ঠাকুর ঘরে কে রে ? আমি কলা খাই না
লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ২৩ আগস্ট, ২০১৪, ১০:৫৩:৪৬ রাত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বি এন পি লাশের রক্তের উপর দিয়ে ক্ষমতায় যেতে চায়। তার এ বক্তব্যের পর স্বভাবতই কয়েকটি মোটা দাগের প্রশ্ন আজ করতে হয়।
১. ২০০৬ সালে লগি বেঠার তান্ডবের মাধ্যমে মানুষ হত্যার পর লাশের উপর নৃত্য করেছিল কারা?
২. বি এন পি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম, শ্রমিক নেতা মিজানুর, ছাত্র নেতা ওয়ালিউল্লাহ, মোকাদ্দেসসহ হাজার হাজার নেতা কর্মীকে গুম করেছে কারা?
৩. দেখামাত্র গুলির নির্দেশ দিয়ে গত পাঁচ বছরে আইন শৃংখলা বাহিনীর মাধ্যমে হাজার হাজার নেতা-কর্মীকে হত্যা করেছে কারা?
৪. আল্লামা সাইদীর রায়ের পরে আইন শৃংখলা বহিনী যে গুলি করে তিন শতাধিক মানুষ হত্যা করলো তা কার নির্দেশে।
৫. মতিঝিলের শাপলা চত্বওে হাজার হাজার আলেম হত্যা করলো কারা?
৬. নারয়ণগঞ্জের সাত খুনের সাতা কার জড়িত?
৭. ৭২-৭৫ সালে আওয়ামী বিরোধী চল্লিশ হাজার লোককে হত্যা করলো কারা?
৮. ২০১৪ সালের ৫ জানুয়ারী কলঙ্কিত কুত্তা মার্কা নির্বাচন করার জন্য আইন শৃংখলা বাহিণী দিয়ে যে অসংখ্য মানুষ হত্যা করা হলো তা কার নির্দেশে?
মূলত ঠাকুর ঘরে কে রে? – আমি কলা খাই না। মূলত শেখ হাসিনাসহ আওয়ামীলীগের সব নেতা কর্মীরা মনে করেন তারাই দেশের মালিক মোক্তার, তারাই সর্বে সর্বা। তারাই হর্তা-তারাই কর্তা। দেশ শাসন করার, শোষন করার, পরিচলানা করার, নেতৃত্ব দেয়ার, ভাঙ্গার-গড়ার সব অধিকার একমাত্র তাদের। এ দেশে আর কারো কোন অধিকার থাকতে পারে না। দেশের জনগণ সব বোকা, মূর্খ,গবেট তারা কিছুই জানে না, বোঝে না। ওনারা যা বলবেন, যা বোঝাবেন তাই মানতে হবে। সবার কাছে অত্যন্ত পরিস্কার কারা রক্তের উপর ক্ষমতায় এসেছে।
বিষয়: বিবিধ
১৪৩০ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একেবারে সত্য কথা তুলে ধরেছেন। ধন্যবাদ।
একেবারে সত্য কথা তুলে ধরেছেন। ধন্যবাদ।
- প্রয়াত জিল্লুর রহমান ( সাবেক রাষ্ট্রপতি)
মন্তব্য করতে লগইন করুন