ সাইটটি সহজে ওপেন হচ্ছে না। অনেক্ষণ পর ব্লগ সাইটটি ওপেন হয়। কোন কমেন্ট লিখে পোস্ট দিলেও অনেক্ষণ পর তা কার্যকর হচ্ছে।

অথচ আমাদের অফিসে ইন্টারনেটের বেন্ডউইটথ স্পীড মোটামোটি খুব ভাল বলা যায়। সহজেই যে কোন ওয়েব সাইটে ভিজিট করা যায়। আপলোড এবং ডাউনলোড স্পীডও তেমন খারাপ না।

গতরাত্রেও খুব সহজেই বিডিটুডে ব্লগ সাইটে ভিজিট করতে পেরেছি বাসার কম্পিউটারে। আজ সকালে অফিসে এসেই এই ঝামেলাটা খেয়াল করছি।

আমি বুঝতে পারছি না এই সমস্যা শুধু আমার ক্ষেত্রে হচ্ছে নাকি যারা বাংলাদেশের ভিতর থেকে অবস্থান করে বিডিটুডের সাথে জড়িত আছেন তারা সবার ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে।

যদি কর্তৃপক্ষের মেইনটেনেন্স জনিত কারণে ওয়েব সাইটের এক্সেস গতি স্লো হয় তবে একটি নোটিস দিলে ভাল হতো।

আমি আশংকা করছি যারা এই সাইটকে নিজেদের

চক্ষশূল মনে করে সব সময় প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে এর অগ্রযাত্রাকে রোধ করতে ব্যর্থ তৎপরতা চালায় তাদের ধারাবাহিক কোন নাশকতা সৃষ্টির অংশ কিনা।

বিষয়: বিবিধ

১৩৭৩ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

176237
১২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৯
ফাতিমা মারিয়াম লিখেছেন : বেশ কয়েকদিন ধরেই এ সমস্যাটা হচ্ছে। ধন্যবাদ।
১২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৯
129508
আহমদ মুসা লিখেছেন : এ. এল. তথা আল্লাহর লায়ানত পাটি যতদিন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে ততদিন এভাবে হয়তো এসব অজাবীনগুলোর মোকাবিলা করেই ঠিকে থাকতে হবে।
176250
১২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৩৭
গেরিলা লিখেছেন : সাইট তো বাংলাদেশে আবারও বলকড
১২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৭
129502
আহমদ মুসা লিখেছেন : আরে গেরিলা!!! অনেকদিন পর আপনি আমার ব্লগ পাতায় আসলেন! তা পথ ভুলে এদিকে আসলেন না তো!
যারা এই কুকামটা করছে তাদেরকে হয় হেদায়ত দান করুক নতুবা তাদের উপর আল্লাহর না’য়ানত বর্ষিত হোক।
176256
১২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৭
ইমরান ভাই লিখেছেন : আমারো একেই অবস্থা।
১২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৫
129499
আহমদ মুসা লিখেছেন : তাহলে বুঝা যাচ্ছে বিষয়টা শুধু আমি একাই সাফার করছি না। আরো অনেকেই এই সমস্যা ফেইস করছে। সুতরাং কর্তৃপক্ষের এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে।
176284
১২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৬
শফিউর রহমান লিখেছেন : "ডুকতে" নয়, 'ঢুকতে'।
পারলে সংশোধন করে দিন, দেখতে এবং পড়তে ভাল লাগবে। ধন্যবাদ।
১২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪২
129496
আহমদ মুসা লিখেছেন : অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রুফ ধরিয়ে দেয়ার জন্য। শিরোনামে সংশোধন করলাম। মূল বডিতে কোন ভুল আছে কিনা তাও যদি একবার নজর দিতেন!!!
176292
১২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৮
জারা লিখেছেন : একই সমস্যা আমার ল্যাপটপেও হচ্ছে মুসা ভাই।
১২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫০
129509
আহমদ মুসা লিখেছেন : বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। কর্তৃপক্ষও কোন নোটিস দিচ্ছে না।
176334
১২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৪
আবু তাহের মিয়াজী লিখেছেন : আলহামদুলিল্লাহ, আমার কোন সমস্যা হচ্ছে না। Rose
১৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৩৭
129657
আহমদ মুসা লিখেছেন : তাহলে আপনি ভাগ্যবান। তবে এই মুহুর্তে যখন আপনার মন্তব্যের প্রতি উত্তর দিচ্ছি তখন বেশ ভালই এক্সেস পাওয়া যাচ্ছে ব্লগ সাইটের। অন্তত আমার পিসিতে তো তাই পাচ্ছি।
176336
১২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৭
আবু সাইফ লিখেছেন : আমারো সমস্যা হচ্ছে- এখনো সবটা ঠিকমত আসেনা

এক পর্যায়ে তো ঢুকতেই পারছিলামনা!!
১৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৩৮
129659
আহমদ মুসা লিখেছেন : এই মুহুর্তে যখন আপনার মন্তব্যের প্রতি উত্তর দিচ্ছি তখন বেশ ভালই এক্সেস পাওয়া যাচ্ছে ব্লগ সাইটের। অন্তত আমার পিসিতে তো তাই পাচ্ছি।
আপনাকে ধন্যবাদ ব্লগ পাতায় আগমনের জন্য।
176484
১৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৪৯
শেখের পোলা লিখেছেন : আমার কোন সমস্যা আপাততঃ নেই৷
১৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৫৫
129660
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এবনে শেখ!! আগে আপনে দেশে আসেন। তার পরে দেহামু সমস্যা কারে কয়, কত প্রকার ও কি কি?
সোজা কথা বুঝলেন না মনে হয়?
তখন বুঝবেন বিনতে শেখের গ্যাঞ্জাম কি জিনিস।
১৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৫৭
129661
শেখের পোলা লিখেছেন : তা আমার সাথে আবার গ্যাঞ্জামের কি হল? তয় সাথে কি নিমু ঝুড়ি না থলে, ট্রাক না ঠেলা?
১৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৫৮
129662
আহমদ মুসা লিখেছেন : সম্ভবত দেশের বাইরে যারা আছে তাদের ক্ষেত্রে তেমন সমস্যা হচ্ছে না। নিয়ন্ত্রণ তো দেশের ভিতরেই করতে পারছে। বিদেশে অবস্থিত কোন ডোমেইনে তো আর নাক গলাতে পারবে না কোন রাষ্ট্রীয় নাশকতাকারী।
১৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৭
130106
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ঝুড়ি, থলে, ট্রাক, ঠেলা- এসবের কোন কাম নেই। পারলে নিচের থেকে একটা পছন্দ মত বাইচ্চা লওন।

176607
১৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১৯
সিকদারর লিখেছেন : নর্মাল ব্রাউজারে না পেলে টর ব্রাউজার ব্যাবহার করুন।
১৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৭
129788
আহমদ মুসা লিখেছেন : টোর ব্রাইজার উইন্ডোজ-৭ এর পূর্ববর্তী ভার্ষনগুলোতে সাপোর্ট করে না।
১৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২২
129839
সিকদারর লিখেছেন : কেন আমিত এক্সপিতে ব্যাবহার করছি।
১০
176959
১৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৯
মাজহার১৩ লিখেছেন : হনু গংদের ধ্বংস না হলে রেহাই নেই।
১৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৯
130107
আহমদ মুসা লিখেছেন : আল্লাহর লায়ানত পাটি যতদিন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে ততদিন এভাবে হয়তো এসব অজাবীনগুলোর মোকাবিলা করেই ঠিকে থাকতে হবে।
১১
176965
১৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৪
মাজহার১৩ লিখেছেন : আজ ব্লগার ও ভিজিটর এত কম কেন?
মুসা ভাই আমার একটা লেখা আছে প্রথম পাতায়। আপনার মুল্যায়নের অপেক্ষায় আছি।
২৩ এপ্রিল ২০১৪ রাত ১০:০৬
160644
আহমদ মুসা লিখেছেন : মাজহার ভাই, অনেকদিন পর ব্লগটি ওপেন করলাম। আপনার পরবর্তী ১২ নং মন্তব্যেটি দেখতে এসে আপনার মন্তব্যটিও চোখে পড়লো। ১৪ ফেব্রুয়ারী মন্তব্য করেছেন। আমি দু:খিত আপনার মন্তব্যটি এতোদিনে আমার নজরে পড়েনি। আপনির কোন লেখাটির কথা বলছেন তাও বুঝতে পারছি না।
১২
212345
২৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৪
shaidur rahman siddik লিখেছেন : মুসা ভাই, আপনাকে স্যাঁলুট জানালাম,জুলিয়ার পেস্টে মন্তব্য করার কারনে। আপনার মত লোকেরাই পারবে কলম দিয়ে অন্যায়ের প্রতিবাদ জানাতে। আর আমি জানিনা আমার মন্তব্য টি পড়ছেন কি না। পড়লেও জানতে পারবো না এবং না পড়লেও জানতে পারবো না। আমি ব্লগে নতুন তাও আবার নকিয়া আশা৩০৫ সেট দিয়ে লেখালেখি করি।

তবে লেখাটি পড়েন কিংবা না পড়েন....আপনেকে জানালাম স্যাঁলুট" সাইদুর
২৩ এপ্রিল ২০১৪ রাত ১০:১৭
160646
আহমদ মুসা লিখেছেন : আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
আপনি কোন জুলিয়ার কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। অনেকদিন আগে জুলিয়া নামে একজন ব্লগার আমার ব্লগে মন্তব্য করেছিলেন। আমি তার কথার উত্তর দিয়েছিলাম। বর্তমানে জুলিয়া নামের সেই চিহ্নিত ব্লগারটি ঐ আইডিটা ব্যবহার করে না। সে একেক সময় একেক আইডি ব্যবহার করে তার গর্হিত উস্কানীমূলক পোস্ট ও মন্তব্য করে থাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগ পাতায় আগমনের জন্য। সময় ও সুযোগ হলে আমার অন্যন্যা লেখাগুলো পড়ার আমন্ত্রণ থাকলো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File