গণতন্ত্র নয় দরকার হাইব্রীড স্বৈরতন্ত্র,মুুমিন নয় দরকার ভেজালমুক্ত ১০০% খাটি মুনাফিক

লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ১৫ আগস্ট, ২০১৪, ১০:৩২:১৬ রাত



বর্তমান অবৈধ সরকারের ভোটারবিহীন জনসমর্থনহীন হাইব্রীড নেতা মাহবুবুল আলম হানিফ আজ এক ঘরোয়া সমাবেশে বলেছেন, গণতন্ত্র দিয়ে উন্নয়ন সম্ভব নয়, এ জন্য বি এন পি জামায়াতসহ বিরোধী দল সমূলে বিনাশ চান তিনি। ৫ জানুয়ারীর প্রহসনের হিসেব করলে এখন আওয়ামীলীগের প্রতি সমর্থন ব্যক্ত করে মাত্র ৫% মানুষ। এই ৫% এর বাইরে সবাই-ই তো আওয়ামীলীগের বিরোধী। বিরোধী লোককে আওয়ামীলীগ বিরোধী মনে করে না, তারা মনে করে দুশমন। আর এ দুশমনদের বিনাশ করা বা নির্মূল কার ছাড়া নাকি উন্নয়ন সম্ভব নয়। ওনাদের উন্নয়নের মানে বুঝতে হবে। আওয়ামীলীগের উন্নয়নের মানে সরকার বিরোধী মিছিল দেখলেই গুলি, গণহত্যা, গুম, খুন, লুটপাট, মামলা, হামলা, গণ গ্রেফতার, রিমান্ড, ফাসি। এ ধারায় তারা দেশের উন্নয়ন ঘটাতে চায়। আওয়ামীলীগের এই হাইব্রীড নেতা তাই আজ প্রকাশ্যেই বলে দিয়েছেন গণতন্ত্র নয় তারা যে স্বৈরতন্ত্রের পথে হাটছেন তাকে আরো বেশী কদর্যভাবে প্রয়োগ করবেন এবং আওয়ামীলীগ ব্যতীত সবাইকে বিনাশ করবেন। (স্বাভাবিকভাবেই বিনাশ বলতে যা বুঝায় তা হচ্ছে- হত্যা, গুম, খুন, যার শিকার হয়েছেন ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ বিরোধী দলের লক্ষাধিক নেতা-কর্মী) ভবিষ্যৎই বলে দিবে এ স্বৈরতন্ত্রের যাত্রা কোন পর্যন্ত গিয়ে থামবে। অভাগাজনেরা বলে এমন স্বৈরতন্ত্রের প্রেক্ষাপটে ১৫ আগস্ট সৃস্টি হয়েছিল।

আজ আর এক আলোচনা সভায় আওয়ামী দালালদের শিরোমণী আলেম নামের বিখ্যাত জাহেল বায়তুল মোকাররমের অবৈধ খতিব সালাহউদ্দিন (সালু মৌলভী) ১৫ আগস্টের ধানমন্ডি ৩২ নম্বরে বিপ্লবীদের হাতে যারা নিহত হয়েছে তাদের মুতা যুদ্ধের শহীদদের সাথে তুলনা করেছেন। মুতা যুদ্ধ হয়েছিল ইসলামের অস্তিত্ব রক্ষার জন্য। আর ১৫ আগস্ট কোন যুদ্ধ হয়নি। ৭২-৭৫ এর আওয়ামী দুশাসনে অতিষ্ঠ তখন কি ঘটেছিল? এর সাথে মুতার যুদ্ধের শহীদদের তুলনা? দালাল তো দালাল এমন দালাল ভবে আর পাওয়া যাবে কি না সন্দেহ হয়। এ যুগে যদি মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাইর আগমণ ঘটতো তবে সম্ভবত তারা এমন অবস্থায় সালু মৌলভীকে ওস্তাদ মানতো।

বিষয়: বিবিধ

১০৯৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

254726
১৫ আগস্ট ২০১৪ রাত ১১:৩৬
মাহফুজ আহমেদ লিখেছেন : ঠিক বলছেন।
১৭ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৭
198937
সুন্দরের আহবান লিখেছেন : রাজপথের আন্দোলন ব্যতীত বিকল্প নাই
254839
১৬ আগস্ট ২০১৪ দুপুর ১২:৪৪
রাইয়ান লিখেছেন : এসব আগাছা পরগাছা মুর্খ নাস্তিক্যবাদের ধ্বজাধারীরা কত কি ই না বলে ..... Frustrated Waiting
১৭ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৬
198936
সুন্দরের আহবান লিখেছেন : ওরা মূর্খ এটা ঠিক, কিন্তু মূর্খরা যখন ক্ষমতায় থাকে তখন জাতির সর্বনাশ অতি তারাতারি হয়

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File