দালাল মিডিয়ার হলুদ নিউজ
লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ১০ ডিসেম্বর, ২০১৩, ০১:১৪:৩০ দুপুর
আজ সকালে আওয়ামী পুলিশ বাহিনী সিলেট মহানগর শিবির কার্যালয়ের তালা ভেঙ্গে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। লুটপাটে তারা শিবির অফিসের চেয়ার, টেবিল, বই পুস্তক, কুরআন, হাদীস, ইসলামী সাহিত্য, বাড়ির ছাদে রাখা নির্মান কাজের রড, সিমেন্টর বস্তা নিয়ে যায়। লুটপাটের সময় আওয়ামী পুলিশ বাহিনী শিবিরের আয় ব্যায়ের হিসেবের খাতাও নিয়ে যায়। এটা নেওয়ার কারণে আওয়ামী নিউজ২৪.কম (bd news24.com) শিবিরের বিরুদ্ধে অপপ্রচারের একটি বড় হাতিয়ার পেয়ে যায়। তাদের নিউজ হেডলাইন ছিল শিবিরের নাশকতার অর্থ যোগানদাতাদের তালিকা। আওয়ামী নিউজ২৪.কম এর কর্ণধারদের অবগতির জন্য জানাতে হয়--- ইসলামী ছাত্র শিবির এমন একটি সংগঠন যে সংগঠনের প্রতিটি নেতা কর্মী এবং শুভাকাংখী, সুধী এবং যারা ইসলামী ছাত্র শিবিরকে ভালবাসে তারা সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য প্রতি মাসে নিয়মিত আর্থিক সহায়তা করে। যাকে বলা হয় ‘এয়ানত’ যার অর্থ মূলত আল্লাহর জমীনে আল্লাহর দীন প্রতিষ্ঠার জন্য দান। শিবিরের প্রতিটি আয়ের রশিদ কাটা হয় এবং প্রতিটি ব্যয়ের ভাউচার সংরক্ষণ করা হয়। আয় ব্যয়ের এমন সুন্দর সিস্টেম বাংলাদেশে অন্য কোন সংগঠনে নেই। আয় ব্যয়ের ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবিরের একটি পরিভাষা হচ্ছে ‘‘ রশিদ ব্যতীত আয় নেই- ভাউচার ব্যতীত ব্যয় নেই’’ এ জন্য ইসলামী ছাত্র শিবিরের আর্থিক লেনদেন নিয়ে কখনো কোথাও কোন গড়মিল হয় নি। কোথাও কোন দন্দ হয় নি। শিবির তরুণদের মাঝে ইসলামী সাহিত্য বিতরণ করে, কুরআন হাদীস বিতরণ করে, কুরআন শিক্ষা দেয়, চরিত্র গঠনের এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার শিক্ষা দেয়। ক্যরিয়ার গঠনের জন্য কোচিং এর ব্যবস্থা করে। দরিদ্র ছাত্রদের লজিং টিউশনি এমনকি অত্যন্ত দরিদ্র, এতিম ছাত্রদের পড়ালেখায় আর্থিক সহায়তা দান করে। এ সব বিডি নিউজের চোখ ধরা পড়ে না। তাদের কাছে শুধূ ‘‘নাশকতা আর নাশকতা’’ ওরা শয়নে সপনে জাগরণে শুধূ নাশকতা-ই দেখে। তাই শিবিরের বায়তুল মালের আয় ব্যয়ের খাতা যখন পুলিশ লুট করলো, মালামাল চুরি করলো তখন আওয়ামী পুলিশের পক্ষ নিয়ে তার এ চুরিকে সার্টিফাইড করলো। হায়রে আওয়ামী পুলিশ, হায়রে দালাল মিডিয়া........
ঘটনা যদি এমন হতো যে, বি এন পি ক্ষমাতায় আর ছাত্রলীগের অফিস তল্লাসি করে পুলিশ পেল চাপাতি, রামদা, পিস্তল, মদের বোতল, গাজা, বিড়ি আর ইয়াবার প্যাকেট কারণ বিভিন্ন সময় বিভিন্ন নিউজে দেখা গেছে ছাত্রলীগ মানেই এ সব সামগ্রী তাদের সঙ্গী--- তখন হয়তো বিডি নিউজের সংবাদের ধরণ হতো ‘‘ছাত্রলীগের অফিসে পুলিশের নারকীয় তান্ডব... কিছু সন্দেহজনক জিনিস উদ্ধার.... ’’এর বাইরে যাওয়া দালাল মিডিয়ার পক্ষে সম্ভব নয়।
বিষয়: বিবিধ
১৩৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন