আশরাফ-ইনু-হানিফ-মুতা মামুন বচন

লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ০১ জানুয়ারি, ২০১৪, ০৪:১২:৩৭ বিকাল

আ্ওয়ামী গবেষক মুনতাসির মামুন ( মুতা মামুন) বলেছেন খালেদা জিয়া পাকিস্তানের এজেন্ট হিসেবে প্রধানমন্ত্রী হয়েছিলেন

বাস্তবতাঃ জুলফিকার আলী ভুট্টুর সাথে সাথে গলায় গলা মিলিয়ে কোলাককোলি করেছিলেন- মরহুম শেখ মুজিবুর রহমান, পাকিস্তানী পররাস্ট্র মন্ত্রীর গালে চুমু খেয়েছেন দীপুমনী। মালালার গায়ে হাত রেখে আদর করেছেন শেখ হাসিনা। ক্রিকেটার আফ্রিদীর সাথে ছবি তুলে গর্ববোধ করছেন আ্ওয়ামী নেতাদের সন্তানরা। এবং

শত মাইল দুর থেকে বাংলাদেশে আগ্রাসান চালানোর কোন সুযোগ পাকিস্তানীদের নাই। তারা আমাদের সীমান্তে গুলি করার সুযোগ পাবে না, কারণ তাদের সাথে আমাদের কোন সীমান্ত নাই। তারা অবাধ বানিজ‌্যের মাধ‌্যমে বাংলাদেশের ব্যবসা বানিজ্যে আধিপত্য বিস্তার করতে পারবে না, সাংস্কৃতিক আগ্রাসান চালাতে পারবে না, মাদক এবং ফেনিসিডিল পাচার করতে পারবেনা, নারী পাচার করতে পারবে না। এ ধরনের কোন সুযোগ পাকিস্তানের নেই। কিন্তু ভারত প্রতিনিয়ত সীমান্তে গুলি করে আমাদের নাগরিকদের হত্যা করছে, নারী পাচার, মাদক পাচার সীমান্তে চোরাচালানসহ সাংস্কৃতিক আগ্রাসানের মাধ্যমে যুব সমাজের নৈতিক চরিত্র ধ্বংস করছে- অত্এব ভারত এখন বাংলাদেশের প্রধান দুশমন, ভারতীয় দালালদের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়া দরকার।

বিরোধী দলের ডাকা মার্চ ফর ডেমোক্রেসী বাস্তবায়নের জন্য বেগম খালদো জিয়া দিনভর চেস্টা করেও যখন বাসা থেকে বের হতে পারলনে না। তারপর সৈয়দ আশরাফ সাহেব বললেন ‌'তার বের হ্ওয়ার কোন ইচ্ছা ছিল না, তিনি গোলাপী রংয়ের শাড়ী পড়ে নাটক করেছেন' ।

বাস্তবতাঃ ঐ দিন বেগম খালেদা জিয়ার পড়নে ছিল সাদা শাড়ি আর তিনি বের হ্ওয়ার জন্য ছিলেন শতভাগ প্রস্তুত।

আজ এক সাংবাদিক সম্মেলনে ইনু সাহেব বলেছেন খালেদা অবরুদ্ধ নয়

বাস্তবতা ছবিতে



আ্ওয়ামীলীগের হাইব্রীড নেতা হানিফ সাহেব আজ বলেছেন সুপ্রীম কোর্টে হামলা করেছে সাধারণ জনগণ কিন্তু বাস্তবতা ছবিতে



বিষয়: বিবিধ

২০৯৮ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

158032
০১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৩
সৎ লোকের শাসন চাই লিখেছেন : ডিএমপির বেনজির বলেছিলেন, আওয়ামিলীগ পতাকা মিছিল করেছিল। কিন্তু বাস্তবতা ছবিতে

158073
০১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১০
তিতুমীর সাফকাত লিখেছেন : ভালো লাগলো
158082
০১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যদি তাই হতো। তাহলে দশ বছর প্রধানমন্ত্রিত্ব করেও কেন এই দেশ বাংলাদেশ রয়ে গেল।
158098
০১ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫৬
নাবীল লিখেছেন : আওয়ামী দালাল দের মিথ্যা চারের শেষ নাই।
মিথ্যা চুরি ড়াকাতি ধর্ষণ লাম্ফট্য এই গুলিতে তো আওয়ামী রাই ১ নাম্বার।
158108
০১ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২০
শেখের পোলা লিখেছেন : এদের বাক্য সংলাপ সবই মুনাফের ফরমূলায় পড়ে৷
158110
০১ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২৪
হতভাগা লিখেছেন : 'আ্ওয়ামী গবেষক মুনতাসির মামুন ( মুতা মামুন) বলেছেন খালেদা জিয়া পাকিস্তানের এজেন্ট হিসেবে প্রধানমন্ত্রী হয়েছিলেন ''

০ তাহলে যারা উনাকে এবং উনার দলকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল তারাও তো পাকিস্তানী এজেন্ট । তার মানে বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ পাকিস্তানের এজেন্ট !

বাংলাদেশ স্বাধীন তাহলে হল কিভাবে ?
০১ জানুয়ারি ২০১৪ রাত ১১:১০
112806
সবুজেরসিড়ি লিখেছেন : সহমত . . .
০২ জানুয়ারি ২০১৪ রাত ১০:১৯
113137
চিরবিদ্রোহী লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
158155
০১ জানুয়ারি ২০১৪ রাত ১১:১১
সবুজেরসিড়ি লিখেছেন : আওয়ামীলিগ এর মিথ্যাচার দেখতে দেখতে বাংলাদেশের মানুষ বিরোক্ত তাদের কথা আর ছাগলের ম্যা এর সমান হয়ে গেছে . . .
158433
০২ জানুয়ারি ২০১৪ রাত ১০:২৩
চিরবিদ্রোহী লিখেছেন : পাগলে কি না কয়......
এই ছাগলগুলার কথা এখন পাবলিকে শুেন না

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File