ধূর্ত শিয়ালের ব্যর্থ ষড়যন্ত্রের বানচাল বুঝতে পারে না যতক্ষণ না তার লেজ কাটা না যায়।

লিখেছেন লিখেছেন আহমদ মুসা ০১ আগস্ট, ২০১৩, ০৫:৩৩:৪২ বিকাল

এবার বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ইউলিয়াম হেগ ড. মুরসিকে “প্রেসিডেন্ট” বলে সম্ভোধন করে বিবৃতি দিয়েছে । মনে হয় আমেরিকান পা চাটা কুত্তা এবং ইস্রাইলের দোষর লেজ কাটা শিয়ালগুলোর মাথা নষ্ট হয়ে গেছে। এসব ষড়যন্ত্রকারী মোনাফিকদের মাথার মগজ পচে ময়লা হয়ে গেছে। তাই তারা এখন আন্তর্জাতিক কুটচালবাজ খেলোয়ারদের কাছে ধরনা দিয়ে নিজেদের বাচানোর উপায় খুজছে। এসব লেজ কাটা শেয়ালগুলো টের পেয়েছে মিশরের মাঠি থেকে ইসলামকে উৎখাত করা যাবে না। বরং তাদের ষড়যন্ত্রের ফলে ইসলামপন্থীরা আরো ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী হয়েছে। আমেরিকা-ইস্রাইলের পোষা কুত্তা জেনারেল ছ্যই ছ্যইরা এখন নিরাপদে পালাবার পথ খুজছে। তার অংশ হিসেবে ইউরোপিয়ান কমিশনের একজন দালালকে ভাড়া করে এনেছিল ড. মুরসির সাথে মধ্যস্থতা করার জন্য।



এই মোনাফিকগুলো মনে করেছিল আল্লাহর দ্বীনকে এক হুংকারেই ধ্বংস করে দিবে। কিন্তু আল্লাহর দ্বীনের সৈনিকদের ইসলামের জন্য জীবন কোরবানী দেওয়ার নজরানা তারা কল্পনাই করতে পারেননি। এসব দুর্বল চিত্বের মোনাফিকরা বন্দুকের নল আর ট্যাংকের চাপায় জনতার আন্দোলনকে দমানোর হুংকার দেয়ার ফলে ঈমানী শক্তিতে বলিয়ান ইসলামী আন্দোলনের কর্মীদের শাহাদাতের তামান্না আরো বেড়ে গেছে।

এখন এসব দুর্বল চিত্ত্বের পা চাঁটা কুত্তা আর লেজ কাটা শিয়ালগুলো পালাবার পথও হয়তো খুজে পাবে না।

বিষয়: বিবিধ

১৫১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File