জোটের রাজনীতিতে জামায়াতের লাভ ক্ষতি

লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ১৮ জুলাই, ২০১৩, ০৬:৪৩:৫২ সন্ধ্যা

বর্তমান আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর থেকে জামায়াত সব চেয়ে বেশী জুলুম নিযৃাতনের শিকার। তাদের প্রথম ও দ্বিতীয় সাড়ির সব নেতা জেলে, তৃতীয় সাড়ির যারা বাইরে আছেন তারাও প্রকাশ্যে চলাফেরা করতে পারেন না। কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত সব দলীয় কার্যালয় বন্ধ, প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের সভা সমাবেশ বন্ধ। নেতা কর্মীরা বাসায় ঘুমাতে পারেন না, ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করতে পারেন না, অনেক নেতা কর্মী চাকুরিচ্যুত, সরকারের পেটোয়া বাহিনীর নির্যাতনে হাজার হাজার নেতা কর্মী আহত, দুই শতাধিক কর্মী পঙ্গু, চোখ হাড়া হয়েছেন, তিনশত নেতাকর্মী শহীদ হয়েছেন। একের পর এক নেতার বিরুদ্ধে ফাসির রায় দেয়া হচ্ছে- সব কিছুর জন্য অন্যতম একটি কারণ জামায়াত কেন বি এন পির সাথে জোট করেছে। কিন্তু জামায়াতের বিপদে বি এনপি কি জামায়াতের পাশে আছে??? নেই, তবে কনে জোটের রাজনীতি, বিএন পির দুর্দিনে জামায়াতকে তার পাশে থাকতে হবে কিন্ত জামায়াতের বিপদে বি এন পি পাশে থাকবে না, অথচ ১৯৯১ এবং ২০০১ সালে বি এন পিকে ক্ষমতায় আনার ক্ষেত্রে জামায়াতের ভূমিকা ছিল মূখ্য। আর এ কারনেই আওয়ামীলীগ জামায়াতকে তাদের সবচেয়ে বড় শত্রু মনে করে জামায়াত নিধনে নেমেছে। তবে কি লাভ এই জোটের??

বিষয়: বিবিধ

১২৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File