মেধাবীরা সাবধান- তোমাদের জন্য কোন চাকুরী নেই

লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ১৯ জুলাই, ২০১৩, ১১:২৭:২৬ রাত

আজব এক দেশ আমাদের বাংলাদেশ। পশ্চিমাদের শাসন, শোসন, অন্যায় জুলুম আর তাদের এক চোখা নীতির কারণে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠে পরিণতিতে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ অতপর স্বাধীনতা। কিন্তু বর্তমানে বাংলাদেশের জনগণ কি স্বাধীনতার প্রকৃত সুফল পাচ্ছে? সাম্য, ন্যায় ও সমতার আর অধিাকারের শ্লোগানে যে স্বাধীনতা অর্জিত হল, আমার কি সেই স্বাধনিতার ফল পাচ্ছি? ১৯৭৪ সালে স্বাধীনতার স্থপতি বললেন, ''সবাই পায় স্বণ্যের খনি আর আমি পেয়েছি চোরের খনি''- তিনি বললেন, '' সারে সাত কোটি লোকের জন্য সারে আট কোটি কম্বল, আমার কম্বল কোথায়? চাটার দল সব খেয়ে ফেলেছে। সেই চাটার দলেরাই আইন করেছে- কোটা প্রথা, ৫% মানুষের জন্য ৫৫% কোটা, বাকী ৯৫% মানুষের জন্য ৪৫% যা মেধার লড়াইয়ে জিতে নিতে হবে, কিন্তু সেখানেও ঘুষ, দলীয় করণ আরো কত কিছু, স্বাধীনতার ৪২ বছর পরেও মেধাবীদের মেধার কোন মুল্যায়ন নেই। বরং প্রধান মন্ত্রী ঘোষণা দিলেন যে সব মেধাবীরা কোটা প্রথার বিরুদ্ধে মেধার লড়াইয়ে অংশ গ্রহণ করেছে তারা কোন চাকুরী পাবে না।

বিষয়: বিবিধ

১১১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File