আল্লাহর রহমত বনাম মন্ত্রী শাহজাহান খানের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা
লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ০৬ আগস্ট, ২০১৪, ০৭:৫৮:৪১ সকাল
বাংলাদেশ সমুজ শ্যামলা, সুজলা সফলা এক দেশের নাম। বন্যা, খড়া, ঘুর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন এ সব আমাদের দেশে প্রায়ই হয়। এ সব ঘটনা-দুর্ঘটনায় যেমন প্রাণহানি ঘটে, আবার আরো অনেক দুর্ঘটনায় প্রাণহানি ঘটে। অগ্নিকান্ড, সড়ক ও নৌ দূর্ঘটনা আমাদের দেশে নিয়মিত ঘটনা। এমন কোন দিন নেই যে দিন বাংলাদেশের কোন না কোন প্রান্তে কোন একজন মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত না হয়। একজন সমাজ বিশ্লেষক সড়ক দূর্ঘটনায় নিহতদের সংখ্যা উল্লেখ করে বলেছিলেন- এটি একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের সমপরিমাণ। প্রতিটি প্রাণই মূল্যবান, কিন্তু সড়ক ও দূর্ঘটনায় নিহত হলে যারাই সরকারে থাকে তারা দায়সারা গোছের একটি বিবৃতি অথবা নামমাত্র কিছু সাহায্য দিয়ে নিজেদের দায়িত্ব সম্পন্ন করে। বর্তমানে সারা দেশে সড়কের বেহাল দশা, ঈদের আগে পরে আসংখ্যা সড়ক দূর্ঘটনা হয়েছে। এমনকি ঈদের দিনে প্রায় সাত-আটটি সড়ক দূর্ঘটনায় শতাধিক লোক নিহত হয়েছে, ঈদের পরের দিনও বেশ কয়েকটি বড় ধরণের দূর্ঘটনা হয়েছে। অথচ জনগণের ম্যান্ডেটহীন অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী শাহজাহান খান ঈদের দুই দিন আগে বলেছিলেন ‘‘ আওয়ামীলীগের উপর আল্লাহর রহমত আছে এবার কোন সড়ক ও নৌ দূর্ঘটনা ঘটেনি’’ তার এ বক্তব্যের পরই কিন্তু বড় ধরণের দূর্ঘটনা ঘটা শুরু হয়েছে। সড়ক দূর্ঘটনার সব ঘটনাকে ছাপিয়ে আমাদের মনে বড় ধরণের দাগ কেটেছে মাওয়ায় লঞ্চ দূর্ঘটনায় শতাধিক যাত্রীর নির্মম ও করুণ মৃত্যু। এ ঘটনায় নৌ মন্ত্রী শাহজাহান খানের এক ভাগ্নির লাশ পাওয়া গেছে এবং আরো দুজন নিখোজ রয়েছে। আমি তার প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি, আল্লাহর দরবারে দোয়া করছি তাদের এ কঠিন বিপদে যেন আল্লাহ ধৈর্য্য ধারণের তৌফিক দেন। সবারই স্মরণ রাখা উচিৎ ক্ষমতাগর্বী কোন শাসককে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ আমাদের মতো অল্পতে অধৈর্য হন না, সকল জালিম শাসককে তার সর্বশেষ অপকর্ম সাধন করা পর্যন্ত সূযোগ দিয়ে থাকেন।
বিষয়: বিবিধ
৯৯৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মিশুক মনির- তারেক মাসুদের ঘটনার পর বলেছিলেন - গরু ছাগল চিনলেই হল , লাইসেন্স পেতে হলে ।
নিরাপদ সড়ক চাই আন্দোলনের আহবায়ক ইলিয়াস কান্চনকেও অপমান করিয়েছিলেন ।
উনার / উনাদের প্রতি সমবেদনা আসে না রে ভাই !
মন্তব্য করতে লগইন করুন