হে মানুষ ভেবে দেখেছে কি সে কত অসহায়?

লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ১২ আগস্ট, ২০১৪, ০৬:২৩:৩২ সন্ধ্যা



পদ্মায় ডুবে যাওয়া পিনাকের সন্ধান পাওয়া যায়নি বিগত সাত দিনেও- অবশেষে উদ্ধার কাজের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। (এটা যখন পোস্ট করছি তখন একটি খবর এলো পিনাকের সন্ধান পাওয়া গেছে- এটা এখনো সম্ভাব্য খবর) নদীতে পৃথিবীর অনেক দেশেই লঞ্চ ডুবে/ফেরী ডুবে এবং যাত্রীদের প্রাণহাণির ঘটনা ঘটে। তবে এবার বাংলাদেশের প্রমত্মা পদ্মায় যে সময় লঞ্চটি ডুবেছে তখন পদ্মা উম্মত্ত ছিল না যে বলা যাবে প্রমত্মা পদ্মায় প্রবল ঢেউয়ের মাঝে লঞ্চটি হাড়িয়ে গেছে। নদী মোটামুটি শান্ত না থাকলেও তেমন কোন ঝড় ছিল না। এরপরও লঞ্চ ডুবেছে। মানুষ মরেছে, নিখোজ হয়েছে। শুধু যদি এতটুকু হতো যে লঞ্চ ডুবে ......... জনের প্রাণহানি হয়েছে এ সংবাদ শুনে মানুষ মনকে সান্তনা দিতে পারতো। কিন্তু নিখোজ লঞ্চের সাথে নিখোজ হয়েছে অনেকের প্রিয় জন, কলিজা ছেড়া ধন, পিতা, মাতা, সন্তান, স্ত্রী, অনেকেই। তাদের মৃত্যুর পর যদি অন্তত লাশটি পেতো তবুই এ সব মানুষেরা নিজের মনকে সান্তনা দিতে পারতো। কিন্তু অনেকেরই লাশের কোন সন্ধান নেই। সন্ধান নেই ডুবে যাওয়া লঞ্চের। সরকারের সকল শক্তি এবং প্রযুক্তি ব্যবহার করেও ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করা সম্ভব হয়নি। ব্যবহার করা হয়েছে সর্বোচ্চ প্রযুক্তি; সকল প্রযুক্তি এখানে ব্যর্থ হয়েছে। সামান্য একটু নদীর জলে হারিয়ে যাওয়া একটি লঞ্চ উদ্ধার করতে পারে না যেই মানুষ, তারাই তো চাঁদে মানুষ পাঠায়, মঙ্গলে বসতি গড়ার পরিকল্পনা করে। বিশ্ব ভ্রম্মান্ড ঘুরে তাদের আদি অন্ত বের করার চেস্টা করে। কিন্তু সবই কি সম্ভব? স্রস্টা মানুষকে পৃথিবীতে বসবাসের জন্য প্রেরণ করেছেন। মানুষের দায়িত্ব হচ্ছে স্রস্টাকে জানা, তার সৃস্টিকে জানা, নিজের পরিচয় সম্পর্কে জানা, নিজের দায়িত্ব সম্পর্কে জানা। সে আলোবে জীবন যাপন করা, পৃথিবীকে স্রস্টার ইচ্ছা অনুযায়ী পরিচালনা করা। যেই মাুনষ আদি অন্ত সব কিছুর রহস্য ভেদ করার চেস্টা করে, যেই মানুষ মঙ্গলে যায়, তারাই সামান্য নদীর জলে অসহায় হয়ে পড়ে। আল্লাহ এটাই মানুষকে দেখাতে চান। মানুষ কিসে তোমার বড়াই? স্রস্টার এ সৃস্টি জগত ভেদ করে অন্য কোন জগতে যেমন মানুষের যাওয়া সম্ভব নয়, ঠিক তেমনি সম্ভব নয় তার শক্তি ও ক্ষমতাকে চ্যালেঞ্জ করার। কিন্তু মানুষ অহরহ স্রস্টার শক্তি ও ক্ষমতাকে চ্যালেঞ্জ করে, দম্ভোক্তি দেখায়। যিনি এ বিশ্ব চরাচরের নিয়ন্তা তার এক অঙ্গুলি হেলনে মানুষের সকল দম্ভ চুড়মার হয়ে যেতে পারে- এটাই তিনি মাঝে মাঝে মানুষকে দেখান। অতএব মানুষের ভাবা উচিত সে কত অসহায়।

বিষয়: বিবিধ

১৩২৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

253650
১২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File