এক সময় ইতিহাস লেখা হবে বাংলাদেশে বি.এন পি নামে একটি দল ছিল
লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ২২ মে, ২০১৪, ০৯:০২:০০ রাত
আতংকিত জনপদের অধীবাসী আজ বাংলাদেশের প্রতিটি মানুষ। গুম,খুন, অপহরণ হত্যা আর দেখামাত্র গুলির নির্দেশ পালন করছে বর্তমান অবৈধ সরকারের অনুগত সেবাদাস র্যাব-পুলিশ বাহিনী। যে বাহিনী মানুষের জীবনের নিরাপত্তা দিবে- তাদের দেখলে বরং মানুষ এখন আতকে ওঠে। কে কখন গুম- খুন হয়ে যায় এই আজানা আতংকে আজ দেশের অধিকাংশ মানুষ। গুম খুনের বিরুদ্ধে বি এন পি প্রথম জনসভা করতে চেয়েছিল নারায়ণগঞ্জে, এরপর ডেমরায় সর্বশেষ যাত্রাবাড়ীতে কিন্তু কোথাও তারা জনসভা করতে পারে নি। আজ ছিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তাদের নাগরিক সভা তাও করতে দেয়নি সরকার। সেখানে পুলিশ তালা লাগিয়ে দিয়েছে। আজব যেমন এক সরকার তেমনি আজব এক বিরোধী দল। ৫ জানুয়ারীর অবৈধ প্রহসনের বিরুদ্ধে যখন সারাদেশ উত্তাল তখন ঢাকার রাজপথ নিরব নিস্তব্ধ। ঢাকার আন্দোলন জমাতে না পেরে বি এন পির কেন্দ্রীয় নেতৃত্ব আন্দোলন স্থগিতের ঘোষণা দিলেন। তারপর তারা বললেন খুব শীঘ্রই তারা আন্দোলনের কর্মসূচী ঘোষণা করবেন। কিন্তু আর কর্মসূচী ঘোষনা করা হলো না। অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন করার পরিবর্তে বি.এন পির কোন কোন নেতা সরকারের সাথে গোপন আতাত করতে লাগলেন কিভাবে নিজের পীঠ বাচানো যায়, সম্পদ বাচানো যায়। বি এন পির নেতারা ভেবেছেন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন না করলে আর জেলে যেতে হবে না। আর মার খেতে হবে না। কিন্তু তাতে কি তারা বাঁচতে পারবেন? খালেদা জিয়াকে তার বাড়ি থেকে বিতারিত করা হয়েছে, তার একাউন্ট ফ্রীজ করে রাখা হয়েছে। তার দুই ছেলে বিদেশে। তার বিরুদ্ধে চার্জশীট দিয়ে মামলা এখন ট্রায়ালে। হয়তো যে কোনদিন শোনা যাবে খালেদা জিয়ার বিরুদ্ধে....... বছরের সাজা। তখন বি.এ.পির এই ভীরু কাপুরুষ নেতারা আন্দোলন করতে পরাবেন বলে কোন আলামত নেই। ব্যরিষ্টার মওদুদ, মীর্জা ফখরুলসহ বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ট্রায়ালে চলে গেছে। ওনারা শুধু বলছেন খুব শীঘ্রই আন্দোলন করবেন। সেই শীঘ্রই কবে? তা কেউ জানে না। মার খাওয়ার ভয় থাকলে, গুলি খাওয়ার ভয়ে রাজপথে না নামলে তাদের রাজনীতি করা মানায় কি না আজ তা বড় প্রশ্ন। আজ দেশে যেমন আজব এক সরকার- তারচেয়ে আজব বিরোধী দল। প্রতিবাদের সকল প্রকার পথ পন্থা পদ্ধতি সরকার বন্ধ করে রেখেছে। মিছিল বন্ধ, সমাবেশ বন্ধ, এমনকি এখন ঘরোয়া সমাবেশও বন্ধ। শেষ পর্যন্ত তারা চেয়ারপার্সনের কার্যালয়ে গিয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন। এভাবে চলতে থাকলে এক সময় ইতিহাস লেখা হবে বাংলাদেশে বি.এন পি নামে একটি দল ছিল। জনগণের অযুত সমর্থক থাকার পরেও একটি অবৈধ সরকারের বিরুদ্ধে কার্যকর কোন আন্দোলন গড়ে তুলতে না পারার কারণে সেই দলটি বিলুপ্ত হয়ে গেছে।
বিষয়: বিবিধ
১৭০০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার বিশ্লেষন বাস্তবতা আছে,যা দেশ-জাতির জন্য ক্ষতিকর।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন