মায়ের প্রতি ভালবাসা কোন দিবসের ফ্রেমে বন্দী করা যায় না

লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ১১ মে, ২০১৪, ০৯:২১:৫০ রাত



কয়েকদিন পূর্বে সাংবাদিক ও কথা সাহিত্যিক রেজোয়ান সিদ্দিকীর একটি লেখা পরেছিলাম, লেখাটির শিরোনাম ছিল ‘আমাদের বন্ধু ডলি’ রেজোয়ান সিদ্দিকীর বিশ্ববিদ্যালয় জীবনের সহপাঠী ‘ডলি’ স্বামীকে হারিয়েছেন অনেক আগেই। দুটি সন্তান থাকে আমেরিকা ও কানাডায়। ‘ডলি’ একদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে ভর্তি হলেন হাসপাতালে, ভর্তি করলেন বন্ধুরাই; কোন সন্তান তখন কাছে ছিল না। সন্তানেরা সংবাদ পেয়ে দেশে আসলেন । কিন্তু কেউই বেশীদিন অপেক্ষা করতে পারলেন না। একজনের সেমিস্টারের সময় চলে যাচ্ছে অপর জনের অফিস ছুটি শেষ। ডলি শেষ পর্যন্ত হাসপাতালে বন্ধুদের সেবা-সাহচর্যে শেষ নিশ্বাস ত্যাগ করলেন। তিনি মৃত্যুর সময় সন্তানদের সেবা পাননি। আর সন্তানরা মায়ের সেবা করতে পারে নি অখবা করে নি। আধুনিক দুনিয়া, আমাদের ঐশর্য দিয়েছে কিন্তু ভালবাসা কেড়ে নিয়েছে। আজ বিশ্ব মা দিবস। প্রশ্ন যাগে মায়ের জন্য ভালবাসা কি শুধু একদিনের জন্য? আজ এ সব দিবস পালন মূলত মেকী ভালাবাসা প্রদর্শনের মহড়া ব্যতীত কিছু নয়। যারা আমাদেরকে মা দিবস পালনের নসিহত দিচ্ছে ওদের মায়েরা কোথায়? বৃদ্ধাশ্রমে অথবা ওল্ড হোমে। বছরে একদিন নয় ইসলাম নির্দেশ দিয়েছে পিতা মাতা যেন সন্তানের আচরণে উহ শব্দ পর্যন্ত না করে। পিতা মাতা দুইজন মারা গেলে তাদের আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধবের সাথে সদাচারণ করার নির্দেশ দিয়েছে। দিবসের মধ্যে মায়ের পৃতি দায়িত্ব কর্তব্য এবং ভালবাসা আবদ্ধ থাকতে পারে না। যারা দিবসের ফ্রেমে মায়ের প্রতি দায়িত্ব কর্তব্যকে বন্দী করে ফেলে তাদের উপমা সেই হতভাগা মায়ের মতো যেমন হয়েছিল ডলি নামক মহিলার জীবনে।

বিষয়: বিবিধ

১২৮২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220395
১১ মে ২০১৪ রাত ১০:৫৬
ফেরারী মন লিখেছেন : আমি বুঝি না মাকে ভালোবাসাটা কেনো একটি দিবসের মাঝে সীমাবদ্ধ রাখতে হবে। সারা জীবনে ধরে ভালোবেসে যাবো।
220400
১১ মে ২০১৪ রাত ১১:০৩
পাহারা লিখেছেন : সহমত, ভালো লাগলো।
220408
১১ মে ২০১৪ রাত ১১:০৯
নীল জোছনা লিখেছেন : সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File