শহীদী ঈদগাহে আবদুল কাদের মোল্লা
লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ১৩ ডিসেম্বর, ২০১৩, ০৮:৪৩:৩০ সকাল
শহীদী ঈদগাহের চূড়ান্ত মঞ্জিল পাড়ি দেয়া এক সাহসী নাবিকের নাম আবদুল কাদের মোল্লা।
ঈমানদীপ্ত কাফেলার এক সাহসী বীরের নাম আবদুল কাদের মোল্লা।
আল্লাহর সন্তোষ লাভ ও তার সান্নিধ্য অর্জনের প্রতিযোগীতায় এক বিজয়ী বীরের নাম আবদুল কাদের মোল্লা।
বদর,ওহুদ,খন্দক আর বালাকোটের ময়দান মাড়িয়ে বাংলার সবুজ ঘাষ, সাদা মাটি নোনা জল মাড়িয়ে লক্ষ হৃদয় ছুয়ে বাতিলের অট্টহাসিকে ম্লান করে দিয়ে অনাগত বিপ্লবের পতাকাকে সমুন্নত করা বীরের নাম আবদুল কাদের মোল্লা।
বিষয়: বিবিধ
১২৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন