আ্ওয়ামী পুলিশ বাহিনী এবং খুনী বাকশালীয় ডিবি বাহিনীর নির্যাতনে ড. মাসুদ মৃতপ্রায় অজ্ঞান অবস্থায় হাসপাতালে
লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ১২ আগস্ট, ২০১৪, ১১:০৫:০৯ রাত
পুলিশি রিমান্ডে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার মোহাম্মদপুরের একটি বাসা থেকে পুলিশ তাকেসহ ১৯ জন জামায়াতে ইসলামীর নেতা কর্মীকে গ্রেফতার করে। পরদিন তাদেরকে আদালতে হাজির করে ৪ দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ডে মোহাম্মদপুর থানা ও ডিবি পুলিশের একটি টিম জিজ্ঞাসাবাদ করছে।
দলীয় ও গ্রেফতারকৃতদের পারিবারিক সূত্র অভিযোগ করেছে রিমান্ডে গত দু’দিন ধরে জিজ্ঞাসাবাদকালে তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে। বিশেষ করে শিবিরের সাবেক সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদের ওপর চরম নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
আজ দুপুরে অত্যন্ত গোপনীয়ভাবে তাকে অচেতন অবস্থায় রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমান সরকারের পুরো সময়টাতে ডিবি পুলিশে কর্মরত একজন কর্মকর্তার নেতৃত্বে জিজ্ঞাসাবাদকালে এই নির্যাতন চলে। মেধাবী ছাত্র নেতা মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রী লাভ করেন এবং ছাত্র শিবিরের নেতৃত্ব দেন। বর্তমানে তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য।
নেতৃত্বের গুনাবলী এবং সাংগঠনিক দতা থাকায় পুলিশ তাকে খুঁজছিলো। পুলিশের ধারণা জামায়াতে ইসলামীর বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে ড. মাসুদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।
এর আগেও ইসলামী ছাত্র শিবিরের সভাপতি দেলোয়ার হোসেনকে পুলিশ গ্রেফতার করে এবং তার ওপর অকথ্য নির্যাতন চালায়। ওই সাবেক ছাত্র নেতা এখনো কারাগারে আটক রয়েছেন এবং প্রায় পঙ্গু হয়ে গেছেন।
রাজারবাগ পুলিশ হাসাপতালে যোগাযোগ করা হলে কেউ এনিয়ে মুখ খুলতে চাননি।
উৎসঃ নয়া দিগন্ত
বিষয়: বিবিধ
৩০৬২ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তার এত নিক
\
ছাত্রশিবির কর্মী কে করা হলে
আসুন দেখি কার ঊত্তর কেমন হয়??
প্রথমে ছাত্রলীগ কর্মী কে প্রশ্ন
করি....
১)প্রশ্ন : বলোতো জাতির
পিতা কে?
ছাত্র লীগ কর্মী : শেখ মুজিব...
২)প্রশ্ন : তুমি কোন ধর্মের
অনুসারী?
ছাত্রলীগ কর্মী : আমি ধর্ম
নিরপেক্ষ...
৩)প্রশ্ন : তোমার প্রিয় শ্লোগান
কী?
ছাত্রলীগ কর্মী : জয় বাংলা-
জয় বঙ্গ বন্ধু...
৪)প্রশ্ন : তুমি কার আদর্শ লালন
কর?
ছাত্রলীগ কর্মী : শেখ মুজিবের
আদর্শ...
৫)প্রশ্ন : তোমার জীবনের লক্ষ্য
কী?
ছাত্রলীগ কর্মী : শেখ মুজিবের
মতই নেতা হওয়া...
এবার ছাত্রশিবির
কর্মী কে প্রশ্ন করি...
১) প্রশ্ন : বলোতো জাতির
পিতা কে?
শিবির কর্মী : ইব্রাহীম (আঃ)...
২) প্রশ্ন : তুমি কোন ধর্মের
অনুসারী?
শিবির কর্মী : অবশ্যই ইসলাম
ধর্মের অনুসারী..
৩)প্রশ্ন : তোমার প্রিয় শ্লোগান
কি?
শিবির কর্মী :
নারায়ে তাকবীর- আল্লাহ্
আকবার..
৪)প্রশ্ন : তুমি কার আদর্শ লালন
করো?
শিবির কর্মী : আল্লাহ্ ও তার
রাসূলের আদর্শ..
৫)প্রশ্ন : তোমার জীবনের লক্ষ্য
কি?
শিবির কর্মী :
বাংলাদেশে কুরআনের আইন
কায়েম করা...
প্রিয় বন্ধুরা এখন আপনারা ফ্রেশ
মনে বলেন কার ওত্তর ভালো হয়েছে ??
যে-কোন ধরনের ভিত্তিহীন রাষ্ট্রীয়-নির্যাতনের নিন্দা জানাই।
কচি শিবির - শিবিয়াইনরা! তোমরা এখনও সতর্ক না হলে পরে আফসোস করবে । এই আওয়ামী লীগ খুব কড়া ,শক্ত হাতেই দেশ চালাচ্ছে ।
মন্তব্য করতে লগইন করুন