বিসমিল্লাহতে গা চুলকানি- তসলিমাতে হৃদয় উতলানি
লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:৪০:৫৬ সন্ধ্যা
অমানবাধিকার কমিশনরে চেয়ারম্যান ''কানা'' মিজান আজ নতুন তিনটি বচন ছেরেছেন- ১. বিসমিল্লাহির রাহমানির রাহীম অনর্থক শব্দ ২. ইমামরা খুতবায় রাজনৈতিক বক্তব্য দিলে চাকুরিচ্যুতি ৩.তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনতে হবে।
এ তিনটি বচনের মাধ্যমে কানা মিজান তার পরিচয় প্রকাশ করেছেন। ইবলিশ শয়তান বিসমিল্লাহির রাহমানির রাহীম শব্দ শুনলে তার গা জালা ধরে- এ শব্দে কানা মিজানের যেহেতু গা জালা ধরে তিনি ইবলিশ শয়তানের খাটি শিষ্য।
দ্বিতীয়ত তিনি মসজিদের ইমামদের চাকুরিচ্যুতির হুমকি দিয়েছেন- ইমামরা চাকুরী করেন না- তারা দায়িত্ব পালন করেন- কানা মিজানের কাছে প্রশ্ন মসজিদে ইমামরা কি বক্তব্য দিবে- তার নির্দেশনা দেয়ার তুমি কে? ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র দীন বা জীবন ব্যবস্থা, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতিসহ মানব জীবনের সকল প্রশ্নের জবাব নিয়েই ইসলাম অবতীর্ণ হয়েছে। ইসলাম কোন খন্ডিত কোন জীবনাদর্শ নয়। কুরআনের প্রতি পাতায় পাতায় সমাজ,রাস্ট্র-সহ সকল বিষয়ের নির্দেশনা রয়েছে। তবে কি ইমাম সাহেবরা কুরআনকে বাদ দিয়ে কানা মিজান আর সুলতানা চক্রবর্তীদের নির্দেশনা অনুযায়ী খুতবা দিবে? তিনি আন্তর্জাতিক পতিতা এবং বিশ্বেও কোটি কোটি মানুষের ঈমান, বিশ্বাস ও আদর্শের দুশমন তসলিমার জন্য মায়া কান্না করে প্রমাণ করেছেন তিনি দ্বিতীয় দাউদ হায়দার। নব্য দাউদ হায়দারকে জনগণ বাংলার মাটিতে দেখতে চায় না।
বিষয়: বিবিধ
১১৯৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে
مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ [١١٤:٦]
জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।
একটি মুসলিম প্র্রধান দেশে কানা মিজানরা কোন সাহসে এ দরনের জগন্যতম কথা বলে আল্লাহ মালুম।
আহারে মুসলমান!কোথায় আজ সেই মুসলমান???
মন্তব্য করতে লগইন করুন