ফিলিস্তিনী মালালাদের দেখার কেউ নেই ----------------------------------------
লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ০২ আগস্ট, ২০১৪, ০৯:২৩:১৯ রাত
আশির দশকে উত্তর আটলান্টিকের বুকে একটি নীল তিমি বড়ফে আটকা পড়ার কারণে আমেরিকা বিমান পাঠিয়েছিল তিমিটিকে উদ্ধার করার জন্য। পাকিস্তানের সভ্যতা সংস্কৃতি ও সাধারণ জীবনাচারের বিরোধী এক উদভ্রান্ত বালিকার নাম মালালা-তার উপর হামলা করেছিল তালেবানরা। তাকে নিয়ে আমেরিকাসহ গোটা পৃথিবী মাতোয়ারা হয়েছিল। আজ ফিলিস্তিনে অসংখ্য মালালা প্রতিদিন শুধু আহত নয় বরং ইসরাইলী নরপশুদের নির্মমতায় শহীদ হচ্ছে। ফিলিস্তিনী মালালাদের দেখার কেউ নেই। যারা একটি তিমিকে বাঁচানোর জন্য আটলান্টিকের বুকে বিমান পাঠায়, যারা একজন মালালাকে বাঁচানোর জন্য গোটা বিশ্বব্যাপী তোলাপাড় সৃস্টি করে তারাই প্রতিদিন ফিলিস্তিনে অসংখ্য মালালাকে হত্যার জন্য প্রকাশ্য সহায়তা প্রদান করে। হায়রে মানবতা-হায়রে মানবাধিকার। পশ্চিমা গণতন্ত্র এবং মানবাধিকার শুধুমাত্র ওদের নিজেদের বেঁচে থাকার জন্য অন্য কারো অধিকার রক্ষার জন্য নয়।
বিষয়: বিবিধ
১০১২ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফিলিস্তিনি মালালারা যখন নিহত হচ্ছিলো , আসল মালালা তখন ক্রিকেট খেলার তালিম নিচ্ছিলো ।
মুসলমানদের অঘোষিত শত্রু ইহুদি নাসারা।
ওদের যে দেয় স্থান,
দ্বিধাবোধ করেনা, করতে তাদের অপমান।
ওরা যে নরখাদক,
মুসলমানের রক্ত করে যে পান।
মন্তব্য করতে লগইন করুন