অনলাইনে একটিভ থাকেন এমন ইসলামপন্থী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি।

লিখেছেন লিখেছেন আহমদ মুসা ২৬ জানুয়ারি, ২০১৪, ০১:২২:৪৩ দুপুর

বিডিটুমোরোতে আজকে এক বিতর্কিত ব্লগারের একটি পোস্টে ব্যাপক মন্তব্যে দেখে ওপেন করে দেখছি একজন ইসলামপন্থী ব্লগার ওখানে তর্কেযুদ্ধে লিপ্ত হয়েছেন! ইচ্ছা থাকা সত্বেও আমি কোন মন্তব্য করিনি। যার সাথে তর্কেযুদ্ধে লিপ্ত হয়েছে তা আমার কাছে মনে হয়েছে ইসলাম ও আল্লাহর নবী (সা) কে পরিকল্পিতভাবে গালিগালাজ দেয়ার জন্য সুযোগ করে দেয়ার নামান্তর।

কোন কোন নাস্তিক শয়তান অথবা চরম ইসলাম বিদ্বেষী ভিন্ন কোন ধর্মের অনুসারী অথবা তাদের অনুচর আল্লাহর নাম বিকৃত করে, রাসুল (সা) এর শানে গোস্তাখীপূর্ণ গর্হিত উক্তি করে উস্কানী দেয়ার সুযোগ খুজে।

রাসুলের (সা) শানে একটি বেয়াদবীর প্রতিবাদ করতে যেয়ে উক্ত শয়তানকে হাজারো বেয়াদবীর সুযোগ করে দেয়া কোন অবস্থাতেই বুদ্ধিমানের কাজ নয়। এসব অপদার্থের শয়তানীর উত্তর দেয়ার জন্য তাদের ব্লগ/লেখাতে ভিজিট করে, মন্তব্য ও প্রতিমন্তব্য করে হিট করার পেছনে ভূমিকা রাখছে ইসলামপন্থীরেই বেশী। এর জন্য ইসলামপন্থীরা অবশ্যই দায়ী। যাদের অন্তরে মহান আল্লাহ অন্ধত্বের মোহর স্থায়ীভাবে মেরে দিয়েছেন তাদের সাথে আপনি যতই যুক্তি দিয়ে কথা বলেন না কেন, তারা নিজেদের পড়নের কাপড় খুলে ন্যংটো হয়ে আরো নোংরামিই ছড়াবে। এতে করে ইসলাম ও মুসলমানদের বিন্দু মাত্র লাভ না হলেও ইসলাম ধর্ম, আল্লাহর নবী (সা), ইসলামের মৌলিক আকিদা বিশ্বাসের প্রতি একজন সাধারণ মুসলিম পাঠকের মনে স্বাভাবিক শ্রদ্ধাবোধ কমে যেতে পারে।

আমাদের একটি বিষয় খেয়াল রাখা জরুরী- আপনার তরবারী যতই ধারালো হোক না কেন যদি আপনার প্রতিপক্ষ টয়লেটের টাংকি থেকে ডুব দিয়ে উঠে এবং তার অস্ত্রটিও সেই টাংকির ভিতর থেকে কুড়ে নিয়ে আপনার মোকাবিলায় লিপ্ত হয় তখন আপনি তাকে কাবু করতে পারলেও নির্ঘাত আপনার গায়েও নাপাক ময়লার চিটে ফোটা পড়তে পারে।

বিষয়: বিবিধ

১৭৮৮ বার পঠিত, ৩৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

167865
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৩৫
আওণ রাহ'বার লিখেছেন : নো কমেন্ট নো ভিজিট। ব্লক করা । এরকম ভাবে চললে এরা আগ্রহ হারায়।
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৯
121805
আহমদ মুসা লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য। যারা না বুঝে ইসলামের বিরুধীতা করে তাদের সাথে ডিবেইট করা যায়। কিন্তু যারা অন্তরে গোমরাহী ধারণ করে একান্ত শয়তানের কর্মসূচী বাস্তবায়নে নিজেকে নিয়োজিত রেখেছে তাদেরকে এড়িয়ে চলাই উত্তম কাজ।
৩০ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৫
124180
ইশরাত জাহান রুবাইয়া লিখেছেন : আওণ রাহবার এবং মুসা ভাই, উভয়ের মন্তব্যের সাথেই একমত।
167867
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫০
বিন হারুন লিখেছেন : হ্যাঁ আমিও খুলে দেখেছি মন্তব্য করতে ঘৃণা লেগেছিল তাই রিপোর্ট করে চলে গেলাম
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৬
121808
আহমদ মুসা লিখেছেন : এসব দয়্যুসদের কথার উত্তর দিতে গেলে আপনার ঈমান আক্বিদায় চরম আঘাত লাগে এমন কদর্য ভাষায় ও ভঙ্গ্যিমায় প্রতি উত্তর দিতে চেষ্টা করে যাতে আপনারা অর্ধৈয্য হয়ে তাদের কথার তীব্র প্রতিবাদ করেন। তাতে করে এরা উৎসাহী হয়ে চরম অবমাননাকর উক্তি করবে আল্লাহ এবং তার রাসুলের শানে যা কোন ঈমানদার লোকের পক্ষে পড়া, কানে শোণা বা চোখে দেখাও নিজের ঈমানের দূর্বলতা প্রকাশের সামিল। কারণ হচ্ছে এটি একটি ভার্চুয়াল জগৎ। এখানে কে কোথা থেকে কিভাবে আক্রমণ করছে তার সঠিক অবস্থান ও প্রকৃত বদমাইশটি কে তা চিহ্নি করা যাচ্ছে না।
167870
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৭
সিকদারর লিখেছেন : আওণ রাহ'বার লিখেছেন : নো কমেন্ট নো ভিজিট। ব্লক করা । এরকম ভাবে চললে এরা আগ্রহ হারায়।
সহমত। আমি তাই করি ।
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২১
121809
আহমদ মুসা লিখেছেন : আমি এতো বড় একটা ব্লগ লিখলাম। আমার সাথে কোন সহমত নেই। অথচ আওণ রাহ’বার ছোট একটি মন্তব্য করলো। আর আপনি তার সাথেই একমত পোষণ করলেন! ঠিক আছে আপনারা দু’জন যেহেতু এক হয়ে গেলেন আমি আর একা থেকে লাভ কি? আমিও আপনাদের সাথে একমত পোষণ করছি।
আসল কথা হচ্ছে অন লাইনে ইনডিয়ার কোলকাতায় বসে কিছু ইবলিশ এসব গর্হিত নোংরামী করে যাচ্ছে বলে অনেকেই সন্দেহ করে।
167875
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১৩
বড়মামা লিখেছেন : ইসলাম বিরোদীদের মন্তব্য না করাই ভলো । আপনাকে অনেক ধন্যবাদ ।
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৬
121811
আহমদ মুসা লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। যারা একান্ত অজানাকে জানার জন্য বা আন্ত ধর্মীয় গোড়ামী থেকে মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন ধর্মীয় গোড়ামী নিয়ে লেখালেখির মাধ্যমে মানুষকে সচেতন করছে আমরা তাদের বিরুধী নই। কিন্তু কিছু ইবলিশ আছে পৃথিবীর অন্য কোন ধর্মের ব্যাপারে কোন ধরনের আপত্তি বা লেখা লেখি না করলেও শুধু মাত্র ইসলাম ধর্মের বিরুধীতাতেই যেন তাদের অন্তরের জ্বালা মিটাতে চেষ্টা করে।
167893
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০০
ইবনে আহমাদ লিখেছেন : কমেন্ট করা জরুরী। তবে নিজেদের রুচি বোধকে শানিত করে জবাব দেয়াটা উত্তম।
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৮
121814
আহমদ মুসা লিখেছেন : যারা একান্ত অজানাকে জানার জন্য বা আন্ত ধর্মীয় গোড়ামী থেকে মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন ধর্মীয় গোড়ামী নিয়ে লেখালেখির মাধ্যমে মানুষকে সচেতন করছে আমরা তাদের বিরুধী নই। কিন্তু কিছু ইবলিশ আছে পৃথিবীর অন্য কোন ধর্মের ব্যাপারে কোন ধরনের আপত্তি বা লেখা লেখি না করলেও শুধু মাত্র ইসলাম ধর্মের বিরুধীতাতেই যেন তাদের অন্তরের জ্বালা মিটাতে চেষ্টা করে।
এসব দয়্যুসদের কথার উত্তর দিতে গেলে আপনার ঈমান আক্বিদায় চরম আঘাত লাগে এমন কদর্য ভাষায় ও ভঙ্গ্যিমায় প্রতি উত্তর দিতে চেষ্টা করে যাতে আপনারা অর্ধৈয্য হয়ে তাদের কথার তীব্র প্রতিবাদ করেন। তাতে করে এরা উৎসাহী হয়ে চরম অবমাননাকর উক্তি করবে আল্লাহ এবং তার রাসুলের শানে যা কোন ঈমানদার লোকের পক্ষে পড়া, কানে শোণা বা চোখে দেখাও নিজের ঈমানের দূর্বলতা প্রকাশের সামিল। কারণ হচ্ছে এটি একটি ভার্চুয়াল জগৎ। এখানে কে কোথা থেকে কিভাবে আক্রমণ করছে তার সঠিক অবস্থান ও প্রকৃত বদমাইশটি কে তা চিহ্নি করা যাচ্ছে না।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মন্তব্যে করার জন্য।
167937
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫১
বেআক্কেল লিখেছেন : রাসুলের (সা) শানে একটি বেয়াদবীর প্রতিবাদ করতে যেয়ে উক্ত শয়তানকে হাজারো বেয়াদবীর সুযোগ করে দেয়া কোন অবস্থাতেই বুদ্ধিমানের কাজ নয়। এসব অপদার্থের শয়তানীর উত্তর দেয়ার জন্য তাদের ব্লগ/লেখাতে ভিজিট করে, মন্তব্য ও প্রতিমন্তব্য করে হিট করার পেছনে ভূমিকা রাখছে ইসলামপন্থীরেই বেশী। এর জন্য ইসলামপন্থীরা অবশ্যই দায়ী। যাদের অন্তরে মহান আল্লাহ অন্ধত্বের মোহর স্থায়ীভাবে মেরে দিয়েছেন তাদের সাথে আপনি যতই যুক্তি দিয়ে কথা বলেন না কেন, তারা নিজেদের পড়নের কাপড় খুলে ন্যংটো হয়ে আরো নোংরামিই ছড়াবে। এতে করে ইসলাম ও মুসলমানদের বিন্দু মাত্র লাভ না হলেও ইসলাম ধর্ম, আল্লাহর নবী (সা), ইসলামের মৌলিক আকিদা বিশ্বাসের প্রতি একজন সাধারণ মুসলিম পাঠকের মনে স্বাভাবিক শ্রদ্ধাবোধ কমে যেতে পারে।

ঠিক ঠিক ঠিক
২৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৬
121850
আহমদ মুসা লিখেছেন : ভাই আপনি নিজেকে কত বড় "বেআক্কেল" মনে করেন? তবে মনে রাখবেন এক্ষেত্রে আপনার চেয়েও একজন সিনিয়র আমি আছি। সুতরাং বেআক্কেলীর দিক দিয়ে বিবেচনা করলে আমি আপনার চেয়ে একটু বেশী ডেড়ষ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগ পাতায় আগমনের জন্য। ভবিষ্যতেও আমার ব্লগ পাতায় নিয়মিত আগমণের আমন্ত্রণ রইল।
167970
২৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০১
আবু সাইফ লিখেছেন : যথার্থ বলেছেন, সহমত Thumbs Up Thumbs Up

জাযাকুমুল্লাহ..... Praying Praying
২৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩২
121887
আহমদ মুসা লিখেছেন : আপনাকেও অনেক মোবারকবাদ ব্লগটিতে ভিজিট করার জন্য। ভাল থাকুন সুস্থ্য থাকুন।
167977
২৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৩
প্যারিস থেকে আমি লিখেছেন : আওণ রাহ'বার লিখেছেন : নো কমেন্ট নো ভিজিট। ব্লক করা । এরকম ভাবে চললে এরা আগ্রহ হারায়। আমি এর মধ্যে আছি।
২৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৩
121890
আহমদ মুসা লিখেছেন : আমিও আপনাদের সাথেই আছি। তবে কেউ যদি আন্ত ধর্মীয় গোড়ামী নিয়ে ডিবেইটে লিপ্ত হয় তবে তাকে স্বাগত জানানো যেতে পারে।
167980
২৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৪
হতভাগা লিখেছেন : অক্ষনে এই কথা কন !

আমি যে কত জনের পোস্টে চিল্লাইছি যে , ভাই এদেরকে এড়িয়ে চলেন , এড়িয়ে চলেন ; তখন সবাই হ্যাঁ হ্যাঁ করেও পরে দেখি ঠিকই ঐসব হনুদের পোস্টে গিয়ে কমেন্ট করতেই থাকে, করতেই থাকে ।

এরা নিজেদের গায়ে গোবর মেখে আসে । এখন আপনি যদি তাদেরকে ধরতে যান তাহলে আপনার গায়েও গোবর লেগে যাবে ।

এটাই তো তারা চায় ।
২৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩১
121885
আহমদ মুসা লিখেছেন : সম্মানিত ব্লগার সঠিক ইসলাম’এর তর্কযুদ্ধটা আমার দৃষ্টিতে বেটিক মনে হয়েছে। তাই আমি উক্ত ব্লগে কোন মন্তব্যে না করে সয়ং সঠিক ইসলামের নিজস্ব ব্লগে মন্তব্য করে আমার মতামতটি তুলে ধরেছি। বিষয়টির গুরুত্ব বুঝানোর জন্য নতুনভাবে আমার ব্লগ পাতাতেও পোস্ট করলাম একান্ত সচেতনতা সৃষ্টির জন্য। আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য।
২৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৬
121892
হতভাগা লিখেছেন : উনার কথা আর বলেন না ভাই ।

উনি নিজের পোস্টে নিজেই কমেন্ট করেন । সবার প্রথমেও করেন ।

আর কোন এক ব্লগারে পোস্টে তো উনি একাই টানা ৫০ টা কমেন্ট করেছেন !

ঐ পোস্টের উপরে নিচে যে সব পোস্ট ছিল সেগুলোতে ৫/৬ টার বেশী কমেন্ট ছিল না ।

এক পোস্টে এতগুলো কমেন্ট দেখে ঢুকতেই দেখি কি এলাহী কান্ড !

এটাকে কি ব্লগিং বলে ?
১০
168038
২৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
ভিশু লিখেছেন : আল্লাহ, রাসূল, কোরআন, ইসলামের প্রতি কটাক্ষ-তাচ্ছিল্য-ঠাট্টা-বিদ্রুপ কিছুতেই মেনে নেয়া যায় না!
২৭ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৪৯
122280
আহমদ মুসা লিখেছেন : ধন্যবাদ নিজের মনের ভিতর লালিত ঈমানী চেতনাবোধকে আমাদের সাথে শেয়ার করার জন্য। তবে কথা হচ্ছে অনলাইন ইবলিশদের ফাদে না পড়ার জন্যও খেয়াল রাখা জরুরী। অনেক ইবলিশ আছে গায়ে পড়ে ঈমানদারদের সেনসেটিভ জাগায় আঘাত লাগার মতো নাফরমানী করে। এসব নাফরমানদের ফাঁদে পা দিতে গেলে নিজের পায়েও নাপাক ময়লা লেগে যাওয়ার আশংকা থাকে।
১১
168111
২৬ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪৬
শেখের পোলা লিখেছেন : ওদের সাথে না জড়ানোই ভাল৷
২৭ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৫৪
122281
আহমদ মুসা লিখেছেন : সে জন্যই তো আমি একই বিষয়ে বিভিন্ন সময়ে একাদিক ব্লগ পোস্ট করেছি। গতকাল একজন ইসলামপন্থী ভাইয়ের অপরিনামদর্শী এবং কিছু অনুচিত ও অবাঞ্চিত বিষয়ে বেহুদা এবং বেটিক তর্কাতর্কি দেখে নিজেও খুবই ব্যধিত হয়েছি আল্লাহর রাসুল (সা) শানে একজন ধূর্ত শয়তানের গর্হিত আচারণ প্রকাশ করার সুযোগ দিতে দেখে।
১২
168175
২৬ জানুয়ারি ২০১৪ রাত ১০:৫৪
জবলুল হক লিখেছেন : নো কমেন্ট নো ভিজিট। ব্লক করা । এরকম ভাবে চললে এরা আগ্রহ হারায়।
২৭ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৫৫
122282
আহমদ মুসা লিখেছেন : অনেক ধন্যবাদ ভাই আমার প্রিয় কবি সাহেবকে। আপনার মত যেন সবাই চিন্তা করে সেই আশা করছি।
১৩
168177
২৬ জানুয়ারি ২০১৪ রাত ১০:৫৮
মাটিরলাঠি লিখেছেন :
“আর কোরআনের মাধ্যমে তোমাদের প্রতি এই হুকুম জারি করে দিয়েছেন যে, যখন আল্লাহ তা’ আলার আয়াতসমূহের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন ও বিদ্রুপ হতে শুনবে, তখন তোমরা তাদের সাথে বসবে না, যতক্ষণ না তারা প্রসঙ্গান্তরে চলে যায়। তা না হলে তোমরাও তাদেরই মত হয়ে যাবে। আল্লাহ দোযখের মাঝে মুনাফেক ও কাফেরদেরকে একই জায়গায় সমবেত করবেন।" (আল-কুরআন-৪, আয়াত-১৪০)

এই আয়াতেই নির্দেশনা আছে আমাদের কি করতে হবে।

এদের সঙ্গে তর্ক করে কোন লাভ নাই, কারণঃ
“নিশ্চিতই যারা কাফের হয়েছে তাদেরকে আপনি সতর্ক করুন আর নাই করুন তাতে কিছুই আসে যায় না, তারা ঈমান আনবে না।” ((আল-কুরআন-২, আয়াত-৬)

এদের ব্লগে কমেন্ট যদি করতেই হয়, (বা কোনভাবে এদের ব্লগে প্রবেশ করে বসেন) তবে এমনভাবে করবেন ও একটি মাত্র কমেন্ট করবেন, তারা যে বিষয়ে বিভ্রান্তি ছড়াতে চায়, তার একটা যুক্তিমূলক উত্তর থাকে – যা থেকে অন্য মুসলিম ভাই/বোনেরা উপকৃত হয় যদি তারা (মুসলিম ভাই/বোনেরা) না বুঝে এখানে প্রবেশ করেন।

এরা মুসলিমদের উচ্ছিষ্টভোগী, মুসলিম নামধারী, মুসলিম মতে বিয়েও করে, জানাজা নিয়া কবরেও যায়, মুসলিম সমাজের সকল সুবিধাভোগ করে। (কিছু কিছু আছে অন্য ধর্মের, ব্লগে মুসলিম নিক নেয়।) এদেশে শতশত বছর ধরে মুসলিমরা বাস করছে, আগামী শতশত বছর ধরেও বাস করবে ইনশা-আল্লাহ।

জাজাকাল্লাহু খাইরান।

২৭ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৪৪
122279
আহমদ মুসা লিখেছেন : মাশায়াল্লাহ! খুবই প্রাসঙ্গিক মন্তব্য। তর্কযুদ্ধে লিপ্ত হওয়ার যে মৌলিক নীতিমালা রয়েছে পবিত্র কোরআনের আলোকে তা উল্লেখ করার ফলে আমার অসম্পূর্ণ লেখাটি পূর্ণাঙ্গতা পেয়েছে আপনার মন্তব্যের মাধ্যমে। আমি অবশ্য উদৃতি দেইনি। আপনার এই মন্তব্যের মাধ্যমে সম্মানিত ব্লগার ইবনে আহমাদের মন্তব্যের উত্তরটাও সম্পূর্ণ হয়ে গেলো।
পবিত্র কোরআন যে মহা বিশ্বের মহাবিস্ময়! তা চিন্তাশীল ব্যক্তিদের ভাবনাতে আলোড়ন সৃষ্টি করে। মানুষ যা কিছু ভাল'র পক্ষে, যুক্তির পক্ষে, চিন্তা চেতনার প্রজেটিভ উন্মেষ ঘটানোর পক্ষে, প্রগতির পক্ষে তার চিন্তাভাবনা প্রসারিত করে পবিত্র কোরআনও তাদের পক্ষে সাপোর্ট ও স্বীকৃতি দিতে এগিয়ে আসে। আপনার এই প্রাসংগিক রেফারেন্সগুলো উল্লেখ করার ফলে আমাদের চিন্তাভাবনার পক্ষে কোরআনী সমর্থন পাওয়া যাচ্ছে তা সহজেই বুঝা যায়।
যাযাকাল্লাহু খাইরান।
১৪
169503
২৯ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৩
ইসতিয়াক লিখেছেন : রাসুলের (সা) শানে একটি বেয়াদবীর প্রতিবাদ করতে যেয়ে উক্ত শয়তানকে হাজারো বেয়াদবীর সুযোগ করে দেয়া কোন অবস্থাতেই বুদ্ধিমানের কাজ নয়।

সহমত
২৯ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৮
123190
আহমদ মুসা লিখেছেন : জাজাকাল্লাহু খায়রান। প্রত্যেক মুসলিমেরই আমার মনে হয় এই বিষয়টি খেয়াল রাখা উচিত।
১৫
169504
২৯ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৪
ইসতিয়াক লিখেছেন : অনেক ধন্যবাদ। ভালো লাগলো
২৯ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৫২
123195
আহমদ মুসা লিখেছেন : আবারো ধন্যবাদ আপনাকেও। সম্ভব হলে আমার অন্যন্যা ব্লগগুলো পড়ার আমন্ত্রণ রইল। বিশেষ করেশিক্ষা ব্যবস্থার উপর লিখিত ব্লগটিতে আপনার মতামত জানালে কৃতজ্ঞ থাকবো।
১৬
185628
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
মদীনার আলো লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
137508
আহমদ মুসা লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ পুরাতন হলেও আমার ব্লগটিতে নজর দেয়ার।
১৭
185687
০২ মার্চ ২০১৪ রাত ০৮:৩৪
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : যথার্থই বলেছেন মুসা ভাই। এদের পোস্ট আমাদের সবাইকে এভয়েড করা উচিত। কুকুরের লেজ সোজা চোঙায় বারো বছর রাখলেও সোজা হয়না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File