নাস্তিক বনাম আস্তিক দেশপ্রেমিক ব্লগার
লিখেছেন লিখেছেন আহমদ মুসা ২৫ আগস্ট, ২০১৩, ০৮:৫১:১৫ রাত
আমাদের দেশে নাস্তিক ব্লগাররা ব্লগিংকে যেভাবে কলুষিত করেছে তাতে ব্লগারদের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের নেতিবাচক ধারণা জন্মেছে। এই নেতিবাচক খারাপ ধারণা দুর করতে বেশ সময় লাগবে। এক্ষেত্রে যারা দেশপ্রেমের তাগিদে, ঈমানী চেতনায়, বিবেগের তাড়নায় ব্লগিং জগতে বিচরণ করছেন তাদের জোরালো ভূমিকা রাখতে হবে। দেশপ্রেমহীন নাস্তিক ব্লগারদের অযৌক্তিক ও বিভ্রান্তিকর প্রচার প্রচারণার বিরুদ্ধে যুক্তি দিয়ে জোড়ালো প্রতিবাদী ব্লগ/ লেখা পোস্ট করে যাচ্ছেন অনেকেই। নাস্তিকতার বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি আমাদের দেশে, সমাজে ঘটে যাওয়া বিভিন্ন অসংগতি ও অন্যায়ের প্রতিবাদও করে যাচ্ছেন বিরতিহীনভাবে।
আমি নিজেও একজন ব্লগার হিসেবে ইদানিং কিছুটা পরিচিতি পেয়েছি। তবে আমার ব্লগে আমি সব সময় সত্য ন্যায় ও ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে লেখার চেষ্টা করে যাচ্ছি। আমার কোন কোন লেখাতে নাস্তিক নাফরমানদের বিরুদ্ধে জোড়ালো প্রতিবাদ লিখে পাল্টা যুক্তি দিয়ে তাদের মোকাবেলা করার চেষ্টা করেছি। তাই কোন পোস্ট দেয়ার সময় সর্তক থাকা উচিত। যাতে কোন সন্দেহ সৃষ্টি না হয়। নাস্তিক ব্লগারের তুলনায় দেশপ্রেমিক ইসলামী চিন্তা চেতনায় উজ্জীবিত ব্লগারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নাস্তিকরা বর্তমানে সংখ্যালঘু। তাই ব্লগার শব্দটি লিখে নেতিবাচক কিছু লিখার সময় বা পোস্ট দেয়ার সময় স্পষ্টভাবে বলা উচিত। তা না হলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাতে নৈরাজ্যবাদী নাস্তিকদেরই লাভ হবে বেশি।
বিষয়: বিবিধ
২০৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন