ধূর্ত শিয়াল হা করে উপরের দিকে থাকিয়ে আছে কাকের মুখের রুটি ভাগানোর আশায়। কিন্তু রুটির পরিবর্তে একেবারে বিষ্টাই ত্যগ করলো শিয়ালের গালের ভিতর।
লিখেছেন লিখেছেন আহমদ মুসা ২৬ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:৩৩:১৭ রাত
বিডিটুমোরোর সম্পাদক সাহেবের পোস্টে আমি একটি মন্তব্যে করেছিলাম। সেই মন্তব্যেটি এখানে পোস্ট করছি পাঠকদের জন্য।
বিডিটুডে ব্লগ সাইটটি বন্ধ করে দেয়ার চক্রান্তের বিরুদ্ধে সবাই সৌচ্চার ভূমিকা পালন করেছে। অনেক মন্তব্যকারী এবং ব্লগার সরকারের এই অঘৌষিত গর্হিত কর্মকান্ডের নিন্দা করেছে তীব্রভাবে। ঘৃণাভরে প্রত্যখ্যান করেছে নাস্তিকবান্ধব বর্তমান আওয়ামী সরকারের এহেন হঠকারী সিদ্ধান্তকে।
আমি কিন্তু তাদেরকে নিন্দার পরিবর্তে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি কাজ দেরীতে হলেও তারা করতে চেষ্টা করছে। কারণ প্রত্যেক ভাল কাজেই আওয়ামী সরকার মুদ্রাদোষজনিত কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কেউ ভাল কিছু করতে দেখলে, ভাল কিছু খেতে দেখলে পাগলের অযাচিৎভাবে সেখাবেই পায়খানা পশ্রাব করে লন্ডভন্ড করে দেয়াই যেন তাদের স্বভাব।
যখনই সোনারবাংলা ব্লগ বন্ধ করে দিয়েছিল তখনই বুঝা উচিত ছিল বাংলাদেশপন্থীদের আওয়ামী বন্দনা ও ধর্ম বিদ্বেশ বিশেষ করে ইসলাম বিদ্বেশ ছাড়া কোন ব্লগ সাইট আওয়ামী তোগলকী যামানায় চালাতে দিবে না।
প্রতিষ্ঠার পর থেকে বিডিটুডে ব্লগ সাইটটি ডাইনামিক ভাবে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছিল। আমাদের মত একঝাক নবীন ব্লগারও সৃষ্টি হয় এই সাইটটিকে অবল্বন করে।
যাদের লেখনিতে উঠে আসছে দেশপ্রেমের চোয়া। যাদের লেখনিতে উঠে আসছে সমাজের বিভিন্ন অসংগতিগুলো চিহ্নিত করে তার সমাধানের দিকনির্দেশনা। যাদের লেখনিতে উঠে আসছে মানবতার ধর্ম ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা এবং অন্যন্যা ধর্মের প্রতিও শ্রদ্ধাবোধ। যাদের লেখনির মাধ্যমে মুখোশ খুলে পড়ছে রাজনৈতিক টাউট-টন্নী মতলববাজ দান্দালদের কুৎসিত চরিত্র। যাদের লেখনির মাধ্যমে নাস্তিক নৈরাজ্যবাদী শয়তানদের অবাধ শয়তানীতে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। যাদের লেখনির মাধ্যমে সত্য ও ন্যায়ের জয়গান, ইনসাফ ও আদলের পক্ষে জোড়ালো কন্ঠস্বর। যাদের লেখনির মাধ্যমে প্রিয় মাতৃভূমিকে বিশ্বের দরবারে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠার শ্লোগান রয়েছে। যাদের লেখনির মাধ্যমে রয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে প্রতিবেশীর খবরদারীর কড়া জবাব।
এহেন পরিস্থিতিতে আওয়ামী লীগের মত একটি জাহেল সরকারের চোখে রঙ্গিন চশমা এবং কানে তুলো দিয়ে তো নিশ্চুপ বসে থাকতে পারে না। তাই তো দিগন্ত টিভি, ইসলামিক টিভি, আমারদেশ, শীর্ষ নিউজ, সোনারবাংলাদেশসহ এসব প্রতিবাদী কন্ঠকে গলায় ফাঁস দেয়া হয়েছে। কোন ফাকেঁ যে বিডিটুডে নামের ক্লগ সাইটটি গজিয়ে উঠেছে! শালা বিডিটুডে তোর এত্তোবড় শাহস!! তোর চেয়েও অনেক শক্তিশালী (বালের চোখে) ক্রিমিনাল (আমাদের দৃষ্টিতে দেশপ্রেমিক) আমারদেশকে বশ করে দিয়েছি। তুই তো চুনোপুটি!!!
গ্যাঞ্জাম খান নামের একজন ব্লগার মন্তব্যে করেছে- বিডিটুডেকে বন্ধ করে দিয়ে এ যেন ধুর্ত শিয়াল কাকের মূখ থেকে রুটি ভাগানোর আশায় কাককে গান শোনানোর আবদার করে হা করে তাকিয়ে আছে উপরের দিকে। কাকও বুঝতে পেরেছে শিয়ালের ধূর্তামীপূর্ণ চালাকী। শিয়ালের গান শোনার শখ একদম মিঠিয়ে দিয়েছে বেরসিক কাক। গান গাওয়ার পরিবর্তে শিয়ালের মুখের ভিতর একেবারে বিষ্ঠাই ত্যগ করলো। ইহাকেই বলা হয় গান শোনার আসল মজা।
এখানেই আওয়ামী দান্দাল বেকুবদের মহা গলদ ধরা পড়েছে। ডিজিটাল সরকারকে একদম ডিজিটাল বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এগিয়ে যাচ্ছে বিডিটুডে। তার নাগালও ধরতে পারছে। কি যে করি!!! হায়রে ডিজিটাল প্রযুক্তি বিশেষজ্ঞরা এখন কোথায়? পারলে ঠেকাও বিডিটুমোরোর অগ্রাযাত্রা!!!
বিষয়: বিবিধ
২০৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন