যারা রোযাদারের মূখ থেকে ইফতার কেড়ে নেয় তাদের মূখে কি গণতন্ত্রের কথা মানায়?

লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ৩০ জুলাই, ২০১৩, ০১:০৩:০৮ দুপুর

১.নেজামে ইসলাম পার্টির ইফতার মাহফিল ছিল গত সোমবার, মাহফিলে অনেক গণমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। ইফতারের ১০ মিনিট পূর্বে অনুষ্ঠানস্থলে প্রবেশ করে পুলিশ সবাইকে বের করে দেয়, কাউকে ইফতার করতে দেয়নি। পুলিশ বলেছে উপরের মহলের নির্দেশে তাদের বের করে দেয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে উপরের মহল বলতে কি বুঝায়? স্বরাস্ট্রমন্ত্রী? অথবা প্রধানমন্ত্রী...... অথবা সরকারের অন্য কেউ। শতকরা পচানব্বই ভাগ মুসলমানের দেশে একটি ইফতার অনুষ্ঠানে যেভাবে ন্যক্কার জনক ঘটনা ঘটানো হলো তার প্রতিবাদ করার ভাষা খুজে পাওয়া মুশকিল

২. বরিশালে বিচার চলাকালে আওয়ামীলীগ দলীয় একজন সংসদ সদস্য বিচারপতিকে বললেন এজলাশ থেকে নেমে আসুন আইনমন্ত্রী কথা বলবেন... বাংলাদেশ তো দূরে থাক পৃথিবীর কোন দেশে এমন ঘটনা কেউ কখনো দেখেনি... একজন সংসদ সদস্যদের ভূমিকা দেখে বোঝা যায় দেশের বিচার বিভাগ কিভাবে চলছে।

৩. সোমবার জামায়াতে ইসলামী ঘোষিত প্রতিবাদ মিছিল ছিল.. মিছিলে একজন পুলিশ কর্মকর্তা অস্ত্র উচিয়ে তেরে যাচ্চেন এমন ছবি পত্রিকায় ছাপা হয়েছে... ঐ মিছিল থেকে পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে..

যারা ইফতার মাহফিলে বাধা দেয়, বিচার কাজে বাধা দেয় বিরোধী দলের শান্তিপূর্ণ মিছিলে বাধা দেয় তাদের অধীনে কি সুষ্ঠূ নির্বাচন সম্ভব? সরকার প্রধান প্রায়ই বলেন পৃথীবির অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবে নির্বাচন হবে... পৃথিবীর অন্যান্য দেশে তো ইফতার অনু্ষ্ঠান থেকে লোকদের বের করে দেয়া হয় না,বিচারপতিকে বিচারকাজে বাধা দেয়া হয় না, বিরোধী দলের মিছিলে বাধা দেয় হয় না, বিরোধী দলের নেতা কর্মীদের ঘর থেকে ধরে এনে মিথ্যা মামলা এবং রিমান্ডে দিয়ে পঙ্গু করে দেয়া হয় না।

বিষয়: বিবিধ

১০৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File