আজাজিলের পাশব সত্বা আজ আড়াল থেকে মুচকি হাসছে আর ব্যঙ্গ করে বলছে কেন তুমি মুসলিম হয়ে বাংলাদেশে জন্মালে..............................................................

লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ১৮ ডিসেম্বর, ২০১৩, ০১:৫৯:৫৪ দুপুর



আজ বিশ্বজিৎ হত্যাকান্ডের রায় দেয়া হয়েছে। সকালে কোর্ট চত্বরে গিয়ে দেখলাম কড়া পুলিশী নিরাপত্তা। টেলিভিশনের কয়েকজন সাংবাদিক রায়ের সংবাদ লাইভ টেলিকাস্ট করার জন্য ক্যামেরা এবং অন্যান্য যন্ত্র সেট করছে। রায়ে ৮ জনের ফাসি এবং ১১ জনের যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। যাদের বিরুদ্ধে রায় দেয়া হয়েছে তারা সাবাই ছাত্রলীগের নেতা-কর্মী। তবে ছাত্রলীগের জন্য আশার সংবাদ হচ্ছে ১৯ জনের মধ্যে ১৭ জনই পলাতক। মাত্র দুইজন কারাগারে আছে। এরপরও আমরা বলবো যে, দিন দুপুরে কুপিয় নির্মম হত্যাকান্ডের একটি যথার্থ রায় এই সরকারের আমলে এসেছে। এর পিছনে আরো কার্যকারণ হচ্ছে-খুন হওয়া বিশ্বজিত একটি বিশেষ ধর্ম মতের অনুসারী। ধন্য বিশ্বজীতের জীবন, হিন্দু হয়ে জন্মানোর কারণে অন্তত তার মা,বাবা, ভাই বোন, আত্মীয় স্মজন এতটুকু সান্তনা পাবে যে তারা একটি সঠিক বিচার পেয়েছে। যদিও দুনিয়ার সকল মানুষ চেস্টা করেও বিশ্বজিতকে ফেরত দিতে পারবে না। রায়ে অবশ্য সবাই-ই সন্তোষ প্রকাশ করেছে। কিন্তু বিশ্বজিত হিন্দু হওয়ার কারণে যে মর্যাদা পেল সে মর্যাদা কেন পেল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু বকর? আবু বকর-ও তো ছাত্রলীগ ক্যাডারদের গুলিতে নিহত হয়েছিল। এর জবাব কি কেউ দিতে পারবেন? সামান্য ইফতার ভাগাভাগি করাকে কেন্দ্র করে নিহত হয়েছিল ঢাকা মেডিকেলের এক মেধাবী ছাত্র। পদ্মা সেতুর নাম করে চাঁদা আদায়ের টাকা ভাগাভাগি করার সময়ে সংঘর্ষে নিহত হয়েছিল রাবি ছাত্রলীগের এক নেতা, এখন তো সারাদেশটা একটা অগ্নিকুৃন্ড। প্রতিদিন খালে বিলে লাশ পাওয়া যাচ্ছে। নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র ত্বকী হত্যার অভিযোগ যার বিরুদ্ধে তাকে বিনা ভোটে সংসদ সদস্য পদে বিজয়ী করা হয়েছে। তিনি এবং তার সহযোগীরা গতকাল ঘোষণা দিয়েছেন বি এন পি জামায়াতের কর্মীদের ২০ হাত মাটির নীচে পুতে ফেলবেন। সাতক্ষীরা এক জলন্ত অগ্নিকুন্ড। যৌথ বাহিনীর অভিযানের নামে প্রতিদিন বিরোধী দলের নেতাদের বাড়িঘর ভাংচুর, বুলডেজার দিয়ে গুড়িয়ে দেয়া, অগ্নি সংযোগ করা, বাড়িতে পুরুষদের না পেয়ে নারীদের উপর পাশবিক নির্যাতন চলছে সরকারের প্রত্যক্ষ্য মদদে। বিজয়ের মাসে আজ আবার পাকিস্তানী হানাদার বাহিনীর মতো ঝাপিয়ে পড়ছে যৌথ বাহিনীর নামে গড়া রক্ষী বাহিনী। এ কোন বাংলাদেশে বসবাস করছি আমরা? কিন্তু এর কোনটিরই তো বিচার হচ্ছে না। বিশ্বজিৎ হিন্দু হওয়ার কারণে না হয় সে বেশী মর্যাদা পেল কিন্তু শতকরা নব্বই ভাগ মুসলমানের দেশে মুসলমানেরা কি অন্তত সামান্য নাগরিক অধিকার এবং মর্যাদা পাবে না? কোন কারণে যদি কোথাও একটি মন্দিরে একটি ঢিল পড়ে সকল মিডিয়া একত্রে কোরাস গায় গেল গেল বলে। কিন্তু বিগত তিনদিন যাবৎ নীলফামারীর দুইটি ইউনিয়নে আযান এবং নামাজ কিছুই হচ্ছে না যৌথ বাহিনী নামক রক্ষী বাহিনীর ভয়াবহ নারকীয় তান্ডবের কারণে। এরপরও কি বলবো আমরা স্বাধীন দেশে বসবা করছি? এরপরও কি আপনারা বলবেন দেশে গণতন্ত্র এবং মানবাধিকার আছে? এরপরও কি বলবেন বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। সম্ভবত আজাজিলের পাশব সত্বা আজ আড়াল থেকে মুচকি হাসছে আর ব্যঙ্গ করে বলছে কেন তুমি মুসলিম হয়ে বাংলাদেশে জন্মালে?

বিষয়: বিবিধ

১১৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File