সময় যেন পার হতে চায় না। প্রতিটা দিন যেন একেকটা বছরের মত লম্বা।
লিখেছেন লিখেছেন আহমদ মুসা ১৫ আগস্ট, ২০১৩, ০২:১০:০৮ দুপুর
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ
শুরুতেই আমি সবাই কেমন আছেন জানতে চেয়ে ভারাক্রান্ত হৃদয়কে আর কষ্ট দিতে চাই না। বিগত এক সপ্তাহের মধ্যে মুসলিম উম্মাহর উপর আরেকটি কারবালার সৃষ্টি করেছে পলায়নপর ফেরাউনের নব্য দোষররা। ইসলামের রঙ্গে রাঙায়িত আদর্শিক শক্তির মোকাবেলায় চরম ব্যর্থ হয়ে ফেরাউনের নব্য দোষররা হিংস্রা হায়েনার চেয়েও নিকৃষ্টতম পাশবিকতায় মরদে মুমিনদের খুনের পিপাসায় মেতে উঠেছে। কি বাংলাদেশ, কি মিশর! সব জায়গাতেই তারা একই শয়তানের স্থানভেদে ভিন্ন ভিন্ন রূপমাত্র।
পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে আজকেই শহরে আসলাম। যদিও এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ছুটি শেষ হয়নি। ঈদের দু’দিন পূর্বে গ্রামের বাড়ীতে গিয়েছিলাম। কিন্তু মনটা বাড়ীতে একদম টিকতে চায় না। বাড়ীতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাইনি। আমার মোবাইলটাও পুরাতন চায়না মডেলের। কোন রকমে ফেইসবুক ওপেন করতে পারতাম। তাও খুবই স্লো। বিডিটুডে ব্লগ সাইটটিও এক্টিভেট রাখার চেষ্টা করেছি। এই এক সপ্তাহের মধ্যে ঘটে গেল বাংলাদেশ ও মিশরে খুবই হৃদয় বিদারক ঘটনা। ফেইসবুক বন্ধদের অনেকেই আমাকে মেসেজ পাটিয়েছে। কিন্তু আমার মোবাইল সেটের সীমাবদ্ধতার কারণে তাদের মেসেজের যথা সময়ে উত্তর দিতে পারিনি। সবার কাছে এজন্য আমি আন্তরিকভাবে দু:খিত।
ইনশায়াল্লাহ আজ থেকে ন্যায় ও ইনসাফের পক্ষে, হক্ক ও মানবতার পক্ষে, সত্য ও আদলের পক্ষে এবং বাতিল ও মিথ্যার বিরুদ্ধে, জালেম ও তাগুতী শক্তির বিরুদ্ধে আবারো সাইবার জিহাদের একজন নগণ্য সৈনিক হিসেবে নিয়মিত অনলাইন এবং ব্লগিংয়ে নিজের যোগ্যতা ও সাধ্যানুযায়ী ভূমিকা রাখার চেষ্টা করে যাবো।
ওয়ামা তাওফীকি ইল্লাহ বিল্লাহ
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ওনীদ।
বিষয়: বিবিধ
২৩৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন