হৃদয়টা একেবারে পাথর হয়ে গেছে। যে কোন মুহুর্তে এই পাথরের ঘষাতে আগুন জ্বলে উঠবে।

লিখেছেন লিখেছেন আহমদ মুসা ০৯ জুলাই, ২০১৩, ০৮:২৩:১১ রাত



ভাই তুমি মরো নি! তুমি বেচে গেলে যাবতীয় হিসাব নিকাশের জবাবদিহিতা থেকে শাহাতাদের মাধ্যমে। পক্ষান্তরে প্রতি ক্ষণে ক্ষণে, প্রতি মুহুর্তে মুত্যৃ যন্ত্রণা অনুভব করছি আমরা। শহীদি মৌতের যন্ত্রণা সামান্য, অল্প কিচুক্ষণ। কিন্তু তোমাদের চলে যাওয়াতে হৃদয়ে যে ক্ষত ও রক্ত ক্ষরণ হচ্ছে তা মুত্যু যন্ত্রণার চেয়েও ভয়ানক কঠিন। আল্লাহর দ্বীনকে রাষ্ট্রীয় ক্ষমতার কুরসিতে পরিপূর্ণভাবে সেটাপ করার সংগ্রামে যারা আজ অকাতরে নিজের জীবন কোরবানি দিচ্ছেন তাদের কাতারে মুসলিম উম্মাহর অগনিত সদস্য শামিল হতে অধীর আগ্রহে অস্থীর। তোমাদের চলে যাওয়াতে আজ এসব বিপ্লবীদের হৃদয় আর শোকাহত নয়। ফেরাউনের আদর্শিক উত্তরসুরীরা বাংলাদেশ এবং মিশরে গনহত্যার মাধ্যমে যে রক্তের স্রোতধারা সৃষ্টি করেছে তা দেখে হৃদয়ে শুধু হাহাকার নয়, বরং হৃদয় এক্কেবারে পাথর হয়ে গেছে। এই পাথরের ঘষাতেই এমন আগুন জ্বলে উঠবে যার লেখিহান শিখায় পুড়ে ছাই হয়ে যাবে তাগুদের যাবতীয় মসনদ।

ফেরাউনের দোষররা আজ মিশর এবং বাংলাদেশকে জাহান্নামের শাখা বানানোর যে উদ্দ্যেগ নিয়েছে তা কিছুতেই হতে দিবে এই বিপ্লবীরা।

বিষয়: বিবিধ

১৯৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File