শহীদ আব্দুল কাদের মোল্লা, সত্যিই কতই না ভাগ্যবান!!!

লিখেছেন লিখেছেন আহমদ মুসা ১৪ ডিসেম্বর, ২০১৩, ০৬:১২:২৩ সন্ধ্যা



সত্য কথা বলতে কি শহীদ আব্দুল কাদের মোল্লা (রাহিমাহুল্লাহু তায়ালা ) সত্যিই খুবই ভাগ্যবান!

বাংলাদেশসহ পৃথিবীর দেশে দেশে আজ কোটি কোটি মানুষ তার নামাজে জানাজায় শরীক হয়ে স্বাক্ষী দিচ্ছে তার শাহাদাত কবুলিয়াতের।

কয়জন মুসলিমের কপালে ঝুটবে এরকম সৌভাগ্য? প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু শহীদ আব্দুল কাদের মোল্লার মত কয়জন মানুষের এই সৌভাগ্য নসীবে এসেছে বা আসবে? যার জন্য গোটা পৃথিবীর কোটি কোটি মানুষ গায়েবানা জানাজায় উপস্থিত হয়ে তাদের অনুভুতি জানাচ্ছে!



একজন প্রকৃত ঈমানদারের ইর্ষা জাগবারই কথা। শহীদ আব্দুল কাদের মোল্লার নসীবে যে সৌভাগ্য ঝুঠলো তা ইসলামী আন্দোলনের প্রত্যেক নেতা-কর্মীদের যদি পরম চাওয়া হয় তবেই হয়তো মহান আল্লাহ তার দেয়া ওয়াদা পূরণ করবেন। বাংলার জমীনকে আল্লাহর দ্বীনের জন্য হয়তো তখনই চুড়ান্তভাবে কবুল করবেন। এজন্য ইসলামী আন্দোলনের প্রত্যেক ভাই-বোনদেরকে খালেছ নিয়তেই শহীদ আব্দুল কাদের মোল্লা-আওদাদের অন্তরের চাওয়ার সাথে ইর্ষনীয়ভাবেই প্রতিযোগিতায় উত্বীর্ণ হতে হবে।

বাংলার জমিনে ১৯৭৫ সালেও আরেকটি মর্মান্তিক করুণ মৃত্যু দেখেছিল দুনিয়াবাসী। কিন্তু সেদিন বাংলার কোন মানুষ তার নামাজে জানাজায় শরীক হয়নি। উল্টো শুকরানার নামাজ পড়ে তার জন্য আল্লাহর লা’য়ানত নাজিলের ফরিয়াদ করেছিল। অথচ এমন হওয়ার কথা ছিল না। যার হাতে ছিল একটি রাষ্ট্রের যাবতীয় সব বাহিনীর বাহু শক্তি। যার ডাকে সাড়া দিয়ে একটি নতুন জাতির ইতিহাস রচনা করতে রক্তের বণ্যা বয়ে দিয়েছিল। কিন্তু তার এমন করুণ পরিণতিতে সেই জাতি কেন নীরবে সায় দিয়েছিল! এখানেই আসল পার্থক্য ফুটে উঠেছে একজন প্রকৃত শহীদ এবং একজন নিকৃষ্টতম জালেম গনধিকৃত স্বৈরচারের পার্থক্য।

একজনের মৃত্যুতে গোটা দুনিয়ার প্রকৃত শাস্তিবাদী মানুষের শোকাহত প্রতিক্রিয়া অন্যদিকে আরেকজন অবিসম্ভাদিত নেতার করুণ পরিণতিতে নীরব শুকরিয়া।

বিষয়: বিবিধ

২৩৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File