বাধাহীন লেখার অঙ্গীকার আবারো বাধামুক্ত হলো।
লিখেছেন লিখেছেন আহমদ মুসা ২৫ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:২৪:০৬ রাত
জন্মের পর থেকেই বাংলা ভাষাভাষী রুচিশীল লেখক/ব্লগারদের মিলনস্থল http://www.bdtoday.net অনলাইন পোর্টাল ম্যাগাজিন ও ব্লগ সাইট খুব সল্প সময়ে দেশের শীর্ষস্থানীয় ব্লগ সাইট হিসেবে তার আসন পাকাপোক্ত করে নিয়েছিল। কিন্তু এ দেশের, এ সমাজের, এ মাঠির রঙ ধারণ করে নিজস্ব চেতনা ধারণ করে, দেশমাতৃকার কৃষ্টি কালচারের বিকাশ ও উন্নতীর যারা চরম শত্রু তাদের সহ্য হয়নি।
তারা এই সাইটটি বন্ধ করার জন্য এমন কোন ঘৃণ্য পন্থা বাদ রাখেনি যা তাদের সাধ্যের মধ্যে ছিল। প্রকাশ্যে কোন ঘোষণা না দিলেও তলে তলে সব ষড়যন্ত্র করেছিল এই ব্লগ সাইট বন্ধ করার। কিন্তু অন্ধকার জগতের এসব নাফরমান হুতুম পেচাদের সমস্ত ষড়যন্ত্র বানচাল করে দিয়ে বিডিটুডে থেকে এক ধাপ এগিয়ে এখন http://www.bdtomorrow.net উন্নীত হয়েছে। এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য গতিতে।
এগিয়ে যাও হে নাবিক পাল তুলে,
আমরাও আছি তোমার সাথে যাত্রী বেসে।
বিষয়: বিবিধ
৩০৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন