সেলুকাস বিচার!! সেলুকাস রায়!!
লিখেছেন লিখেছেন সুন্দরের আহবান ১৮ জুলাই, ২০১৩, ১১:৪৫:২৮ সকাল
আওয়ামীলীগ সরকার গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নব্বই বছর বয়স্ক অধ্যাপক গোলাম আযমের নব্বই বছর জেল এবং জামায়াত সেক্রেটারী জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাসির রায় দিয়েছে। শুরু থেকেই প্রচন্ড রকমের বিতর্কিত এ ট্রাইব্যুনাল চরমভাবে বিতর্কিত দেশে বিদেশে সর্বত্র। দেশ বিদেশের বেশীর ভাগ আইনজ্ঞ এ ট্রাইব্যুনালের সমালোচনা করলেও সরকার তার গোয়ার্তুমী স্বভাবের কোন পরিবর্তন করে নি। এ বিতর্কিত ট্রাইব্যুনাল থেকে একের পর এক রায় দিয়ে যাচ্ছে। অধ্যাপক গোলাম আযমের ব্যাপারে স্বয়ং আদালতই বলেছে তার বিরুদ্ধে প্রত্যক্ষ কোন অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। তার পরও আদালত সরকারের আবেদনের প্রতি সদয় হয়ে তাকে নব্বই বছর জেল দিয়েছে। এ রায়ে ভয়ংকর যে দিকটি বলা হয়েছে জামায়াত এবং শিবিরের নেতা কর্মীদের সরকারী বেসরকারী যে কোন সুযোগ সুবিধা দিতে নিষেধ করা হয়েছে। বড় আজব রায় ?? এমন রায় পৃথিবীর কোন দেশে না হলেও বাংলাদেশের আজব ট্রাইব্যুনাল এ আজব রায় দিয়েছে। কোথায় ১৯৭১ সাল আর কোথায় বর্তমানের তরুণ প্রজন্ম যারা শিবির করে তাদেরকে ও সরকারী বেসরকারী যে কোন সুযোগ সুবিধা দিতে নিশেধ করা হয়েছে?? হায় সেলুকাস?? বড় আজব দেশ?? বড় আজব রায়?? একইভাবে আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে যে সব অভিযোগে ফাসি দেয়া হয়েছে সে সকল কোন ঘটনার সাথে তার কোন প্রকার সম্পৃক্ততা না থাকলেও তার ফাসি দেয়া হয়েছে। যে সকল ঘটনার কথা উল্লেখ করা হয়েছে সে সময় তিনি একদিনের জন্যও ফরিদপুরে যান নি কিন্তু তাতে জড়িত করে তাকে ফাসি দেয়া হয়েছে। একইভাবে দেখা যায় ইতিপূর্বে যে সকল রায় দেয়া হয়েছে তাও একই ধরণের ১৯৭১ সালে যুদ্ধ চলাকালীণ সময়ে আবদুল কাদের মোল্লা ঢাকা শহরে না থাকলেও তাকে কোন এক বিহারী যার নাম ছিল কাদের কসাই তার অপরাধের দায়ভার চাপিয়ে তাকে যাবজ্জীবন জেল দেয়া হয়েছে একই ভাবে রাজাকার দেলু সিকদারের অপরাধে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাসি দেয়া হয়েছে। হায়রে বিচার?? হায়রে বিচারক?? সবাইকে একদিন এর জবাব দিতে হবে। দুনিয়ার সব দরজা পার হলেও আদালতে আখিরাতে কেউ পার পাবে না।
বিষয়: বিবিধ
১৪০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন