মিতা হকের বক্তব্য কোন মানুষের নয়..... লম্পট চরিত্রের কোন অভিসারীর বক্তব্য হতে পারে
লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ১০ আগস্ট, ২০১৩, ১১:২২:১০ রাত
মিতা হক কি তার আসল পরিচয়? তিনি একটি টেলিভিশন চ্যানেলে বলেছেন, ‘যারা মাথায় ঘোমটা দেয় তারা আর যাই হোক বাঙালী হতে পারেনা’ ৯ আগস্ট শুক্রবার পবিত্র ঈদ-উল-ফিতরের দিন ৭১ টিভির রাত ৮টার টকশোতে রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক একথা বলেন। তিনি বলেন, আমাদের সাধারন পরিচয় আমরা বাঙ্গালি।এটি কি কোন মানুষের বক্তব্য না অমানুষের তা ভাবতে অবাক লাগছে। এ বক্তব্য প্রদানকারীর পরিচয় যাই হোক-- সে কোন ভদ্র,রুচিশীল,সামাজিক,শিক্ষিত পরিবারের সদস্য নয়। এটি আত্ম পরিচয়হীন লম্পট চরিত্রের অমানুষের বক্তব্য
বিষয়: বিবিধ
১৪০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন